ক্ষমতা!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল সন্ধ্যার সময়ের কথা। যথারীতি আমি অফিস থেকে বাসায় ফিরছি। বাসায় ফেরার পথে দেখি রাস্তার পাশে একজন কলা বিক্রি করছে। আমি প্রায়ই যেকোন ফল নিয়ে যায় খাওয়ার জন্য। কখনও পেয়ারা কখনও কলা কখনও বা আপেল অথবা কমলা। ফল জিনিসটা আমার বরাবরই বেশ পছন্দের। গতদিন কলা দেখে ভাবলাম যাইহোক আজকে কলা নিয়ে যায়। বিক্রেতা বয়স হয়েছে। তবে একেবারে বৃদ্ধ না। আমি গিয়ে জিজ্ঞেস করলাম চাচা কলা কতো করে হালি। উনি উওর দেয় ২০ টাকা। কলাগুলো দেখে বেশ ভালো লাগছিল। ফলাফল আমি এক হালি কলা নেয়। কলাটা নিয়ে টাকা দেওয়ার জন্য আমি ম্যানিব্যাগ বের করেছি। সেটা বের করে একটা ৫০ টাকার নোট বিক্রেতার হাতে দিয়েছে। বিক্রেতা আমাকে বাকি টাকা ফেরত দেওয়ার জন্য টাকা খুজছে।
ঠিক তখনই দুজন লোক খুব দ্রুতই কোথা থেকে আসলো। দুজনই একেবারে ইয়াং। এরমধ্যে একজন ঐ বিক্রেতার জামার কলার ধরে গালাগালি করতে লাগল। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। অবস্থা এমন হয়ে দাঁড়ালো বিক্রেতাকে পারলে তারা ভালো করে ধোলাই দিয়ে দেয়। বেশ কিছু ঐভাবে করার পর বলল তোরে না একদিনই বলেছি এখানে কলা বিক্রি করবি। তোকে প্রতিদিন বলা লাগবে। কলা বিক্রেতা একেবারে নিচু কন্ঠে বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি উনার টাকা টা দিয়ে নেয় আমি চলে যাচ্ছি। কিন্তু উনারা কোন কথা শুনতেই রাজি না। তারা চাচাতো ভ্যানভর্তি কলা ধাক্কা দিতে শুরু করল। ব্যাপার টা আমি নিজেও খুব একটা বুঝে উঠতে পারলাম না মোটেই। কিছুদূর গিয়ে বিক্রেতা কে জিজ্ঞেস করলাম চাচা কাহিনী কী বলেন তো। উনারা আপনার সাথে এমন আচরণ করলো কেন?
ঐটা তো কারো মালিকানাধীন জায়গা না। রাস্তার ধারের ফুটপাত। ওখানে আপনি কলা বিক্রি করছেন তো উনাদের সমস্যা কোথায়? তখন চাচা বলল পেছনে যে বাসের কাউন্টার দেখলেন বেশ কিছু বাস দাঁড় করানো দেখলেন উনারা সেই কাউন্টারের লোক। আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। পেছনে বাসের কাউন্টার তো আপনার কী। আপনি তো আর বাসের টিকিট বিক্রি করছেন না আপনি বিক্রি করছেন কলা। তখন বলল গতসপ্তাহে উনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কারণ জিজ্ঞেস করলে বলে উনাদের কাউন্টারের সামনে আমি কলা বিক্রি করতাম বলে প্রায় দিন উনারা আমার থেকে কলা নিতো। এবং কোনদিনই টাকা দিতো না। টাকা চাইলেই বলতো এখানে ব্যবসা করাই বন্ধ করে দেব। কয়েকদিন এভাবে চলার পরে একদিন আমি টাকা চেয়ে বসি এবং উনাদের সাথে আমার বেশ তর্কাতর্কি হয়।
তখন উনারা আমাকে ঐদিনের কলার টাকা দিয়ে দেয় এবং বলে আগামীকাল থেকে যেন এখানে না দেখি। পরবর্তীতে আমি কলা বিক্রি করতে গেলেই ঐভাবে আমাকে তাড়িয়ে দেয় পারেনা শুধু গায়ে হাত তুলতে। কিন্তু আজ সেটাও করে ফেলল। আমি বললাম ঐটা তো ফুটপাত। ওদের জায়গা না তাহলে ওরা না করার কে? জবাবে বলল ক্ষমতা বাবা ক্ষমতা। এখন গায়ে শক্তি আছে কিছু লোকজন আছে কতকিছু করবে দেখাবে। চাচার এই কথার কোন উওর আমি দিতে পারলাম না। চুপ করে শুনে চলে আসলাম। তখন ঐ জনৈক ব্যক্তির কথায় চিন্তা করলাম। মানুষের বিবেক ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কী অধঃপতন হয়েছে। যদিও এটা পুরো পৃথিবীর ক্ষমতাবানদের চরিত্র। ক্ষমতা থাকলে এরা যেকোন কিছু অবৈধভাবে হাসিল করার চেষ্টা করে। আর সেটা না পারলে অন্য উপায় অবলম্বন করে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/i/status/2003012006333624679