$PUSS টোকেন মার্কেট অ্যানালাইসিস
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৬ ই ডিসেম্বর ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, আমার বাংলা ব্লগ কমিউনিটির নিজস্ব কয়েন $puss , ক্রিপ্টো কারেন্সি মার্কেটের জনপ্রিয় ব্লকচেইন নেটওয়ার্ক $TRX এর উপর ডিপ্লয় করা হয়েছে। আপনারা যারা ক্রিপ্টো কারেন্সি মার্কেট সম্পর্কে দীর্ঘ দিন ধরে অবগত আছেন, তারা হয়তো প্রত্যেকেই $trx এর সাথে বেশ পরিচিত।গত কয়েক বছর আগে আমাদের সকলের প্রিয় স্টিমিট প্লাটফর্মের মধ্যে ব্লগিং করে আমরা $trx উপার্জন করেছিলাম। কিন্তু বর্তমান সেটি বন্ধ হয়ে গিয়েছি। আশা করছি ভবিষ্যতে তা আবারও চালু হবে। যাইহোক, এই বছরের শেষের দিকে $trx এর প্রাইস অনেক গুনে বেড়ে গিয়েছে। এই বিষয়ে হয়তো আপনারা কম বেশি সকলেই অবগত আছেন। ইতিমধ্যে $trx এর নিজস্ব টুইটার পেইজের মধ্যে $trx এর ফাউন্ডার অনেক বড় ধরনের একটি আশা দেখিয়েছেন আমাদের কে।
যাইহোক, যেহেতু পুশ কয়েন টি $trx এর উপর ডিপ্লয় করা হয়েছে, তাই পুশ কয়েনের ভবিষ্যত এখন থেকেই বোঝা যাচ্ছে অনেক বেশি উজ্জ্বল।এক সময় $trx এর মূল্য ছিল খুবই কম।যা, আমাদের সকলের প্রিয় পুশ কয়েনের থেকেও অনেক টা কম ছিল। আপনারা $trx এর প্রাইস চার্ট হিস্টরি দেখলে এই বিষয়ে ভালো ভাবে বুঝতে পারবেন। যাইহোক, ইতোমধ্যে আমাদের সকলের প্রিয় পুস কয়েন বেশ কয়েকটি জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ সাইটের মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। আশা করছি ভবিষ্যতে আরো অনেক বড় বড় ধরনের এক্সচেঞ্জের মধ্যে তালিকাভুক্ত করা হবে।
তবে, আরো বেশ কয়েকটি এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করার জন্য পরিকল্পনা চলছে। আশা করছি সেসব এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। বর্তমান সময়ে আমাদের সকলের প্রিয় পুস কয়েনের প্রাইস কিছু টা টান টান অবস্থার মধ্যে রয়েছে। তবে, ২০২৫ সালের কোয়াটার-১ এর মধ্যে সকল ধরনের অল্ট কয়েনের একটি সিজন শুরু হবে। আশা করছি এই সিজনের মধ্যে সকল ধরনের অল্ট কয়েন অনেক বেশি আপ দিবে। আশা করছি এই সিজনের মধ্যে $trx এর প্রাইস এক মার্কিন ডলার ছড়াবে এবং পুশ কয়েনের প্রাইস ও অনেক বেশি বৃদ্ধি পাবে।
প্রতিনিয়ত আমাদের সকলের প্রিয় পুস কয়েনের ট্রেড ভলিয়ম মোটামুটি ভালোই হচ্ছে। টোকেন হোল্ডার ও প্রতিনিয়ত বাড়ছে। আশা করছি আমরা খুব অল্প সময়ের মধ্যে ভালো একটি নিউজ পাবো। আপনারা হয়তো জানেন বেশ কিছু দিন আগে পুস কয়েনের মার্কেট ক্যাপিটাল ১০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছিল। কিন্তু বর্তমান কিছু টা কমেছে। তবে, আমি আশা করছি পুস কয়েন পূর্বের সকল ধরনের রেকর্ড ভেঙে দিয়ে নতুন কোন রেকর্ড তৈরি করবে। নতুন নতুন ATH তৈরি করে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সকলেই এই দিনটির জন্য অপেক্ষায় আছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই দিনটি আসবে।
তবে, আমাদের কে একত্রিত হয়ে পুস প্রমোশনের কাজ গুলো করতে হবে। যেহেতু পুস কয়েন আমাদের সকলের নিজস্ব একটি কয়েন।তাই এই কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল কে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা আশা করি খুব শিগগিরই অনেক বড় ধরনের গুড নিউজ পেয়ে যাবো। আমরা সকলেই এক সাথে লাভবান হতে পারবো, আমি এমনটাই প্রত্যাশা করছি।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Riyadx2P/status/1872129204395073735?t=jOu8IS7Ei2bDfyx95m-GOA&s=19
পুস কয়েনের মার্কেট নিয়ে আপনি বেশ সুন্দর গুছিয়ে আলোচনা করেছেন। বর্তমানে পুসের দাম একটু কম হলেও আশা করছি তাড়াতাড়ি আবার পাম্প করবে। তবে এখনও খুব একটা খারাপ রেট না। আপনার সাথে সহমত , আমাদের পুস প্রোমোশনের কাজটা নিয়মিত করে যেতে হবে ।
আমাদের নিজস্ব পুশ কয়েন কে নিয়ে খুব সুন্দর আলোচনা আপনি তুলে ধরেছেন। পুশ নিয়ে আমাদের অনেক স্বপ্ন।একদিন আমাদের এই স্বপ্ন পূরণ হবে আশাকরি। তবে আমাদের সকলের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।