সমস্যার সমাধান||

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

problem-gfb50facc4_1280.jpg

ছবির উৎস


আমি আজকে কি বিষয় নিয়ে লিখতে যাচ্ছি এতক্ষণে নিশ্চয় কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন বন্ধুরা। আপনাদের সাথে বেশ কিছু সমস্যার কথা শেয়ার করেছিলাম বন্ধুরা কয়েকদিন আগে।সেগুলোর সমাধান হলো আরকি।আপনাদের নিশ্চয় মনে আছে ,একটা লেখায় বলেছিলাম বাড়িতে গিয়ে আমাদের জ্বীন ঘটিত সমস্যায় পড়তে হয়েছিল। যার জন্য নিদ্দিষ্ট সময়ের বেশ আগেই আমরা বাড়ি থেকে চলে এসেছিলাম।বাড়ি থেকে চলে আসলেও বাসায় আম্মুর সমস্যা দেখা যাচ্ছিল।হুজুর বলছিলেন, দূর থেকে নজরে রেখেছে,তাই সমস্যা হচ্ছে।এজন্য হুজুরের থেকে কবজ এবং পানি পড়া বিভিন্ন উপায় মেনে নিয়ে আম্মু সুস্থ হয়ে গেছে।তবে আম্মু সুস্থ হয়ে গেলেও আমার এবিং ভাই এর বেশ ভয় লাগতো। রাতে এক ঘর থেকে অন্য ঘরে যেতে ভয় পেতাম এছাড়াও আব্বুরও হালকা ভয় লাগতো।তাই আর ঝুঁকি না নিয়ে গতকাল আব্বু এবং আমি কবিরাজের বাড়ি গিয়েছিলাম।তিনি আমাদের পূর্ব পরিচিত।তার তাবিজ কাছে থাকলে আর কোনো সমস্যা হয়না।তিনি বললেন,এই কবজ সাথে থাকলে ওরা ঘরে বা দূর থেকেও কোনো সমস্যা করতে পারবেনা।

তাই সেখান থেকে কবজ নিয়ে এসেছিলাম তিনটি।আম্মু আর বোনের কাছে কিছুদিন আগে নেওয়া কবজ ছিল,তাই আর নিতে হয়নি ওদের।আমি আপনাদের আমার বোনের অসুস্থতার কথা বলেছিলাম,হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকবার কিন্তু ডাক্তাররা কোনো রোগ পাচ্ছিলেন না।আসলে মেস থেকে ভয় পেয়েছিল,তার জন্য এরকম হয়েছিল। স্যার এর কবজ নিয়ে ঠিক হয়েছে আমার বোনের সমস্যা,তাই তার থেকেই কবজগুলো এনেছিলাম।গতকাল কবজ নেওয়ার পর থেকে বেশ ভালো মনে হচ্ছে আর ভয় লাগছেনা।তিনি স্কুলের টিচার ছিলেন আগে। এখন অবসরে গেছেন,সাথে কবিরাজ এবং জ্যোতিষি।তাই দুই নম্বরি বা প্রতারণার কোনো বিষয় এখানে নেই।

যেহেতু তিনি আমাদের পূর্বের পরিচিত।প্রায় ১২-১৩ বছরের পরিচয়,তাই অনেকটা ভালো সম্পর্ক বলা যায় ।আমার আম্মুর সমস্যা সর্বশেষ ওনার সাহায্যেই ঠিক হয়েছিল। অনেকদিন তার কাছে যাওয়া আসা থাকায় তার কবজ আমার কাছে বেশ দীর্ঘদিন ছিল।কিন্তু তিন চার বছর আগে তাবিজ ফেলে দিয়েছিলাম। তাবিজ,কবজ কাছে রাখা বেশিদিন ঠিক না সেজন্য।এখন অনেকটা বাধ্য হয়েই নিতে হলো।এই সমস্যার সমাধান করে দাঁত এর ক্যাপ লাগিয়ে বাসায় চলে এসেছিলাম।আপনাদের সাথে কয়েকদিন আগে দাঁতের ক্যাপ লাগানোর একটি ব্লগ শেয়ার করেছিলাম।সেদিন ক্যাপ এর মাপ নিয়েছিলেন আর গতকাল ক্যাপ লাগিয়ে দিয়েছেন।তাই বলা যায়, আল্লাহর রহমতে আপাতত সব সমস্যার সমাধান হয়েছে।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 3 years ago 

অজ্ঞান হয়ে যাওয়া সত্যিই অনেক মারাত্মক সমস্যা। আপনার বোনের এই সমস্যার কথা জেনে সত্যিই খারাপ লাগলো। এখন সবাই ভালো আছে জেনে ভালো লাগলো। তবুও মা এবং বোনকে একটু চোখে চোখে রাখবেন। সেই সাথে আপনিও নিজের খেয়াল রাখবেন আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল, আসলে মানুষের জীবনে সমস্যার শেষ নেই। যাইহোক আপাতত তো সমস্যার সমাধান হয়েছে। সত্যি এই ধরনের রুগির জন্য কবিরাজ দরকার। তবে কবিরাজ আপনাদের পূর্ব পরিচিত জেনে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো। মানুষের জীবনে নানান সমস্যা আসবে কিন্তু যখন তা সমাধান হয়ে যায় তখন সত্যি ই খুব ভালো লাগে। আল্লাহর কাছে শুকরিয়া করতে ও তখন মনটা ছটফট করে ওঠে।মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago (edited)

মেস থেকে ভয় পাওয়ার বিষয়টি খুবই রহস্যময়।আসলে এখন কেউ কবিরাজ ও তাবিজকে বিশ্বাস করতে চায় না বরং কুসংস্কার বলে গন্য করে।তবে আপনার আম্মু যেহেতু সুস্থ হয়ে গেছে সেহেতু আপনারাও সবাই সুস্থ হয়ে যাবেন।আপনার সমস্যার সমাধান হয়েছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার পোস্টটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে আবার একটু খারাপ হয়ে গেছে। আসলে মানুষের জীবনে কিছু সমস্যা থাকবেই এটাই স্বাভাবিক। আপনার বোন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় সত্যিই এটি জেনে আমার কাছে বেশ খারাপ লেগেছে এটি কিন্তু অনেক মারাত্মক একটি সমস্যা। অবশ্যই আপনার বোনকে সব সময় দেখে রাখার চেষ্টা করবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন । ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তাবিজ কবজ দীর্ঘদিন সাথে থাকা ঠিক না বিধায়, আমিও ফেলে দিয়েছিলাম অনেকদিন আগে। পরবর্তীতে আমারও একটু ঝামেলা হয়েছিল। তাই আবারো তাবিজ নিতে বাধ্য হয়েছি। যাইহোক আপনাদের সমস্যার সমাধান হয়েছে, জেনে সত্যিই খুব ভালো লাগলো আপু। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ও আচ্ছা। ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

জিন এবং আলগা বাতাস এগুলো অনেক বড় ধরনের সমস্যা করে ফেলে অনেক সময়। তাহলে আপনাদের পরিবারের উপর জিনদের নজর পড়েছে। ঠিকমতের তাবিজ এবং পানি পড়া ব্যবহার করলে এগুলো কোন সমস্যা করতে পারে না। কালকে আমাদের বাড়ির পাশে একটি ছেলেকে এভাবে জিনে ডিস্টার্ব করেছিল। পরবর্তী হুজুর এনে ছেলেটিকে ঠিক করেছে। আসলে এরকম পরিবেশ দেখলে সবার কম বেশি ভয় লাগে। আপনার পোস্টটি পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো।আপনাদের পরিবারের সবাইকে যেন আল্লাহতালা হেফাজত করে।

 3 years ago 

জি আপু ঠিক বলেছেন একদম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।