মার্কেট আপডেট!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
অনেকদিন হলো ক্রিপ্টো নিয়ে কোন মার্কেট আপডেট দেওয়া হয় না। কিন্তু গতকাল থেকে Puss যেন উড়ছে। আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদে যাওয়ার জন্য puss এর যাএা শুরু হয়েছে এইজন্য ভাবলাম একটা মার্কেট আপডেট দেওয়া যাক। হঠাৎ আজ ভোরে ঘুম ভেঙে গেল। যথারীতি ভাবে এক্সচেঞ্জে গিয়ে puss এর প্রাইজ দেখে আমি লাফ দিয়ে উঠে পড়েছি। অবশেষে puss $0.01 টাচ করেছে। আহ কী শান্তি। Puss পাম্প করেছে মূলত tron/trx পাম্প করার জন্য। গতকাল থেকে আজ পযর্ন্ত trx নিজের সর্বকালের সর্বোচ্চ দাম স্পর্শ করেছে। পাশাপাশি একেবারে পাম্প করেছে প্রায় ১০০%। Trx এর এমন আপ বেশ ভালো একটা ইঙ্গিত দেয়। এবং আপনাদের বলে রাখি altcoin বুলরান শুরু হয়ে গিয়েছে।
ক্রিপ্টো মার্কেটে pair বলতে একটা কথা আছে। যদি কোন ভালো কয়েনের সাথে pair থাকে। তাহলে ঐ কয়েনটা যখন আপ হয় সাথে সাথে ওটাও আপ হয়। যেটা আজ tron এবং puss ক্ষেত্রে হয়েছে। এবং আরেকটা কারণ puss কিন্তু ট্রেন ব্লকচেইন ব্রেসড প্রজেক্ট। ট্রন এর পাশাপাশি tron ব্লকচেইন আর আরেকটা কয়েন sun ও কিন্তু হিউজ পাম্প করেছে। আশাকরি এভাবে চলতে থাকলে খুব দ্রুতই tron $1 এবং puss $0.10 টাচ করবে। ট্রনের ১ ডলার টাচ করা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার আসি অন্য সব কয়েনগুলো নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে হিউজ আপ হয়েছে বিটকয়েন। তবে এখনও সেই কাঙ্ক্ষিত ১ লাখ ডলার টাচ করেনি।
মোটামুটি ঐ ৯৯,৬০০ হলো বিটকয়েন এর অলটাইম হাই। এরপর আর সেরকম আপ দেখা যায়নি। তবে বিটকয়েন কে আরও উপরে যেতে হলে একটা কারেকশন নিতে হবে। কারণ এটা ৮২-৮৫ হাজারের মাঝে একটা গ্যাপ রেখে এসেছে। সুতরাং আমার ধারণা বিটকয়েন দেড়লাখ ডলার যাওয়ার আগে একটা ডাউন দিয়ে ঐ রেঞ্জে যাবে এবং নিজের গ্যাপটা পূরণ করে আসবে। বিটিসি ডমিনেন্স হাই থাকলে altcoin কখনোই পাম্প করে না। তবে বিটিসি ডমিনেন্স কমতে শুরু করার সঙ্গে সঙ্গে বিভিন্ন altcoin হিউজ পাম্প করা শুরু করেছে। কোন কোন কয়েন ১০০-৫০০% পযর্ন্ত আপ হয়েছে। এবং এটা মাএ শুরু। ধারণা করা হচ্ছে altcoin এর পুরোপুরি বুলরান শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে ।
এখন পযর্ন্ত হওয়া বুলরান গুলোর মধ্যে এটা সবচাইতে বড় বুলরান হতে চলেছে। যাইহোক এখন শুধুই অপেক্ষা করতে হবে। ক্রিপ্টো মার্কেটে ধৈর্য্য অনেক বড় একটা ব্যাপার। কয়েক মাস আগেও বিটকয়েন যখন ৭১ হাজার থেকে ডাউন দিয়ে ৫৮ হাজারে চলে গিয়েছিল তখন অনেকেই প্যানিক হয়ে সেল দিয়ে মার্কেট থেকে বেরিয়ে গিয়েছিল। এবং ঐসময় টাই মার্কেটে হোয়েলদের এন্ট্রি হয় এবং তারা কেনা শুরু করে। প্রতিটা বুলরানের আগেই মার্কেটের কাজ ডাউন দিয়ে ভয় ধরিয়ে হোল্ডারদের প্যানিক করে দেওয়া। এবং অনেকেই প্যানিক হয়ে লসে মার্কেট থেকে বেরিয়ে যায়। এটা কখনোই করা যাবে না। বিটকয়েন এখনও অনেক টা আপ হবে এটা আমার ধারণা। এখন দেখা যাক সেটা কতদিন সময় পরে হয়। আমাদের স্টিম কিন্তু ভালো পারফরম্যান্স করছে। ওটাও বেশ ভালো আপ হয়েছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।






.png)



Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুশ দিন দিন অনেক আপ হচ্ছে আশা করা যাচ্ছে এই ডিসেম্বর এর শেষ হতেই ৩-৪ টাকাই চলে আসবে।খুব দারুন এনালাইসিস করেছেন। ধন্যবাদ আপনাকে।
ইমন তোমার মার্কেট এনালাইসিস দেখে ভীষণ ভালো লাগলো। আমরা সবাই আশাকরি ট্রন এক ডলার ক্রস করবে আর সেই সাথে আমাদের পুশ কয়েন চাঁদে পৌঁছে যাবে 😀
যেহারে অল্টস কয়েন পাম্প করছে এতে করে পুশের দাম হিউজ পাম্প করবে আশাকরি।
ধন্যবাদ তোমাকে চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।
ক্রিপ্টো সম্পর্কে আমার একেবারেই ধারণা ছিল না। এখানে আসার পর টিম সম্পর্কে বুঝতে একটু সময় লেগে গেছে তারপর যখন পুস লঞ্চ হল তখন থেকে একটু একটু করে আপনাদের আলোচনা শুনে বুঝি। তবে অনেক কিছু যে বুঝি তা নয় আপনার এই পোস্ট পড়ে অনেকটাই সমৃদ্ধ হলাম।
আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আশা করি আমাদের প্রিয় পুশ কয়েন আগামী দিনে আরো অত্যান্ত ভালো একটা অবস্থানে পৌঁছাবে। সত্যি অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।
আমি তো trx এর অবস্থা দেখে রীতিমতো অবাক। শুধু বেড়েই চলেছে বেড়েই চলেছে সেইসাথে আমাদের $puss প্রতিনিয়ত ছুটে চলছিল। হ্যাঁ প্রথমেই এত তাড়াহুড়ো না করে কয়েন গুলো হোল করে রাখলে সেটা কয়েনের ভবিষ্যতের জন্য আরো বেশি ভালো হবে দেখা যাক সামনে আমাদের জন্য কি আশা করছে।