ভিন্ন ভিন্ন অনু কবিতা।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।
আজকে আমি চেষ্টা করে যে সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখতে। অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আর প্রতিটি অনু কবিতায় হচ্ছে মনের আবেগ এবং অনুভূতি দিয়ে। তাই আমি আজকে ভালোবাসা নিয়ে অনু কবিতা লিখেছি। জীবনের সফলতা পাওয়ার জন্য পরিশ্রম নিয়েও অনু কবিতা লিখেছি। কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতার ফুল ফোটে সেই হিসেবে আমি অনু কবিতা লিখেছি। আমি চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখতে। তবে আমার লেখা অনু কবিতাগুলো পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করি আমার এই কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
অনু কবিতা :: ভিন্ন ভিন্ন অনু কবিতা।
১
ভালবাসতে জানলে তুমি
পাবে তুমি ভালোবাসার স্নেহ।
ভালবাসতে পারলে তুমি
পাবে সবার ভালোবাসা।
ভালোবাসা দিলে তুমি
পাবে আবার ভালবাসা।
মনের দরজা খোলা রাখলে
দূর হবে সব গ্লানি এবং দেহ।
২
জীবনে পরের দোষ খুঁজে কি
লাভ হবে তোমার।
অন্যের দোষ না খুঁজে
নিজেকে আগে দেখো তুমি।
নিজেকে গড়তে হলে
নিজের সম্বন্ধে জানতে হবে।
নিজের মত নিজে গড়তে হলে
নিজেকে তৈরি করো তুমি
৩
কঠিন পথে ফুল ফুটে
পরিশ্রমের মাধ্যমে।
সহজ পথে নয়
সফলতা আসে পরিশ্রমে।
হাল না ছেড়ে চেষ্টা
করলে সফলতা মিলে।
কষ্ট এবং সফলতায়
পাওয়া যায় সাফল্যের সাথী।
৪
জীবনের সময় সত্যি বদলে যায়
বদলে যায় জীবনের ভাবনার রঙ।
জীবনের ভালোবাসা পাল্টে যায়
হারায় কেবল তার সম্পর্কের রঙ।
৫
নীরব রাতে বুকের জমে
থাকে হাজার হাজার কষ্ট।
হাসির আড়ালে লুকিয়ে
থাকে কষ্টের অদ্ভুত ছায়া।
কষ্টের কারণে চোখে
ভিজে আসে জল।
কেউ বোঝেনা কষ্টের
নীরবতা করে আমায় ক্ষত।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।




https://x.com/Jamal7183151345/status/1997638361385697309?t=qnrN-fw_2qvSzAQlXL4xuA&s=19
https://x.com/Jamal7183151345/status/1997638946470166893?t=D_kwDsEm7IMBr49mV4Sm7g&s=19
https://x.com/Jamal7183151345/status/1997639476600836583?t=UssFng8ZDc_r0JuJkgJ6xg&s=19
https://x.com/Jamal7183151345/status/1997639966159933745?t=OZ3brqCc_mOGRKlJZBBfjw&s=19
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়। কারণ এগুলো বিভিন্ন রকম টপিক নিয়ে লেখা হয়। আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।