"কৃষ্ণসায়র ফুলমেলা"(ভিন্ন কিছুর ফটোগ্রাফি পর্ব: 50)
নমস্কার
"কৃষ্ণসায়র ফুলমেলা"
ভিন্ন কিছুর ফটোগ্রাফি পর্ব: 50
শীতকাল শেষ হয়ে আবার নতুন শীত পড়া শুরু হয়ে গিয়েছে।আর গতবছর এমন শীতকালেই আমি আমার ইউনিভার্সিটির বন্ধু-বান্ধবীদের সঙ্গে গিয়েছিলাম মেলা ঘুরতে।যেটা ছিল নানান রঙিন ফুলের সমাহারে ফুলমেলা।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে এই ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---
ভিন্ন কিছুর ফটোগ্রাফি:
এটি একটি ভিন্নধর্মী ক্যাকটাস।এটি একেবারেই গোলাকার আকৃতির।দেখতে একেবারেই কদবেলের মতো,অর্থাৎ ফলের আকারের। তাছাড়া এই ক্যাকটাস বিভিন্ন প্রজাতির হয়ে থাকে।যা শুষ্ক মরুভূমিতে ভালো জন্মে ও প্রচুর কাঁটা দ্বারা আবৃত থাকে।এর ভিতরে জল জমা থাকে।কিন্তু এই ক্যাকটাসের শরীরে কোনো কাঁটা ছিল না, দুই থেকে তিনটি রঙে আবৃত থাকায় দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।
এটি একটি ভাস্কর্য।যাতে মানুষের শিল্পসত্ত্বা ফুটে উঠেছে।একজন মানুষ কাঁধে করে মাটির ভাঁড় বহন করে নিয়ে যাচ্ছে।এটিকে আমরা গ্রামের ভাষায় বাঁক বলি,একটি বাঁশের চটার মাথায় দড়ি বেঁধে এই ভাঁড়গুলি বহন করা হয়।আগে মানুষ জল,দুধ,খেজুর রস ইত্যাদি এভাবে বহন করতো।তারই একটি প্রতিচ্ছবি এই ফটোগ্রাফিতে।
এটি হচ্ছে বনসাই গাছ।যা বেশ আকর্ষণীয় হয়ে থাকে।এটি মানুষের শিল্প দ্বারা গঠিত হয়।এই গাছটি টবে খুব ভালোভাবে প্রতিস্থাপন করা যায়।এই গাছটির নীচে আবার অন্যান্য উদ্ভিদ জন্ম নিয়েছে যেটি দেখতে সুন্দর লাগছিলো।তাছাড়া বনসাই গাছে রং-বেরঙের স্টোন দেওয়াতে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে।
এগুলি হচ্ছে আর্টিফিশিয়াল ফুল।এই ফুলগুলি বিভিন্ন রঙের হয়ে থাকে।এই ফুলের কিছু আবার বাস্তবের ফুলের সঙ্গে মিল পাওয়া যায়।তাছাড়া ঘর সাজাতে এই ফুল ব্যাপক জনপ্রিয়।বিভিন্ন কালারের ফুলগুলি বেশ আকর্ষণীয় দেখতে।
আমাদের অতি পরিচিত একটি গাদা ফুলের বাগান এটি।সারিবদ্ধ আকারে গাছগুলো রোপন করা হয়েছে আর দুই একটি গাছে ফুল ও ফুটেছে।বড় জাতের গাদা ফুল।গাদা ফুল শীতের একটি জনপ্রিয় ফুল।এটি দীর্ঘদিন পর্যন্ত সতেজ অবস্থায় থাকে।
এটি হচ্ছে বট গাছের ছোট্ট আকৃতি।অর্থাৎ এটি আর বড় হবে না, বনসাই গাছে রূপান্তর করা হয়েছে।তাছাড়া এই গাছের গুড়িগুলোকে ভিন্ন ভিন্ন আকৃতি দেওয়া হয়।এই গাছের গুঁড়ির মধ্যে ইট বা পাথরের খন্ড রয়েছে।যাইহোক এই গাছকে নিজের মন মতো আকার দেয় শিল্পীরা।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমানের গোলাপবাগ |
| আমার পরিচয় |
|---|











টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1994918451102847412?t=0LIXc2Pwn0iol0hou49QYw&s=19
https://x.com/green0156/status/1994919835877408844?t=NfC9qdcHaVoGu3Rn-fhWJA&s=19