স্বরচিত Poetry: যত দূরে থাকো তুমি Original Poetry by @narocky71
ABB 10 নভেম্বর 2K25
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আজকের কবিতাটি খুবই চমৎকার একটি কবিতা। আজকে কবিতাটি আমি আমার প্রিয় মানুষকে স্মরণ করে লেখার চেষ্টা করেছি। কারণ আমাদের সবারই প্রিয় মানুষ আমাদের স্মৃতিতে স্মরণে স্বপনে সব সময়। যার কারণে আমরা চাই সব সময় প্রিয় মানুষটির কাছাকাছি থাকতে । যখন কাছে থাকে তখন আমরা স্বর্গের সুখ পাই। জীবনে সব মুহূর্তেই আমরা প্রিয় মানুষকে মিস করি। তাই আমি তাকে স্মরণ করে এই কবিতাটি লিখেছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবো।
স্বরচিত কবিতা: যত দূরে থাকো তুমি
স্মৃতির মাঝে আছো তুমি,
মনের মাঝে থাকো।
তোমায় নিয়ে দিনরাত,
ভাবি দিবা নিশি।
যত দূরে থাকো তুমি ,
স্মৃতির পাতায় ততই কাছে ।
হৃদয়ে তুমি থাকো নিরবে ,
চিৎকার করে খুঁজি আমি তোমাকে।
বুকের ভিতরে আলাদা করে ,
দিয়েছি তোমায় তাই ।
মন চাইলেও তোমাকে আমি ,
কখনো ভুলতে পারিনা ।
রাত দিন থাকি আমি একই ভাবনায় ,
আসবে তুমি পাশে থাকবে ।
ব্যস্ততার মাঝেও খুঁজে বেড়াই ,
যেন কাছে পাই একই সাথে ।
চোখ বন্ধ করলেও বেশি উঠে তোমার ছবি ,
খোলা থাকলেই খুজি তোমায় ।
কাছে পেতে চায় মন ,
নিঃশ্বাসেও খুঁজি আমি তোমায়।
(সমাপ্ত)
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



.gif)




https://x.com/i/status/1998730099403722959
https://x.com/i/status/1998730099403722959
https://x.com/i/status/1998730099403722959
https://x.com/i/status/1998731035001999762
https://x.com/i/status/1998731791381762150
https://x.com/i/status/1998732358598426731