পুশ নিয়ে কবিতা - পুশ এখন আর ছোট নয়

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। অনেকদিন ধরেই আমি পুশ নিয়ে কোন কবিতা লিখি না। তাই আজ মনেহল পুশ নিয়ে কবিতা লেখা উচিৎ। যার জন্য আজ আমি আপনাদের সামনে আমাদের সকলের প্রিয় পুশ কয়েন নিয়ে কবিতা লিখেছি।


20250329_003249.jpg


পুশ এখন আর ছোট নয়


একটি কয়েন, মিষ্টি নাম;
সবাই পুশ নামে চেনে।
জন্ম হয়েছে তার সানপাম্পে,
জনপ্রিয় ট্রন ব্লক চেইনে।
একটু একটু করে বড় হয়েছে,
এখন রয়েছে সেরা তিনে।
ট্রেড ভলিউম বাড়ছে তার,
দামও বাড়ছে দিনেদিনে।

ইউটিলিটিতে ভরপুর সে,
আছে স্টেক প্রোগাম।
স্টেক করে আর্ন করো,
এর চেয়ে নেই কিছু আরাম।
করতে পারবে আইডি ক্রিয়েট,
স্টিমিটের খুব কম খরচে,
সিকিউরিটির জন্য ভেবে ভেবে,
সেফ-পালের সাথে যুক্ত হয়েছে।

সবাই যখন যাচ্ছে নিচে,
সে যাচ্ছে উপরের দিকে।
তার সফলতা দেখে হিংসুকের,
আহ্লাদ হয়েছে ফিঁকে।
হিংসুক তাই করল আক্রমণ,
কয়েন মার্কেটের প্রোফাইলে।
হিংসুক জানেনা, পুশ কে?
পুশ আবার হয়েছে সবুজ জ্বল মলে।

এক নয়, দুই নয়, দশ নয়
পুশের মার্কেট ক্যাপ এখন,
চৌদ্দ মিলিয়ন ডলার;
পুশের রাজ্য সম্পর্কে,
আছে কি আর,
নতুন কিছু বলার?

ছোট সেই পুশ আর ছোট নয়,
হয়েছে অনেক বড়।
ট্রনের অনেক বড় নাম সে,
দেখে সবাই জড়োসড়ো।
একের পর লিস্টিং হচ্ছে,
বড় বড় এক্সচেঞ্জে;
ভলিউমের সাথে লিকিউডিটিও বাড়ছে,
আরও বিশাল রেঞ্জে।


প্রিয় আমার বাংলা ব্লগবাসী, আমি জানি আমার মত আপনারাও অনেক স্বপ্ন দেখেন। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই পুশ নিজেকে ছাড়িয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। কারণ পুশের জন্ম হয়েছে বিশ্বকে জয় করার জন্য। খুব শীঘ্রই পুশ তা করে দেখাবে।


gif.gif



নিজের সম্পর্কে

‎আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।