তেলমশলা ছাড়া মাছের ঝোল।

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি রেসিপি পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের রেসিপি পোস্ট টি আপনাদের ভালো লাগবে!

তেলমশলা যুক্ত খাবার না খেয়ে হালকা স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াটা এখন বুদ্ধিমানে সিদ্ধান্ত।বেশি তেলমশলা ফাস্টফুড অনিয়মিত জীবন এসবরে কারণে সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়ছে তাই আমি এখন একটু হালকা সাদাসিধে খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করছি।এতে করে আমার হজমের সমস্যা,গ্যাস অম্লতা অনেকটাই কমে গেছে।গতবছর থেকে পেটের সমস্যা জনিত কারণে ডাক্তারের কাছে দৌঁড়ানো পরীক্ষানিরীক্ষা ঔষধ এইসব নিয়েই ব্যস্ত ছিলাম কিন্তু তাতে করে খুব একটা উপকার মেলেনি বরং হাজার হাজার টাকা খরচ হয়েছে।তারপর আমি নিজে থেকেই খাবারের প্রতি যত্নশীল হলাম এবং খুব কম তেলমশলা যুক্ত খাবার খেতে শুরু করলাম আর আশ্চর্যজনক ব্যাপার হলো কিছুদিনের মধ্যেই আমার পেটের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করলো।তারপর থেকেই আমি তেলমশলা যুক্ত খাবার একেবারে এড়িয়ে চলার চেষ্টা করি।

আজ একেবারে তেলমশলা ছাড়া মাছের ঝোল রান্না করেছিলাম।প্রথমে ভেবেছিলাম খেতে পারবো কি-না কিন্তু রান্না করার পর গরম ভাতের সাথে যখন সবাইকে পরিবেশন করলাম খেয়ে সবাই খুব পছন্দ করলো এবং সেইসাথে আমার রান্নার অনেক প্রশংসা করলো।আমিও খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি যা মশলাযুক্ত খাবারের স্বাদের তুলনায় কোনো অংশে কম না।তাই ভাবলাম রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করি।

চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক..

IMG_20251205_213443.jpg

IMG_20251205_213554.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbr3NLMLZnhrdRqPwLyGfo67pSFwzw2EEaCftUfSziyJ2xFDia62QkbkJFNz7...xX4hK8ieFFZh8sFdRCNoFpBkuAvG3N8eHd8PXq7t9a7mTbUzUC5gL813RXd81WPUvj47XJZygHxLYQ8C8LKFh8Gug6o3jLjoMerfxUdATkNUBsBUGED6uL86xv.png

উপকরণ
রুইমাছ
লাউশাক
আলু
টমেটো
রসুন
কাঁচামরিচ
গোলমরিচ
ধনেপাতা

IMG_20251124_152216.jpg

ধাপ-১

প্রথমে কয়েক কোয়া রসুন,কাঁচামরিচ ও গোলমরিচ শিল পাটায় থেঁতো করে নিয়েছি।

IMG_20251124_152333.jpg

ধাপ-২

এবার একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি।তারপর গরম করে নিয়ে তারমধ্যে মাছের টুকরো গুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ছি।তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছ গুলো খুব সাবধানে উল্টিয়ে দিয়েছি।আবার ঢাকনা দিয়ে ঢেকে দুপাশে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি।
IMG_20251124_152255.jpg

ধাপ-৩

এবার রসুন মরিচ গোলমরিচ থেঁতো করা গুলো ভাজা মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারমধ্যে আগে থেকে সেদ্ধ করা টমেটো গুলো দিয়ে দিয়েছি।

IMG_20251124_152415.jpg

ধাপ-৪

এবার পাতলা করে কাটা আলু ও লাউশাক গুলো দিয়ে দিয়েছি।তারপর স্বাদমতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG_20251124_152502.jpg

ধাপ-৫

শাক গুলো একটু কমে আসলে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঝোল দিয়েছি।তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি।

IMG_20251124_152532.jpg

ধাপ-৬

ঢাকনা দিয়ে ঢেকে বেশকিছুক্ষণ রান্না করে নিয়েছি।আলু শাক গুলো সেদ্ধ হয়ে ঝোল কিছুটা কমে আসলে লবণ দেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবেই তৈরি হয়ে গেলো তেলমশলা ছাড়া মাছের ঝোল রেসিপিটি।
IMG_20251205_211502.jpg

ফাইনাল লুক

IMG_20251205_213443.jpg

IMG_20251205_221025.jpg

গরম ভাতের সাথে পাতলা মাছের ঝোল খেতে খুবই চমৎকার লাগে।তারমধ্যে রসুন কাঁচামরিচ গোলমরিচ সাথে ধনেপাতা সবমিলিয়ে অসাধারণ একটি ব্যাপার ছিলো।আমার মনে হয় এর স্বাদ যেকোনো তেলমশলা যুক্ত খাবারের স্বাদকেও হার মানাবে।আমার তো খুবই ভালো লেগেছে।আর সবচেয়ে বড় কথা এই ধরণের খাবার গুলো শরীরের জন্যও বেশ উপকারী।সবমিলিয়ে ভালো লাগার মতোই একটি রেসিপি ছিলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতশী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

20251204_213701.jpg

Sort:  
 last month 
 last month 

রেসিটি দেখে তো পুরাই লোভী হয়ে গেলাম আমি আপু, বেশ সুন্দর হয়েছে কালারটা আর দেখেই বুঝা যাচ্ছে খেতেও দারুণ স্বাদের হয়েছে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিলো।অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।🙏

 last month 

রেসিপিটার কালার দেখে বোঝা যাচ্ছে অনেক মজার হয়েছিল খেতে। লাউ শাক দিয়ে মাছ রান্না খেয়েছি তবে এভাবে তেল মশলা ছাড়া খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে একদিন বাসায় বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপু।

 last month 

জ্বি আপু রেসিপি টি আসলেই অনেক মজার হয়েছিলো।অবশ্যই ট্রাই করবেন,আশাকরি ভালো লাগবে।ধন্যবাদ আপু।