অমূল্য উপহার
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু অমূল্য উপহার আমাদের সকলের জীবনে আসে এবং এতো সুখকর একটি মুহূর্ত দিয়ে যায়। যেটা সত্যিই একেবারে দারুন ব্যাপার। যেমন আমাদের পরিবারের কারো যদি কোনো সন্তান হয়। তাহলে সেটা আমাদের জন্য হয় একটা অমূল্য উপহার। কারণ একজন বাবা, মা জানে তার ঐ সন্তানের মূল্য কি। বিশেষ করে মায়ের কথা যদি বলি। তাহলে সেটা না বললেই নয়। মা খুব ভালো করে জানে তার সন্তানের মূল্য কতটুকু। কারণ তাকে পৃথিবীতে আনতে ওই মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে। সেটা হয়তো আমরা কেউ আঁচ করতেও পারবোনা।
আসলে সন্তান জন্মগ্রহণ এর পেছনে মায়ের যে কষ্ট, মায়ের যেটা সেটা নিয়ে কথা বলতে গেলে হয়তো এই একটি পোস্টে কখনোই সম্ভব নয়। এমনকি আমি যদি সারা জীবন লিখি, তাও হয়তো সেটা শেষ করা সম্ভব নয়। মায়ের এতো বেশি কষ্ট হয় এবং তার জন্য আসলে যেটা প্রচলিত রয়েছে। অর্থাৎ যেটা আমাদের ইসলাম ধর্মে বর্ণিত রয়েছে। সেটা হলো, একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় তার আগ পর্যন্ত যতো পাপ করেছে, সবগুলো মুছে যায়।
তাহলে এবার চিন্তা করুন, সন্তান ভূমিষ্ঠ করার সময় এটি মায়ের কি পরিমাণ কষ্ট হলে সৃষ্টিকর্তা ওই মায়ের সকল গুনাহ মাফ করে দেয়। আর সাইন্টিফিক ব্যাখ্যাতে যদি যাই। তাহলে এটা আমরা অনেকবার অনেকেই পড়েছি যে, শরীরের প্রতিটা হাড় ভেঙে গেলে যে পরিমাণ কষ্ট হবে। একটি সন্তান জন্ম দেওয়ার সময় একটি মায়ের সেই পরিমাণ কষ্ট হয়। তাহলে বুঝতেই পারছেন যে উপহার কতোটা অমূল্য প্রতিটি বাবা-মায়ের জন্য। তাই আমি মনে করি যে, এই মায়েদের এই বাবাদের অবশ্যই একটি এক্সট্রা যত্ন নেওয়া উচিত। কারণ তারা এই সন্তানের জন্য অনেক কষ্ট করছে কিংবা করেছে।তাই সন্তানের যেমন যত্ন নিতে হবে সন্তানের ঠিক তেমন বাবা মা এর ও যত্ন নিতে হবে।
আমার মনে হয় পৃথিবীতে সব কিছুর সাথে তুলনা করা যায় তবে মায়ের সাথে পৃথিবীতে অন্য কিছু আর তুলনা করা যায় না। একমাত্র মা পৃথিবীতে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই ভালোবাসাটাই পৃথিবীতে সবচেয়ে পবিত্র ভালোবাসা।
একটি সন্তান জন্ম দেওয়ার জন্য যে ত্যাগ ও যন্ত্রণা একজন মা সহ্য করেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। একটি সন্তান বাবা-মায়ের জন্য অমূল্য উপহার, যা তাদের জীবনের সুখের অন্যতম কারণ। বিশেষত মায়েরা জানেন সন্তানের মূল্য কতটা, কারণ গর্ভধারণ থেকে প্রসব পর্যন্ত তারা চরম শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যান। তাই শুধু সন্তানদের নয়, বাবা-মায়েরও যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিদান দিতে না পারলেও অন্তত ভালোবাসা ও যত্ন দিয়ে তাদের পাশে থাকা উচিত।