$Puss কয়েন নিয়ে লেখা কবিতা||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি কবিতা শেয়ার করতে চলে এসেছি। আজকে প্রথমবার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কবিতা শেয়ার করবো। আমি ভালো কবিতা লিখতে পারি না। তবে কবিতা পড়তে পছন্দ করি। যেহেতু সবাই $Puss কয়েন নিয়ে লেখার চেষ্টা করে যাচ্ছে তাই আমি ভেবেই পাচ্ছিলাম না কি করবো। এরপর ভাবলাম ছোট্ট একটি কবিতা লিখে ফেলি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন মজার ছলে অনেক কবিতা লিখেছি। কিন্তু বড় হওয়ার পর আর কবিতা লিখিনি। এখন কবিতা লিখতে গেলে অনেক জড়তা অনুভব করি। তো বন্ধুরা চলুন পড়ে নেয়া যাক আমার আজকের কবিতা।
$Puss কয়েন নিয়ে লেখা কবিতা:

পেয়ে তোমায় $Puss,
$Puss মোদের স্বপ্ন
$Puss মোদের আশা,
$Puss সবারই যত্নে গড়া
আদর ভালোবাসা।
নতুন স্বপ্নে বিভোর মন
এই মনেতে স্বপ্ন জাগাতে
ঘটেছে $Puss এর আগমন।
$Puss নিয়ে নতুন স্বপ্ন দেখে যাচ্ছি
ফলাফল আমরা দেখতেই পাচ্ছি।
আশার আলো জ্বলেছে মনে
$Puss রয়েছে মন গহীনে।
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি,
স্বপ্ন নিয়ে বাঁচি
$Puss তোমার পিছু ছুটতে
আমি রাজি আছি।
তুমি সবার প্রিয় হয়েছো
পেয়েছি তোমায় তাই
মন বলে $Puss তোমায়
আরো বেশি চাই।
$Puss কয়েনের প্রতি ভালোবাসা আমাদের সবার আছে। আর এই $Puss কয়েন সবার মাঝে জনপ্রিয় হয়েছে। আমি নিজেও এই $Puss এর ভক্ত হয়ে গেছি। তাই সবসময় $Puss কয়েন নিয়ে কিছু করার চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমি কবিতা খুব একটা লিখি না। তাই ভালো করে কবিতা লিখতে পারিনি। আমি সেভাবে কখনো কবিতা লিখি না। আজকে প্রথমবার $Puss কয়েন নিয়ে কবিতা লিখেছি আর শেয়ার করেছি। $Puss কয়েন সবার মনে নতুন আশা জাগিয়েছে। আশা করছি সবাই এই কয়েনটি নিয়ে আশাবাদী। আমিও $Puss কয়েন নিয়ে অনেক আশাবাদী। আশা করছি ভালো ফলাফল পাবো আমরা। আর $Puss কয়েন ধীরে ধীরে খুবই সফল হবে। সেই সফলতা দেখে আমরা সবাই আনন্দিত হবো। আমার বাংলা ব্লগ পরিবার এবং দাদা এই কয়েনটির সাথে যুক্ত আছেন মানেই আমরা নিশ্চিন্তে ধরে নিতে পারি এই $Puss কয়েন অনেক সফল হবে। ইতোমধ্যে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি এবং এই $Puss কয়েনের সফলতা সম্পর্কে বুঝতে পেরেছি। সবশেষে এটাই বলবো আমরা সকলেই এই $Puss কয়েন নিয়ে অনেক আশাবাদী। তো বন্ধুরা আমার লেখা কবিতা আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

ওয়াও ভাই আপনি আমার বাংলা ব্লগের ফান টোকেন $PUSS নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো। আপনি সত্যি বলেছেন ভাই $PUSS আমাদের সবার স্বপ্ন। আপনার কবিতার প্রতিটি লাইন চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ভাই আমি নিজের অনুভূতি থেকে কবিতাটি লিখেছি। PUSS আমাদের সকলের স্বপ্ন। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
$Puss কয়েন নিয়ে আমাদের হৃদয়ের মধ্যে ভাবনার কোন শেষ নেই । আজ আপনি খুব সুন্দর করে $Puss কয়েন নিয়ে কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। আপনি ঠিক বলেছেন,$Puss কয়েন নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন নিয়ে বাঁচি। ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য।
PUSS কয়েন নিয়ে লিখা কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাই। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
বাহ্ আপনি পুশ কয়েন দিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। আসলে বিভিন্ন ধরনের কবিতা গুলো পড়তে আমার ভীষন ভালো লাগে। আজকে পুশ কয়েনের কবিতা টি পড়ে দারুণ লাগলো। আপনি সব গুলো লাইন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে ভালো লেগেছে আপনার জেনে খুবই খুশি হলাম ভাই। অনেক সুন্দর করে মন্তব্য করে উৎসাহ দিয়েছেন এজন্য ধন্যবাদ।
আপনার পুশ নিয়ে স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
$Puss নিয়ে কবিতা লিখতে খুবই ভালো লেগেছে। আমার কবিতায় নিজের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনি $puss নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার প্রতিটা লাইন পড়ে খুব ভালো লেগেছে। $puss আমাদের স্বপ্নের ঠিকানা তাইতো $puss কে নিয়ে মনের অনুভূতির কোনো শেষ নেই। $puss একদিন সবার স্বপ্ন পূরণ করবে। আমিও কিছুদিন আগে $puss কে নিয়ে কবিতা শেয়ার করেছি। কবিতা লিখতে মনের অনুভূতি প্রয়োজন তাহলেই কবিতা লেখা যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
এই কবিতাটি লিখতে খুবই সময় লেগেছে। কারণ আমি কবিতা লিখতে পারি না। অনেক সময় নিয়ে লিখার চেষ্টা করেছি আপু।
কবিতা লিখে পুশ কয়েনের প্রমশনে অংশগ্রহন করার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানায়। কবিতাটি অসাধারন হয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এভাবে চেষ্টা করলে একসময় পুশ কয়েন সবার মাঝে ছড়িয়ে যাবে। ধন্যবাদ।
ভাইয়া আমি খুব একটা কবিতা লিখতে পারি না। তবে প্রথমবার এই কবিতা লিখার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।