পরিচয় পর্ব।। আমার বাংলা ব্লগ কমিউনিটি।। ১৭ এপ্রিল ২০২২steemCreated with Sketch.

in #raselmahmut4 years ago (edited)

আমার পরিচয় পর্ব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি মোঃ রাসেল মাহমুদ। আমার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা। আমার গ্রামের নাম হিজল গাড়ি ছোটবেলা কাটে গ্রামে। আমার বাবা একজন কৃষক আমার মা ছিলেন একজন গৃহিনী। আমি গ্রামের ছেলেই

IMG_20220417_112840.jpg
আমি বর্তমানে ঢাকার শাহবাগে আনসার এ চাকরি করি আমি 2017 সালে এই চাকরিতে ঢুকি আমার এবং বর্তমানে চাকরি করতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি
IMG_20210210_171058.jpg
আমার পরিবারে মা-বাবা আমরা দুই ভাই আমি বড় আমার ছোট ভাই এসএসসি পাশ করছি এবার আমি আমি ২০১৪ সালে এসএসসি পাশ করছি ২০১৬ সালে এইচএসসি পাশ করেছি এবং ২০১৯ সালে ডিগ্রী পাস করছি আমার পড়াশোনা গাইবান্ধার পলাশবাড়ীতে পলাশবাড়ী এস এম পাইলট হাইস্কুলে এবং পলাশবাড়ী সরকারি কলেজে
IMG_20201216_145203.jpg
প্রিয় শখ শুধু ঘোরাঘুরি করা বাড়িতে গেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বেশিরভাগ সময় বন্ধুদের সাথে ভাগাভাগি করি আশা করি সবাই ভাল আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে সবাই