স্বরচিত কবিতা : " নতুন অধ্যায় "

in আমার বাংলা ব্লগyesterday

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20260103_211044_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমরা শুধুমাত্র প্রতিদিন নতুন নতুন সমস্যার সম্মুখীন হয়ে আর সেগুলোকে পার করে জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এই পৃথিবীর মায়া অনেক কঠিন। যেটা আসলে আমরা ভাবতেই পারি না। আর এইসব বিষয় নিয়ে চিন্তা করার সময় পাইনা। তবে যখনই আমরা সব কিছুতে হাঁপিয়ে যাই। তখনই একটু ক্লান্তি দূর করার জন্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চেষ্টা করি। যেটা আমাদের সারাদিনের একটা ক্লান্তি দূর করে। আবার অদ্ভুত ভাবেই আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে কিভাবে দিন কাটছে, আর আমরা দিনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না। জীবনে প্রতিনিয়ত লড়াই করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়। যা আমরা সবাই করে থাকি।

" নতুন অধ্যায় "

পৃথিবী বড়ই মায়ার রাজ্য,
যেখানে আমরা হারিয়ে যাই।
প্রতিদিন যেন নতুন নতুন,
বিষয়গুলো খুঁজে পাই।

প্রতিদিন যেন নতুন অধ্যায়,
নতুন সংগ্রামের সাথে পরিচয়।
বেঁচে থাকার জন্য লড়াই করে,
ক্লান্ত হয়ে দিন কাটায়।

ক্লান্তির মাঝেও একটুখানি আনন্দ খুঁজি
প্রকৃতির মাঝে হারিয়ে যাই।
যে সৌন্দর্য আর কোথাও না পাই,
একটুখানি স্বস্তির নিশ্বাস নিতে পাই।

একটুখানি হাসির মাঝে,
জীবনটা উপভোগ করতে চাই।
সারাদিনের ক্লান্তি নিভিয়ে
দু চোখের পাতা এক করি।

পৃথিবীটা বড়ই অদ্ভুত মায়া,
যা নিভিয়ে দেয় আলো।
তবুও চেষ্টা চালিয়ে যাই,
যদি থাকতে পারি একটুখানি ভালো।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

এটি আমার দিন সুন্দর করে দিয়েছে। খুব ভালো একটি কাজ!!

Loading...

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin