"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা চারটি অণু কবিতা নিয়ে হাজির হলাম। মনের অনুভূতি ও মনের আবেগ প্রকাশ করেছি আমি এই অনু কবিতার মাধ্যমে। আসলে আমার কবিতা লিখতে খুবই ভালো লাগে এবং কবিতা পড়তে অনেক ভালো লাগে। তাই সময় পেলে আমি কবিতা লিখি এবং কবিতার মাধ্যমে আমি আমার মনের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করি। তাই তো আজকে আপনাদের মাঝে আমার লেখা চারটি অনুভূতি শেয়ার করলাম। আশা করছি আজকে এই অনু কবিতা গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
চুপচাপ বসে থাকি তোমার পাশে,
নীরব মন কথা বলে নিঃশ্বাসে।
এক চিলতে হাসি হৃদয় ভরায়,
সব না-বলা কথাও কাছে আনে চায়।
ভালোবাসা শব্দে বাঁধা যায় না,
নীরবতাতেই তার পূর্ণতা মানা।
অনু কবিতা-২
হাতের ছোঁয়ায় কাঁপে মন,
হারিয়ে ফেলি আপনজন।
চোখের ভাষায় লুকোনো সুর,
মুহূর্তেই মুছে যায় দূর।
ভালোবাসা এমন এক গান,
স্পর্শে জাগে হৃদয়প্রাণ।
অনু কবিতা-৩
দিন যায় শুধু তোমার নামে,
রাত ডুবে থাকে নীরব থামে।
দূরত্ব বাড়ে, টানও বাড়ে,
ভালোবাসা ধৈর্য শেখায় ধারে।
অপেক্ষাতেই জন্ম নেয় বিশ্বাস,
এই প্রেমেই লুকিয়ে সুখের আকাশ।
অনু কবিতা-৪
হৃদয় ঘরে তুমি নীরবে থাকো,
আমার সব ক্লান্তি চুপে ঢাকো।
অন্ধকারে তুমি আলোবাতি,
নিভৃত মনে শান্তির রাতি।
ভালোবাসা মানে এই আপন ঘর,
ফিরলেই হারায় সকল ডর।





ওয়াও আপনি তো দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। বরাবরই আপনার লেখা অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকেও আপনি খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য।