স্বরচিত অনুভূতিমূলক কবিতা || ভুলে যেও আমায়

in আমার বাংলা ব্লগlast year (edited)


আজ - বুধবার

১৭ পৌয়, ১৪৩১ বঙ্গাব্দ
০১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


Picsart_25-01-01_11-23-12-746.jpg

photography device: Infinix hot 11s

Photo editing by PicsArt app




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ২০২৫ সালের শুরুতেই একটি বিরহের কবিতা দিয়ে শুরু করলাম। আশা করব সবাই কবিতা আবৃত্তি করবেন।

কবিতা

নাম:
ভুলে যেও আমায়

রচয়িতা:


জানি, সুখের সময় ভাগীদারের অভাব নেই

কিন্তু দুঃখের সময় কেউ থাকেনা পাশে।

আমার ছোট্ট মনটা সব সময় চাই
সবাইকে আনন্দ দিতে।

কিন্তু আনন্দিত মনটা যখন ভেঙে যায়
কোন আঘাতে,

কেউ থাকেনা পাশে
কিছুটা সময়ের জন্য ভালো রাখতে।

ঠিক তেমনি এক মন আঘাত
হঠাৎ বেজে উঠেছে মনে।

সবার অগোচরে কান্না করলাম
থাকলাম নির্জনে।

তখন থেকে সিদ্ধান্ত নিলাম
আসবো না আর হাসির বাগানে।

ফোটাবো না আর হাসি আনন্দের ফুল
নিস্তব্ধ হয়ে যাব হাসবো না এক চুল।

কারণ যাকে আমি আপন ভাবি
সে সব সময় ভাবে আমার ভুল।

আমি আর আগের মত হাসবো না
হাসাতে আসবো না তোমাদের।

তোমরা তোমাদের মত হাসি নিয়ে থেকো
হাসি আনন্দের মাঝখানে আমায় দূরে রেখো।

মনে কষ্ট পাওয়া মানুষ
কিভাবে হাসতে পারে?

এক নিমিষে হারিয়েছি
যুগ যুগ ভালবেসেছি যারে।

হারিয়েছি ভালোলাগা ভালোবাসার অনুভূতি
যা ছিল প্রতিশ্রুতি হয়ে গেছে তা নিয়তি।




সমা
প্ত

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

বছরের প্রথম দিনটা ভালোলাগা ও ভালোবাসার কবিতা উপহার দেবো ভেবেছিলাম। তবে আমার পরিচয় বিরহের কবি হিসেবে। সেখানে প্রেম ভালোবাসার কবিতা মানায় কি করে। সুযোগ পেলে ভালো লাগার কবিতা লিখে প্রকাশ করব। তবে শুরুতেই সুন্দর একটি বিরহের কবিতা লিখলাম। যেই কবিতার অর্থে বাস্তবতার সাথে মিল খুঁজে পাবেন। আপনি যখন সুখে থাকবেন ভালো থাকবেন তখন আপনার আপনজনের অভাব নেই। যখন দেখবেন আপনি একটু কষ্টে রয়েছেন অথবা বিপদের সম্মুখীন তখন আপনার অতি নিকটের মানুষটাউ পর হয়ে দাঁড়াবে। আর এই মুহূর্তটা আপনার জন্য যতটাই কঠিন ও বাস্তবতার সম্মুখীন হন না কেন মানুষ চিনতে ভুলবেন না। আপনার আপনজনের আসল চেহারা আপনার মাঝে ফুটে উঠবে। তাই কথায় আছে সময় কথা বলে। অপেক্ষা করুন এবং বাস্তবতা বুঝুন। যে আপন জনের কাছে লাঞ্চিত হবেন, তার কাছে এক কথায় বলে দিয়েন, ভুলে যেও আমায়।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png




Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9QUBwsSpQaKeN...yATDadsgVwLLqtt1XXME4p7rVRTAZ1RFChV35UcbbNnDbFjoTyvYRRKkTJyQFmutwhQEN8PLekgpjTpchzmMmf9EydtE9C1CdsnZfXZZupqadjyp651JeGzqB.webp

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

01-01-25

Screenshot_20250101-181052.jpg

Screenshot_20250101-150311.jpg

Screenshot_20250101-145621.jpg

 last year 

জানি, সুখের সময় ভাগীদারের অভাব নেই
কিন্তু দুঃখের সময় কেউ থাকেনা পাশে।

একদম চরম সত্য কথা বলেছেন ভাই। আর আপনার কবিতার লাইন গুলিতে ও প্রত্যেকটি কথা বর্তমান সময়ের মানুষদের কাজকর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ। একটা সময় আমরা আঘাত পেতে পেতে মানুষদের থেকে দূরে সরে আসি। তখন মনে হয় ভালো থাকুক তারা তাদের মত করে। যাই হোক বিরহ বেদনা নিয়ে অনুভূতিমূলক কবিতাটি বেজায় ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ এরকম বাস্তব ধর্মীয় অনুভূতির একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি একটু বাস্তবধর্মী। কবিতা লিখতে

 last year 

ভুলে যেতে হবে পুরাতনকে ভুলে যেয়ে নতুন কে আঁকড়ে ধরতে হবে। তাহলে আমাদের এই জীবন সুন্দর হবে। অতীত আসলেই এমন এক জিনিস হয়তো মানুষকে অনেক বেশি কাঁদায় না হয় অনেক বেশি শান্তি দেই। এমন কিছু কিছু অতীত আছে যেগুলোকে মনে রাখা উচিত নয়। খুব সুন্দর একটি কবিতা লিখলেন আপনি কবিতাটি অসাধারণ লিখলেন।

 last year 

বেশ দারুন মন্তব্য করেছেন