আমার তোলা বেশ কিছু ফুলের ফটোগ্রাফি
হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করছ আজকের পোস্ট শুরু করা যাক।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল আমরা সকলেই কমবেশি পছন্দ করে থাকি। আমার কাছে তো গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে। যেকোনো প্রয়োজনকে গোলাপ ফুল উপহার দিলে তার প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ। প্রিয়জন ছোট কোন গিফট দিলেও অনেক বেশি ভালো লাগে। গোলাপ ফুল বেশ কয়েকটি কালার হয়ে থাকে তবে আমার ব্যক্তিগত ভাবে লাল কালার গোলাপ ফুল বেশি ভালো লাগে। আসলে ফুল জিনিসটাই সুন্দর সেটা যেই ফুলই হোক কিংবা যেই কালারই হোক না কেন আমার কাছে ফুল জিনিসটাই অনেক বেশি ভালো লাগে।
এইটা হচ্ছে জারবেরা জেমসনি ফুল এইটা সূর্যেমূখী ফুলের সদস্য। ফুল জিনিসটা আমার ভীষণ পছন্দ। তবে এই ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই ফুলের কালার গুলো অনেক বেশি সুন্দর।যেকোনো ফুলই আমার কাছে অনেক ভালো লাগে। রাস্তায় যখন অনেক রকম ফুল বিক্রি করে সেগুলর কালার এবং ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
এইটা গোলাপী এবং সাদা কালারের সংমিশ্রণ।এই ফুলটও দেখতে অনেক সুন্দর। এই ফুলের কালার টাও কিন্তু অনেক সুন্দর। আসলে প্রিয় মানুষকে খুশি করতে হলে বেশি কিছু দেওয়া লাগে না একটি ফুল দিলেই অনেক খুশি হয়ে যায়। যদি কেনা ফুল না দিয়ে রাস্তার কোড়ানো ফুল দেই তাও প্রিয় মানুষ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। আমার কাছে ছোটখাটো উপহার গুলো অনেক বেশি বড় মনে হয়।
এইটা হচ্ছে লাল কালার গোলাপ ফুল। গোলাপ ফুল আমার অনেক পছন্দ। তবে লাল কালার গোলাপ ফুল একটু বেশিই সুন্দর লাগে।এই ফুলটি মেরুন কালার।মেরুন কালার আমার অনেক পছন্দের। ফুল জিনিসটা আসলে এতই সুন্দর যে ফুলের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ হবে না। ফুল মানেই একটি সুন্দর জিনিস। ফুল হচ্ছে একটি পবিত্র জিনিস।আমার কাছে যেকোনো ফুলই অনেক ভালো লাগে তবে লাল গোলাপ আমার একটু বেশিই ভালো লাগে
বিশেষ বিশেষ তথ্য
| ফটোগ্রাফি | রেনডম |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল ফোন |
| ক্যামেরা | realme note50-13mp |
| আমার লোকেশন | ঢাকা সাভার |
| ফটোগ্রাফার | @sumiya23 |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
আমার ব্লগটি পড়ার জন্য ধন্যবাদ
আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার। ভ্রমণ করতে আমি পছন্দ করি এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা আমার একটা শখের কাজ। আমার রান্না করতে অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে সেই সাথে অবসর সময় ছবি আঁকতেও পছন্দ করি।আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।







Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/i/status/1999511152858898726
ওয়াও আপনি তো দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।