আমার স্বরচিত ভালোবাসার কবিতা -- 💞" তুমি আমি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত ভালোবাসার কবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি কবিতা পোস্ট নিয়ে।প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে কবিতা আপনাদের মাঝে শেয়ার করতে।কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে আপনাদের অনুপ্রেরণায় প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে কবিতা লেখার প্রতি আমি আরও বেশী অনুপ্রাণিত হই।আজ এসেছি ভালোবাসার অনুভূতি নিয়ে একটি কবিতা শেয়ার করতে।
কবিতাটি কোন বিষয় নিয়ে লিখছি তা যেমন গুরুত্তপূর্ণ ঠিক তেমনি কবিতার মাঝে ছব্দ থাকলে সেই কবিতা পাঠকদের কাছে ভীষণ সমাদৃত হয়ে থাকে।আমি চেষ্টা করি কবিতার লাইন গুলোর মাঝে ছন্দ রাখতে।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কবিতা আবৃত্তি করতে ও দারুন লাগে আমার কাছে।
আজকের কবিতাটির নাম দিয়েছি - তুমি আমি।কবিতাটির নামটি পড়ে বুঝতেই পারছেন আজকের কবিতাটি ভালোবাসার অনুভূতি দিয়ে লেখা।প্রিয় মানুষটিকে নিয়ে আমাদের ভালোবাসার যেনো কোন কমতি নেই।সেই মানুষটিকে নিয়ে আমাদের সকল চাওয়া-পাওয়া।প্রিয় মানুষটিকে নিয়ে ই আমাদের যত চিন্তা ভাবনা।সেই মানুষটির হাত ধরে ই আমরা বাকি জীবন কাটিয়ে দিতে চাই।সুখে-দুঃখে সেই মানুষটির পাশে থেকে আমরা সারা জীবন কাটিয়ে দিতে পারি।এ রকম কিছু অনুভূতি নিয়ে ই আমি আমার আজকের কবিতাটি লিখেছি।আশাকরি প্রতিবারের মতো আজকের লেখা কবিতাটি ও আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন কবিতাটি আবৃত্তি করে আসি---
আজকের কবিতা- " তুমি আমি"
লেখা - শিমুল আক্তার
স্বপ্ন ছোঁয়া লাগলো মনে
সত্যি হলো সকল চাওয়া
তুমি আমি দুজন মিলে
ভালোবাসার উষ্ণ ছোঁয়া।
মন পেয়েছে ভালোবাসা
আবেগ আমার ছুঁয়ে গেলে
ভাবনা গুলো নিয়েছে বিদায়
রবো দুজন একই সাথে।
পাশাপাশি মিলে মিশে
থাকবো দুজন চিরদিন ই
হাত দুটো ধরে থেকো
সারাজীবন এমনি করে।
দুজন হবো শুধু দুজনার
ঘুরে বেড়াবো যেথায় খুশী
হাসি আনন্দে কাটবে জীবন
সারাজীবন একই ভাবে।
জীবন হবে হাসি-খুশী
এড়িয়ে যাব কষ্ট এলে
ধৈর্য ধারন করতে হবে
সুন্দর হবে জীবন তবে।
সুখে-দুঃখে থাকবো মিলে
একই সাথে তুমি আমি
জীবন কাটাবো দুজন মিলে
যতদিন এই জীবন আছে।
আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।




