13X Dolphin Achievement || 500 Steem Power UP
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। পাওয়ার আপ মানেই হলো নিজের সক্ষমতা বৃদ্ধি এবং এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অনেকেই প্রতিনিয়ত কিছু কিছু করে নিজের পাওয়ার বৃদ্ধি করার চেষ্টা করছি। সেই উদ্যোগকে সামনে রেখেই আজ আমি 500 স্টিম পাওয়ার আপ করলাম। এ সিজনে আমার লক্ষ্যমাত্রা ছিলো ৬০,০০০ স্টিম পাওয়া যা এক মাস আগে পূরন হয়েছে। এখন লক্ষমাত্রা ৬৫০০০ স্টিম।
সেই ২০২১ সাল থেকে এখানে কাজ করছি। যখন আমি প্রথম এখানে শুরু করেছিলাম তখন আমার পাওয়ার বলতে কিছুই ছিল না। কিন্তু এই চার পাঁচ বছরের মধ্যে আমি নিজস্বভাবে কিছু পাওয়ার করার চেষ্টা করেছি। সেই ০০ থেকে আজ আমার পাওয়ার ৬৫০০০+। এটা সত্যি আমার জন্য অনেব বড় একটি পাওয়া। তবে মডারেটর হিসেবে হয় তো এটাই শেষ পোস্ট আমার এই কমিউনিটিতে। আমার বাংলা ব্লগে তো নিয়মিত পোস্ট করবই, তবে তখন হয় তো মডারেটর থাকবো না। আজকের এই দিনে অনেক কিছু বলার ছিলো কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছি না। আমি সব সময় বলি, আমি অনেক ছোট একটা মানুষ। আমি চেস্টা করেছি সব সময় সবাইকে সাহায্য করার। অন্য দিকে সবাই ও আমাকে অনেক সাহায্য করেছে। আজকের এই দিনে সত্যি অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমার বাংলা ব্লগ আমাদের সকলের জীবনের মান পরিবর্তন করেছে ও অনেক কিছু শিখিয়েছে। বড় দাদা ও ছোট দাদা কে অনেক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তারা যদি আমার বাংলা ব্লগ কমিউনিটি না খুলত তাহলে হয়তো আমাদের সকলের ভবিষ্যৎ অন্যরকম হতে পারতো। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি।বিগত এই কয়েক বছরে আমার ব্যবহারে বা আমার আচার-আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থনা করছি। আপনারা নিজ গুনে আমাকে ক্ষমা করে দেবেন, ধন্যবাদ।
| পূর্বের এস পি | 64906 |
|---|---|
| পাওয়ার আপ | 500 এসপি |
| বর্তমান এস পি | 65406 |
পাওয়ার আপ
- পাওয়ার আপের আগে 64906 স্টিম পাওয়ার ছিলো।
- আরো 500 স্টিম পাওয়ার আপ করলাম।
- পাওয়ার আপের পর মোট স্টিম পাওয়ার 65409 SP।
#abb-powerup #targetdecember #welovepowerups
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: পাওয়ার আপ
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...








অভিনন্দন আপনাকে ১৩ এক্স ডলফিন হওয়ার জন্য। আপনার এই ডলফিন দেখে ভালো লাগলো। এভাবে এগিয়ে যান ভাই আপনার জন্য শুভকামনা রইল।