এভাবেই চলছে!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বাংলাদেশে এখন বেশ সরগরম অবস্থা। আগামী বছরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন। সেটা নিয়ে বেশ নাচন কোদন চলছে বিভিন্ন দলের। এতে যদিও আমার কিছু যায় আসে না। আমি কোন রাজনৈতিক দলের কর্মী না। সত্যি বলতে রাজনীতি এবং গণতন্ত্র জিনিসটাই আমার কাছে একেবারে বাজে লাগে। শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক। কারণ ছোট থেকে চোখের সামনে যা দেখে আসছি এরপর আর সেটাকে কোন সুস্থ্য মানুষের কাজ বলে একেবারেই মনে হয় না। আপনি যখন কোন রাজনৈতিক দলের সমর্থক হবেন আপনার বিবেচনা করার ক্ষমতা কমে যাবে। আপনি অন্যের কথামতো ভাবতে শুরু করবেন। ঐদিন বাংলাদেশের জনপ্রিয় একজন লেখকের একটা উক্তি সামনে আসলো। যেটা ঐ রাজনীতি নিয়ে। লেখক হিসেবে যদিও উনি কিছুটা বিতর্কিত ছিলেন। তবে উনার এই কথাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। বলছি হুমায়ুন আজাদ এর কথা।
হুমায়ুন আজাদ কথাটা এভাবে বলেছেন " পৃথিবীতে রাজনীতি থাকবেই। নইলে ঐ অসৎ,অপদার্থ, লোভী আর দুষ্ট লোকগুলো কী করবে?" কথাটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। পরবর্তীতে আমি কিছুটা মিলিয়ে দেখলাম আসলেই তো। অন্তত আমাদের দেশে আমার আশেপাশে এমন লোক আমি দেখি না যারা কীনা রাজনীতি করে কিন্তু তারা সৎ। অধিকাংশ সময় দেখি এরা একটা সময় অনেক বড়সড় অপরাধের সাথে জড়িত ছিল। পরবর্তীতে রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে এবং জনগণের সেবার নামে লোক ঠকাচ্ছে আর কী। জনগণের সেবা করতে কেউই আসেনি। সবাই এসেছে চাকের মধু খেতে। সাধারণ জনগণ হলো সেই মৌমাছি। যাদের পরিশ্রমে দেশের অর্থনীতি গড়ে উঠে। অর্থাৎ দেশের অর্থনীতি সেই মধুর চাক। এবং নেতাগুলো সেই মধুই মহা আনন্দে খেয়ে নেয়।
এখন আপনি বলতে পারেন আমি হয়তো ভালো মানুষ দেখিনি। অর্থাৎ আমি যাদের দেখেছি তারা সবাই খারাপ। কিন্তু এর বাইরেও ভালো মানুষ আছে। হয়তো আছে কিন্তু সেটা একেবারে সামান্য। আর ঐ ভালো মানুষ টা যার কিঞ্চিৎ বিবেক আছে সে ঐ অসৎ মানুষের সাথে থাকতে থাকতে সে নিজেও ঐরকম হয়ে যায়। এগুলোর প্রতি আমার এতোটা ঘৃণার কারণ বিগত কয়েক মাসের কর্মকাণ্ড দেখে। বিশেষ করে আমাদের কুষ্টিয়ার বিভিন্ন জায়গাই শুরু হয়েছে প্রতিবাদ। কারণ নিজেদের পছন্দের নেতা নমিনেশন পাইনি। ফলে তারা রাস্তা অবরোধ করছে মানববন্ধন করছে আর দূর্ভোগ হচ্ছে সাধারণ জনগণের। যদিও এগুলো বোঝার মতো বিবেক তাদের নেই একেবারেই। আর যে যখন যেভাবে পারছে একজন আরেকজনের নামে বলে যাচ্ছে।
এগুলো দেখে যতটা না হাসি পায় তার চেয়েও বেশি কষ্ট হয়। হায়রে মানুষের কী একটা অবস্থা। হুমায়ুন আজাদের কথাটা আমি বতর্মান সিচুয়েশনের সাথে বেশ রিলেট করতে পারতাম। এসব কারণেই বহু আগে থেকে এই গনতন্ত্র জিনিসটা আমার পছন্দ না। আমি এর বিপক্ষে। প্লেটো, অ্যারিস্টটল এর মতো দার্শনিকেরাও গণতন্ত্র কে প্রেফার করতেন না। যদিও আমাদের ছোট দেশের ক্ষমতা নেই সবার বিপরীতে গিয়ে কিছু করার। কিন্তু লোক দেখানো যতটা করা যায় তারা করছে। আর বাংলাদেশের সাধারণ জনগণ লেগে পড়েছে আরেকজন অসৎ লোভী দূর্নীতিবাজ নেতা নির্বাচনের জন্য।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/Emon423/status/1995766872214831455?t=tHg_OQjOqIV3F9mwLDtunQ&s=19