স্বরচিত অনুভূতিমূলক কবিতা || খেলার স্মৃতি

in আমার বাংলা ব্লগlast year (edited)


আজ - বুধবার

২১কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
০৬ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_24-11-06_09-17-05-189.jpg

Photography device: Infinix hot 11s

Photo editing by PicsArt app




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকের কবিতাটা যেন অশ্রু সিক্ত নয়নে লেখা অতীত স্মৃতি স্মরণ করে। ফেলে আসা অতীতের মধুর স্মৃতিগুলো যেন প্রত্যেকটা লাইনে গাথা।

কবিতা

নাম:
খেলার স্মৃতি

রচয়িতা:


ফেলে আসা দিনগুলি লাগে যে মধুর

অতীত স্মৃতি ভাবতে ভাবতে মন চলে যায় বহুদূর।

ভাবতেই থাকি সোনালী দিনগুলোর কথা
অনেক আনন্দ উল্লাস ছিল, ছিলনা মনে ব্যথা।

তেপান্তরের মাঠে খেলতে খেলতে চলে গেছি
বাল্য বন্ধুদের সাথে ছিল কতই না মাতামাতি।

বিকেল হলেই জড় হতাম বিভিন্ন খেলার জন্য
ভাবতে যেন মনে হয় সোনালী জীবন ধন্য।

গোল্লাছুট গাদি খেলার মত অনেক খেলেছি জীবনে
এখন সেসব বিরল হয়েছে শুধু পড়ে মনে।

শৈশব কৈশোর দিন দিন কত বন্ধু-বান্ধবের সাথে দেখা
আজ যেন অসহায় হয়ে,হয়ে গেছি বড় একা।

৫-১০ বছর তারো অধিক পার হয়ে জেনো যায়
সকাল বিকাল সাথে চলা বন্ধুরা আর নাই।

ঘুড়ি উড়াতো বন্ধুরা পিছন পিছন দিতাম দৌড়
সুতা কেটে গেলে খোঁজা খুঁজিতে আনন্দ হতো মোর।

মাঝে মাঝে ঢেলার জমিতে উল্টে যেতাম পড়ে
তবুও যেন ক্লান্ত হতাম না, খেলতাম বন্ধুদের হাত ধরে।

ভাবতে যেন চোখে জল আসে এ কেমন জীবন সংসার
চোখের পলকে কিশোর যৌবন হয়ে যায় যেন পার।

নিঃস্ব মনে ঘরের কোণে বসে বসে কাজ করা
শৈশবে স্মৃতি মনে হলে, মনে হয় জীবিত থেকেও মরা।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘদিন কাজ করতেছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হয়েছি মূলত কবিতা লেখাকে কেন্দ্র করে। দীর্ঘ তিন বছরের যাত্রা অনেকগুলো কবিতা লিখেছি এখানে। অনেক বিরহের কবিতা, অনেক প্রেমের কবিতা,অনেক আবেগ মাখা কবিতা, প্রাকৃতিক অনুভূতি নিয়ে লেখা কবিতা শেয়ার করেছি এখানে। প্রচন্ড আবেগ নিয়ে বিরহের কবিতা লিখেছি কিন্তু চোখে জল আসে নাই। জীবনের বাস্তব কষ্টের অনুভূতি শেয়ার করেছি কবিতার মাধ্যমে তখনও চোখের কোনে এক ফোটা জল আসে নাই। কিন্তু আজকে শৈশবের খেলাধুলার স্মৃতি স্মরণ করে কবিতা লিখতে গিয়ে চোখের অশ্রু ধরে রাখতে পারলাম না। যেন মনের অগোচরে বিসর্জন হয়ে গেল কবিতার লাইনে লাইনে। হয়তো ছোট কবিতার 20/22 লাইন আপনাদের চোখের সামনে দৃষ্টান্তর। তবে এই লাইনগুলোর মধ্যে রয়েছে আমার অতীতের মধুর স্মৃতি এবং অনেক ভালোলাগার মুহূর্ত। যে স্মৃতি স্মরণ করে কবিতা লিখতে গিয়ে আজকের চোখে জল এসে যায়। হয়তো জীবনে আর ফিরে পাবো না সেই সোনালীর অধ্যায় গুলো। তবু ও রূপকের ছলে, কবিতার লাইনে অথবা গল্পের মাধ্যমে লিখে যাব সোনালী দিনগুলোর কথা। তবে এর বেশি এখন আর কিছু বলার সাধ্য হচ্ছে না। যেন আজকের কবিতা পোস্ট লিখতে গিয়ে, অশ্রুসিক্ত নয়নে মনটা খুবই নরম হয়ে গেল।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই আপনার স্বরচিত খেলা স্মৃতি কবিতাটি আমার কাছে ভালো লেগেছে। আপনার এই কবিতাটি পড়ে শৈশবের খেলার স্মৃতি মনে পড়ে গেল। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

আপনার কবিতাটি পড়ে আসলে অনেক ভালো লাগলো ভাইয়া ।।আপনার কবিতায় ছোটবেলার সেই স্মৃতিগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 last year 

কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ

 last year 

কবিতার মাধ্যমে ভীষণ সুন্দর ভাবে সকল ছেলেবেলার খেলাগুলিকে তুলে আনলেন ভাই। ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে। সবচেয়ে ভালো লাগলো অতীতের কথা মনে করালেন বলে। এই গোল্লাছুট বা ঘুড়ি ওড়ানো দিয়েই আমাদের শৈশব ভরা। এখন তো সব ডিজিটাল দুনিয়া৷ সব হারিয়ে গেছে।

 last year 

হ্যাঁ ভাইয়া ছোটবেলায় এই সমস্ত খেলাধুলা অনেক করেছি।