মজাদার জাম্বুরা মাখা রেসিপি ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম/আদাব
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। আজ আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে জাম্বুরা বা বাতাবিলেবুর মাখা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি খেতে খুবই মজাদার হয়েছিলো। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


♥☆꧁::আমার রান্নাঘর.::. ꧂☆♥


বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে মজাদার জাম্বুরা মাখা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবাইকে আমার রেসিপি পোস্টটি ভালো লাগবে।

মজাদার জাম্বুরা মাখা রেসিপি।

1000011594.jpg

☆꧁::প্রয়োজনীয় উপকরন .::. ꧂☆


  • জাম্বুরা

  • কাচা মরিচ

  • লবণ

  • সরিষার তেল

১ম ধাপ
  • জাম্বুরাটি ছুড়ির সাহায্য নিয়ে সুন্দরভাবে কেটে নেই।

1000010943.jpg

২য় ধাপ
  • জাম্বুরাটি পুরোপুরি ছেলা হয়ে গেলে মাঝখান দিয়ে দুই ভাগ করে নেই।

1000011599.jpg

৩য় ধাপ
  • এরপর জাম্বুরা গুলো ছিলে একটি প্লেটে রাখতে থাকি। জাম্বুরাটি বেশ ভালো ছিলো। অর্ধেক এর বেশি জাম্বুরা ছিলে একটি প্লেটে রাখি।

1000011600.jpg

৪র্থ ধাপ
  • এরপর দুটি কাচা মরিচ কেটে পরিমাণমতো লবণ ও সরিষার তেল দেই।

1000011601.jpg

৫ম ধাপ
  • এরপর মরিচ, লবণ ও সরিষার তেল একসাথে মিলিয়ে জাম্বুরার সাথে ভালোভাবে মেখে নিই।

1000011602.jpg

৬ষ্ঠ ধাপ
  • এরপর মাখা জাম্বুরা গুলো একটি বাটিতে নেই।

1000011594.jpg

  • এবার ডেকোরেশনের কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

1000011606.jpg

1000011603.jpg

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: মজাদার জাম্বুরা মাখা রেসিপি।

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রেসিপি পোস্টটি পড়ে দেখার জন্য। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন।


Sort:  
 2 years ago 

সময় উপযোগী একটি রেসিপি নিয়ে আজ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর এর জাম্বুরা মাখানো রেসিপি দেখে আমি অনেক খুশি হয়েছি। কারণ আমরা জানি এতে অনেক ভিটামিন সি থাকে। অতি চমৎকার ভাবে বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি করে তা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাম্বুরা মাখা খেতে খুবই পছন্দ করি। আপনার জাম্বুরা মাখার রেসিপি দেখে যে জল চলে আসলো। এই জাম্বুরা খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার রেসিপি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি খুব সুন্দর ভাবে জাম্বুরাটা ছিলেছেন এবং ভর্তাটিও ঠিক মতই করেছেন। খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি ঘুরতে অনেক বেশি পছন্দ করেন। যারা ঘুরতে অনেক বেশি পছন্দ করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি হয় ।

এভাবে আপনি স্টিমিটে লিখতে থাকুন। নিশ্চয় আপনি অনেক সফল হবেন। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি তো জাম্বুরা ভর্তা করিনি জাম্বুরা মাখা রেসিপি করেছি🤦‍♂️ যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এমন একটি সময় এসে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করলেন। যেই রেসিপিটি নাকি সবার জন্য বেশ উপকারী। চারদিকে যে হারে জ্বর ভাইরাস বৃদ্ধি পাচ্ছে, তাতে করে এরকম ভাবে জাম্বুরা ভর্তা বানিয়ে খেলে বেশ ভালই লাগবে। দারুন ছিল আজকের রেসিপিটি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিক বলেছেন জাম্বুরা সবার জন্যই বেশ উপকারী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাম্বুরা যেটাকে আমরা গ্রামে বাদাম বলে থাকি।অনেকটা টক মিষ্টি লাগে খেতে।ঝাল পেয়াজ তেল দিয়ে মাখিয়ে খেতে খুবই স্বাদ লাগে।অনেক ভাল রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার রেসিপি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুধু এইটুকু বলব টক জাতীয় জিনিসের একটা অন্যরকম জাদু আছে, দেখছি ছবিতে কিন্তু মুখে জল চলে আসছে, এরকম একটা রেসিপি যে কারো মুখে জল নিয়ে আসবে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন,আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার রেসিপি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাম্বুরা খেতে আমার বেশ ভালই লাগে। আজকে অল্প একটু জাম্বুরা খেয়েছিলাম। তবে কত বছর জাম্বুরা মাখিয়ে খাওয়ার সুযোগ হলে এ বছর এখনো হয়নি। আজকে আপনার জাম্বুরা মাখার রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর জাম্বুরা মাখার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাম্বুরা মাখার দুর্দান্ত একটি রেসিপি আপনি শেয়ার করেছেন ভাইয়া।রেসিপি দেখেই বুঝতে পারলাম মজা করে খেয়েছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

আমি জাম্বুরা একদমই পছন্দ করিনা। তার কারণ জাম্বুরা খেলে মুখের ভিতরে কেমন জানি লাগে। তারজন্য খেতে চাইনা। তবে আপনি যেভাবে জাম্বুরা মাখিয়েছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু একবার এরকম করে জাম্বুরা মেখে খেয়ে দেখিয়েন দেখবেন অনেক ভালো লাগবে।

 2 years ago 

অও,জাম্বুরা মাখা দেখেই জিভে জল চলে আসলো।তাছাড়া আমরা এটিকে বড় লেবু বা বাতাবি লেবু বলি।আপনার জাম্বুরা মাখা রেসিপিটি সুন্দর হয়েছে।আমি এই রেসিপিটি একবার মাত্র খেয়েছি।মনে হচ্ছে এই জাম্বুরাটি সাদা জাতের ছিল।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

New to Steemit?