রেনডম ফটোগ্রাফি পোস্ট
Photo Editing by inshort app
হাই বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে একটি রেনডম ফটোগ্রাফি মূলক পোস্ট উপস্থাপন করব। আশা করবো আমার এই রেনডম ফটোগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
---|
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শাহবাগ চত্বরের সুন্দর একটি ফটোগ্রাফি। রাস্তায় চলমান অনেকগুলো বাস রিকশা জিপ গাড়ি ইত্যাদি। সবকিছুর মাঝে ছুটে চলছে বিভিন্ন মানুষ তার নিজের প্রয়োজনে। ঠিক আমিও আমার প্রয়োজনে ছুটে চলতেই ধারণ করেছিলাম ফটোগ্রাফিটা। ফ্লাইওভার ক্রস করে ওষুধ কেনার উদ্দেশ্যে হসপিটালের প্রান্ত থেকে পিজি হসপিটালের দিকে ছুটে চলার মুহূর্ত।
ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে শুধু ফুড পান্ডার অ্যাড দেখে থাকি। এবার তবে সরাসরি একজন ফুড পান্ডা সেলারের সাথে সাক্ষাৎ হয়ে গেল ঢাকা বারডেম হসপিটালের গেটের পাশে। ছেলেটা খুবই ব্যস্ত ছিল। সে দেখলাম একটি লিস্ট তাড়াহুড়ো করে দিচ্ছে আর জিনিস গোছগাছ করে ব্যাগ রেডি করছে। যতটা বুঝতে পারলাম তার খুবই তাড়াহুড়ো বিষয় রয়েছে। বেশিক্ষণ আমার সাথে কথা বলতে পারল না।
এ ফটোগ্রাফিতে দেখতে পারছেন শ্বশুরবাড়ির মুরগি মোরগ কবুতর ইত্যাদি উঠানে খাবার খাচ্ছে। একসাথে এমন গৃহপালিত একাধিক পশু পাখি দেখতে বেশ ভালো লাগে। উঠানে ধান ছিটিয়ে দেওয়া হয়েছে আর তারা খুঁটে খুঁটে খাচ্ছে।
এই ফটোগ্রাফি তে আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের বাচ্চার খাবার দেয়ার মুহূর্তে ধারণ করা একটি দুর্দান্ত ফটোগ্রাফি। অনেকদিন পর আবারো মাছের খাবার দেওয়া শুরু করতে চলেছি।
এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ঝিঙে খুব সুন্দর করে ঝুলে রয়েছে সবজি বানে। মূলত এটা আমার দ্বিতীয় সবজি বাগানটা। এবার সেখানে ব্যাপক পরিমাণ শিম হয়েছিল। শিম হওয়ার আগে এই ঝিঙে হয়েছিল সেখানে।
খেজুরের উপকারিতা অনেক বেশি। প্রত্যেকদিন আমাদের পাশ থেকে সাতটি করে খেজুর খাওয়া প্রয়োজন। সকালে এবং রাতে দুই তিনটা করে খেজুর খেলে আমাদের শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ফল। তবে ডাইবেটিস রোগীদের জন্য ডাক্তারের এই ফল থেকে বিরত থাকতে বলেন। কারণ এতে যথেষ্ট সুগার রয়েছে। যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তখন খাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও রয়েছে এই ফলের।
ফসলের মাঠ থেকে ধারণ করা চমৎকার একটি ফটোগ্রাফি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পেকে গেছে এমন পর্যায়ে ধান। এমন সুন্দর ফসলের জমিতে ঘুরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। তাই মাঝেমধ্যে চেষ্টা করে থাকি ফসলের জমিতে কিছুটা সময় দেওয়ার।
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজি বাগানের ঝিঙে ফুলে ফটোগ্রাফি। ঝিঙে ফুল আসলে আমার কাছে অনেক ভালো লাগে। গাছের দিকে লক্ষ্য করলে দেখা যায় ঘন সবুজ পাতার ফাঁকে ফুটে উঠেছে এমন সুন্দর সুন্দর ফুল গুলো।
এখন আপনারা যে ফুলটা লক্ষ্য করছেন এটা বরবটির ফুল। আমাদের সবজি বাগানে বরবটিক আছে এই ফুল ফুটেছিল। সবজি গাছে ফুটে থাকা বিভিন্ন ধরনের ফুল গুলোর মধ্যে এই ফুলটা হতে চমৎকার লক্ষ্য করে থাকি। টিমের ফুলের মত কিছুটা দেখতে তবে এই ফুল পাশাপাশি দুই থেকে চারটা হয়। সিম গাছের ফুল বেশ কিছুটা সময় ধরে থাকে কিন্তু এই ভুল সর্বোচ্চ সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটে থাকতে দেখা যায় এর পরে নষ্ট হয়ে যায়। তাই এই ফুলের ফটোগ্রাফি করতে হলে অবশ্যই সকালে সবজি গাছের দিকে লক্ষ্য রাখতে হবে।
💌আমার পরিচয়💌
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা অনার্স-মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। আমার দৈনন্দিন জীবনের লক্ষ সততার সচেতনতা সাহসিকতা, যার মধ্যে ন্যায়নীতি নিহিত। কৃতজ্ঞতা প্রকাশ করতে সর্বদা প্রস্তুত। |
---|
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরিচয় | বিশেষ তথ্য |
---|---|
ব্লগার নাম | sumon |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
ঠিকানা | গাংনী-মেহেরপুর |
দেশ | বাংলাদেশ |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ কয়েকটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ পরিস্কার হয়েছে। ব্যক্তিগতভাবে আমি ফুল খুব পছন্দ করি। আমার কাছে আপনার শেয়ার করা ঝিঙে ফুল এবং শিম ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো।ঝিঙের ফটোগ্রাফিটিও বেশ চমৎকার হয়েছে। বিস্তারিত বর্ণনা সহকারে দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
মন্তব্য দেখে খুশি হলাম
জীবনের নানান মুহূর্তের বেশ সুন্দর সুন্দর ছবি আপনি তুলেছেন। আপনার প্রত্যেকটা ছবি দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তের। যা দেখে একেবারেই মনে হয় না ফটোগ্রাফির জন্য আপনি আলাদা করে পদ দেয়া করেছেন। প্রত্যেকটা ছবিতেই প্রচন্ড পরিমান বাস্তবতা ধরা দিয়েছে। মানে বাস্তব জীবনের নানান মুহূর্ত। ছবিগুলো বেশ ভালো রকম উপভোগ করলাম।
অনেক সুন্দর মন্তব্য করেছেন
গ্রামীন সৌন্দর্যের এই ফটোগ্রাফি গুলো দেখলে আসলে মনটা ভরে যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। মাছের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ
অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু
Twitter প্রমোশন এর টাস্কগুলো শেয়ার করা হয় নাই, এটা বাধ্যতামূলক। ধন্যবাদ
জি ভাইয়া। ঝামেলার মধ্যে থাকাই হয়ে ওঠে নাই।
আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি দুটো অসাধারণ হয়েছে। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো চমৎকার লাগলো। ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।