"কৃষ্ণসায়র ফুলমেলা"(রেনডম ফটোগ্রাফি পর্ব : 47)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
রেনডম ফটোগ্রাফি পর্ব : 47
শীতকাল শেষ হয়ে গিয়েছে অনেক আগেই।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা এই ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি নানারকম ফুল এবং প্রাকৃতিক দৃশ্য এবং পার্কের মধ্যে লেকের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
রেনডম ফটোগ্রাফি:
এটি একটি প্রাকৃতিক দৃশ্য।যা মানুষের মননশীলতা দিয়ে ইউনিকভাবে তৈরি করা।এখানে এমন অনেক মানুষ এমন নানা ধরনের প্রাকৃতিক দৃশ্য তৈরি করে এনে সাজিয়ে রেখেছে।যেগুলো বেশ আকর্ষণীয় ও মনমুগ্ধকর।যেখানে একটি মাটির পাত্রের মধ্যে জল ভরে তাতে শেওলা ও বড় পাথর সাজানো ছিল।আর পাথরের উপত্যকায় ছিল পাতাবাহারসহ বিভিন্ন ধরনের গাছ।
এটি একটি অজানা ফুল গাছ।এই ফুলের কুড়িগুলি দেখতে অনেকটা চন্দ্রমল্লিকা ফুলের কুড়ির মতো ও ফুলগুলো দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতোই।তবে পাপড়িগুলি বেশ সরু সুতার মতোই।এই ফুলের উপর সূর্যের আলো পড়াতে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।
এখানে আরেকটি প্রাকৃতিক দৃশ্য রয়েছে।যেখানে মনে হচ্ছে মন্দিরের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।একটি বটবৃক্ষের নীচে মন্দির আর মন্দিরটি রয়েছে পাহাড়ের চূড়ায়।যেখানে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে।আর তার পাশে রয়েছে পাথরের স্তুপ।এটিও সাধারণের মধ্যে বেশ ভাবনার একটি প্রতিফলন।
এটি হচ্ছে কৃষ্ণসায়র পার্কের মধ্যে বিশাল বড় লেক।যেটির দুই দিকে ঘাট রয়েছে।তবে এই ঘাটটি একটু অপরিষ্কার।তবুও অনেকেই এখানে ছবি তুলতে আসে আবার ঘাটের নির্মল হাওয়া উপভোগ করতে আসে।এই ঘাট দিয়েই ঠাকুর বিসর্জন করা হয়।তাছাড়া এই লেকের পাড়ে রয়েছে অসংখ্য বড় গাছ ও মেলা বসেছে।
এই লেকের পাড়ে আমরা সবাই মিলে দারুণ আনন্দ করেছিলাম।আমরা বন্ধু-বান্ধবীরাও মিলেও এই ঘাটে অনেক ছবি তুলেছিলাম।তাছাড়া টাকা দিয়ে অনেকেই লেকের মধ্যে বোটে করে চড়ছিলো।
এই পার্কের মধ্যে ছিল বড় বড় আম গাছ।আর এখানে প্রচুর হনুমান মহাশয় বসে ছিল, যেখান খাবারের প্যাকেট হাতে নিয়ে হেঁটে চলা খুবই মুশকিল হয়ে পড়ে।তাছাড়া সামনে অনেকগুলি চেয়ার সাজানো ছিল।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|










টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1988396426221822285?t=KsOLfq10FTsMpfrpkLQSsQ&s=19
https://x.com/green0156/status/1988398193370161566?t=PDh2lJyTjBF7ygLfHJ8fKQ&s=19