স্বরচিত কবিতা:- "শীতের সকাল"
এবারের শীত যেন একটু বেশিই অনুভূত হচ্ছে কুয়াশা, শিশির আর হিমেল হাওয়ার ছোঁয়ায় প্রকৃতি নিজেকে নতুন করে মেলে ধরেছে। শহরের ব্যস্ততার বাইরে গ্রামের শীতের সকাল মানেই এক অন্যরকম প্রশান্তি, যেখানে প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয় শৈশব, মায়া আর সরল জীবনের কথা। কুয়াশায় ঢাকা মেঠোপথ, পাতায় পাতায় শিশিরের মুক্তোদানা, খেজুরের রস আর উনুনে ভাপা পিঠার ঘ্রাণ সব মিলিয়ে শীতের সকাল হয়ে ওঠে কবিতার মতো সুন্দর। সেই অনুভূতিগুলোই শব্দে বুনে ধরার ছোট্ট প্রয়াস এই কবিতা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি শীতের সকাল নিয়ে লেখা এই কবিতা আপনাদের মন ছুঁয়ে যাবে।
"শীতের সকাল"
মোঃ ফয়সাল আহমেদ
কুয়াশায় ঢাকা মেঠো পথখানি,
শিশিরে ভিজেছে ঘাস,
গাছের পাতায় মুক্তোর দানা,
শীতের মিঠে আভাস।
পুব আকাশে সূর্যি মামা,
উঁকি দেয় রাঙা বেশে,
সবুজ ধানের ডগাগুলো সব,
শিশিরে আলতো হাসে।
খেজুরের রসে হাড়িটি ভরা,
গাছি নামে গাছ থেকে,
মায়ের হাতে ভাপা পিঠা হয়,
উনুনের ধোঁয়া মেখে।
কাঁপন ধরা হাড়কাঁপানি,
উত্তুরে হাওয়ার টান,
রোদে বসে বুড়ো দাদুটি গাহে,
পুরানো দিনের গান।
ছোট্ট খুকুর চাদর গায়ে,
মুড়ি নিয়ে কাটে বেলা,
গ্রামের বুকে অপরূপ সাজে,
শীতের এমন মেলা।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।





X-Promotion
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin