অনেকদিন পর বৃষ্টিতে ভেজার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

অতীতের একটা সময় ছিল যখন বাইরে বৃষ্টি হতে দেখলেই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা হতো। বিশেষ করে দুপুর টাইমে। এখনো সেই ইচ্ছা হয় কিন্তু এখন আর সুযোগ হয়ে ওঠে না। লাস্ট কবে যে ইচ্ছাকৃতভাবে মনের আনন্দে বৃষ্টিতে ভিজেছি সেটা প্রায় ভুলেই গেছি। তবে এখনো মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা হয় তবে সেটা ইচ্ছাকৃতভাবে না অনাকাঙ্ক্ষিতভাবে। অর্থাৎ বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগবে তাই গেলাম আর হালকা ভিজে গেলাম। এখন মূলত এভাবেই ভেজা হয়ে থাকে। তবে ছোটবেলায় একটু সুন্দর বৃষ্টি হলেই বাইরে ভিজতে চলে যেতাম। যদিও বা তখন বাড়ি থেকে অনেক বাধা থাকতো। তারপরেও সেই বাধা পেরিয়ে চলে যেতাম বৃষ্টিতে ভিজতে।

IMG_20240628_150220-01.jpeg

মাঝে মাঝে আবার বৃষ্টির সময় ফুটবল খেলা হতো। আর বৃষ্টির সময় ফুটবল খেলার মজাটা অন্যরকম। যারা বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুটবল খেলেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক এবারে মূল বিষয়ে আসা যাক। গত কয়েকদিন ধরে আকাশটাতে মেঘলা মেঘলা ভাব। গত শুক্রবার বাসায় এসেছিলাম। জুম্মার নামাজ শেষে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম,ঠিক সেই সময় বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে পেলাম। বাইরে দেখি মুহুর্তের মধ্যেই খুব সুন্দর বৃষ্টি নেমে গেল। তখনই ভাবলাম অনেকদিন বৃষ্টিতে ভেজা হয় না আজকে যেহেতু সুযোগ পেয়েছি একটু বৃষ্টিতে ভিজতে হবে। যদিও বা একবার গোসল হয়ে গিয়েছিল তারপরও কাপড় চেঞ্জ করে সোজা বাইরের দিকে রওনা দিলাম।

সুন্দর বৃষ্টি হচ্ছে আহ কি মজা! অনেকদিন পরে এরকম বৃষ্টিতে ভিজতে পেরে বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে ইচ্ছে করছিল বন্ধুদেরকে কল দিয়ে বলি আই সবাই ফুটবল খেলি। কিন্তু সেটা আর করা হয়নি। যাই হোক এরপর চারিপাশে এদিক ওদিক করে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিতে ভিজলাম। এক পর্যায়ে চলে গেলাম মাঠের মাঝখানে। চারিদিকে বৃষ্টি হচ্ছে কোনো মানুষজনের আনাগোনা নেই। একা একাই মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল করছিলাম এই সুন্দর বৃষ্টিকে। তখন মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল। প্রায় ১০-১৫ মিনিট ধরে বৃষ্টিতে ভিজেছিলাম। ভেবেছিলাম বৃষ্টি শেষ হলে একবারে ঘরে ফিরবো কিন্তু দেখলাম বৃষ্টি শেষ হবার নাম নিচ্ছে না। তাই এক পর্যায়ে ঘরে ফিরে এলাম।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। অনেকদিন পর বৃষ্টিতে ভেজার অনুভূতি নিয়ে এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা ইচ্ছাকৃতভাবে মনের আনন্দে লাস্ট কবে বৃষ্টিতে ভিজেছেন সেটাও কমেন্টে জানাতে পারে। তো আজকের মত এটুকুই।আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৃষ্টিতে ভেজার অনুভূতি আসলে লিখে প্রকাশ করার মতো না। বিশেষ করে তীব্র গরমের পর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর বৃষ্টিতে ভেজার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অনুভূতি পড়ে আমার খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে বৃষ্টি কয়দিন বেশ হচ্ছে আমাদের এখানে। আমিও কাজের মধ্যে বৃষ্টিতে ভিজে গেছিলাম। তবে শখ করে ভেজা হয়নি। খুবই ভালো লাগলো আপনার অনুভূতি জানে।

 2 years ago 

আজ আপনি বৃষ্টিতে ভেজার খুব সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। বৃষ্টিতে ভেজার অনুভূতি আসলে অন্যরকম অদ্ভুত যা লিখে প্রকাশ করা যায় না। আমাদের এখানেও গতকাল অনেক বৃষ্টি হয়েছিলো। আমিও কালকে বৃষ্টিতে ভিজেছি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি গুছিয়ে উপস্থাপনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। বৃষ্টিতে ভেজার অনুভূতি খুবই দারুণ। আসলে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতে পারলে বেশ আনন্দ উপভোগ করা যায়। খুব সুন্দর বৃষ্টিতে ভেজার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার বৃষ্টিতে ভেজার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

ভাই বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে মজা লাগে। ছোট থাকতে আমার নিজেরও বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম। পরিবারের সবাই মানা করলেও লুকিয়ে গিয়ে বৃষ্টিতে ভিজে নিতাম। তবে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখন। এখন বৃষ্টিও খুব কম হয়। তবে ভালো করেছেন বৃষ্টিতে ভিজে। আর বৃষ্টিতে ভিজলেও অন্যরকম অনুভূতি আসে। ধন্যবাদ খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।