আমার স্বরচিত ভালোবাসার কবিতা --❤️❤️ "আমার চোখে "

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ভালোবাসার কবিতা "আমার চোখে"


6498.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ অনেক দিন পর একটি কবিতা শেয়ার করে নেবো। আজ শেয়ার করবো ভালোবাসার কবিতা।কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি অনেক দিন থেকেই।আজ ও লিখে যাচ্ছি আপনাদের ভালোবাসার টানে।যদিও কবিতা লেখা সহজ বিষয় নয়।তবে চেষ্টা করলে অসাধ্য ও সাধন হয়।

কবিতা লিখতে হলে ছন্দের দরকার হয়।ছন্দ মিলিয়ে কবিতা লিখলে সেই কবিতা আবৃত্তি করতে দর্শক অনেক বেশি আনন্দ লাভ করে থাকেন।তাই কবিতা লিখতে হলে ছন্দের দিকে খুব বেশী খেয়াল রাখতে হয়।এরপর আরো অনেক বিষয়ের দিকে লক্ষ্য রেখে একটি কবিতা লিখতে হয়।আজ লিখেছি ভালোবাসার অনুভূতি নিয়ে কবিতা।কবিতা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি আবৃত্তি করতেও ভালো লাগে আমার।

আজকের কবিতাটির নাম দিয়েছি -"আমার চোখে।"ভালোবাসার মানুষের চোখে তার প্রিয় মানুষটি অনেক বেশি সুন্দর,অনেক বেশি অমায়িক হয়ে থাকে।প্রিয় মানুষটির মধ্যে মানব কল্যান থাকলে তার প্রতি ভালোবাসা আরো বেশী জেগে উঠে।গরীব-দুঃখীদের প্রতি দয়াশীল হলে সেই মানুষটি অনেক বেশী মানবিক হয়ে থাকে।তাই তার প্রতি ভালোবাসা এমনিতেই বেড়ে যায়। এমন কিছু অনুভূতি নিয়ে আজকের কবিতাটি লিখেছি।আশাকরি আজকের কবিতাটি আবৃত্তি করে আপনাদের কাছে ভালো লাগবে। আসুন বন্ধুরা, কবিতাটি আবৃত্তি করে আসি ---

আজকের কবিতা - " আমার চোখে "


লেখা - শিমুল আক্তার


আমার চোখে অনন্য তুমি
তুমি হলে সবার সেরা
ভালোবাসার বাঁধনে বেঁধেছি।
ধরে আছি হাত দুটো তোমার।

আজীবন রবো তোমার পাশে
ভালোবাসার ছায়া হয়ে
দিনগুলো কেটে যাবে
আনন্দ আর ভালোবাসায়।

আমার চোখের স্বপ্ন তুমি
সত্যি হলো তোমায় পেয়ে
দুজন মিলে সাজাবো ঘর
সেথায় রবো দুজন মিলে।

যাবো না ছেড়ে কখনো দুজন
মিলে মিশে থাকবো একাকী
আমার চোখে তুমি ই প্রথম
ভালোবাসার এক জলন্ত উদাহরন।

আমার চোখে তুমি মহান
মানবতা আছে তোমার মনে
ভালোবাসা দিয়ে জয় করে নাও
গরীব-দুঃখী সকল জনের।

ভালোবাসি তাই অনেক বেশী
মানব কল্যান আছে তোমার মনে
সকল মানুষের উপকারে
এগিয়ে যাও সকল সময়।

150.png

আজ আর নয়।আশাকরি আমার লেখা আজকের এই ভালোবাসার কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার কোন নতুন কবিতা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif