প্রবাসীদের ভোট দেওয়ার জন্য চালু হলো-Postal Vote BD
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন
আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের শহর বন্দরে গ্রামে গঞ্জে, হাট-বাজার দোকান পাট সব জায়গায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলাপ আলোচনা চলছে। বিভিন্ন দলের প্রার্থীরা স্ব-স্ব এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে। পোস্টার ব্যানার ফেস্টুনে রাস্তাঘাট অলিগলি ছেয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সাপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বাংলাদেশের সমস্ত নাগরিকদের ভোট দানের অধিকার রয়েছে। তবে বাংলাদেশের অনেক নাগরিক বিভিন্ন দেশে প্রবাসী অবস্থায় রয়েছে। তারাও দেশের নাগরিক তাদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। সেজন্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। আর সেজন্যই প্রবাসীদের জন্য চালু হয়েছে Postal Vote BD নামের একটি অ্যাপ।
এটি বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ এতবছর নির্বাচনে প্রবাসীরা শুধুমাত্র দেশে এসে ভোট দিতে পারতেন বা ভোটাধিকার থেকে পুরোপুরি বঞ্চিত থাকতেন। প্রযুক্তি এখন সেই বাধা দূর করে দিয়েছে। প্রবাসীরাও বিদেশের মাটিতে থেকে নিজ দেশে সরকার গঠনে ভূমিকা রাখবে।
এই বিষয়টি বাংলাদেশে নতুন হওয়ায় অনেকেই জানতে চাইছেন বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীরা কীভাবে ভোট দেয়?
আসলে আন্তর্জাতিকভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ব্যবস্থা চালু রয়েছে। কোন দেশ কোন পদ্ধতি ব্যবহার করছে তা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের নতুন উদ্যোগটি আসলে কোন ধারার অনুসরণে তৈরি করা হলো তা বোঝা দরকার। কারন বাংলাদেশে তো সমালোচকের অভাব নেই। যে কোন বিষয়ে মন্তব্য না করলে বাঙ্গালীদের পেটের ভাত হজম হয় না। যায় হোক অন্য দিকে যাচ্ছি না।
বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটদানের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।
দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ভোট দেওয়া যায। অনেক দেশ প্রবাসীদের নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে উপস্থিত হয়ে সরাসরি ভোট দিতে দেয়। ভারত, পাকিস্তান, তুরস্ক সহ কিছু দেশে এই ব্যবস্থা চালু আছে। এই পদ্ধতি নিরাপদ ও সহজ কিন্তু সমস্যা হলো যারা দূতাবাস থেকে দূরে থাকে, তাদের জন্য এটি কষ্টকর এবং ব্যয়বহুল ব্যাপার। অনেক প্রবাসী দূতাবাস থেকে শত শত হাজার মাইল দুরেও বসবাস করে।
তারপরে অাছে ডাকযোগে ভোট দেওয়া যায়। এই পদ্ধতিতে প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়, তিনি ভোট দিয়ে আবার ডাকযোগে পাঠিয়ে দেন। এগুলো উন্নত বিশ্বের জন্য। এই পদ্ধতি বাংলাদেশের জন্য সম্ভব না। এই পদ্ধতি যুক্তরাজ্য, জার্মানি, ইতালি তাদের জন্য।
অনলাইনে ভোট দেওয়া যায়। এটি সবচেয়ে আধুনিক পদ্ধতি। যেখানে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই ভোট দেওয়া যায়। এগুলোও উন্নত রাষ্ট্রের জন্য। আমাদের জন্য নয়। বাংলাদেশে অনলাইনে বিয়ে হয়, ভোট হয় না, হা হা হা।😁
আরেকটি হলো বিদেশে বিশেষ ভোট কেন্দ্র স্থাপন করে ভোট নেওয়া। যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি, সেখানে দূতাবাসের পাশাপাশি কমিউনিটি সেন্টার, স্টেডিয়াম বা স্কুলে ভোট কেন্দ্র খুলে ভোট নেওয়া হয়।
এখন বাংলাদেশ এবার যে Postal Vote BD অ্যাপ চালু করেছে এটি মূলত ডিজিটাল পোস্টাল ভোটিং হিসেবে গণ্য করা যায়। তবে অন্যান্য দেশের মতো কাগজে ব্যালট পাঠানোর পরিবর্তে এটি সম্পূর্ণ অ্যাপ-ভিত্তিক ডিজিটাল প্রক্রিয়া। এই সিস্টেমটি খুবই আধুনিক। আশা করা যায় বাংলাদেশের মতো বিভিন্ন দেশ এই পদ্ধতি অবলম্বন করবে।
এই পদ্ধতি সফল হলে প্রবাসীদের অংশগ্রহণ বাড়বে, গণতন্ত্র শক্তিশালী হবে, এবং বিদেশে বসবাসরত প্রায় এক কোটির বেশি বাংলাদেশি তাদের ভোটাধিকার বাস্তবায়নের সুযোগ পাবে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server

















