"পেঁয়াজ পকোড়া রেসিপি"

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

পেঁয়াজ পকোড়া রেসিপি:

GridArt_20251009_070213446.jpg

পেঁয়াজ হচ্ছে খুবই সুস্বাদু একটি সবজি।তাই পেঁয়াজ দিয়ে যেটাই তৈরি করা হোক না কেন সেটা খুবই সুস্বাদু ও মজাদার হয়ে থাকে।যদিও আমি প্রচুর পরিমানে বিভিন্ন রকম শাক-সবজি দিয়ে পূর্বে পকোড়া রেসিপি তৈরি করে শেয়ার করেছি।তবে শুধু পেঁয়াজ পকোড়া কখনো শেয়ার করা হয়নি।তাই দুর্গাপূজার সময় মিষ্টি জাতীয় জিনিস এবং লুচি তৈরি করার সঙ্গে সঙ্গে পেঁয়াজ পকোড়াও তৈরি করেছিলাম স্পেশালভাবে।যদিও বেসনের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল কিন্তু রেসিপিটি মুচমুচে হওয়ার কারণে খেতে খুবই মজার হয়েছিলো।আর কমবেশি সকলেই পেঁয়াজ পকোড়া খেতে পছন্দ করেন।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251009_070310.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.পেঁয়াজ কুচি - 5 টি
2.বেসন- 1 কাপ
3.লবণ-1 টেবিল চামচ
4.কাঁচা মরিচ কুচি- 7 টি
5.হলুদ- 1/2 টেবিল চামচ
6.শুকনো মরিচ গুঁড়া- 1/2 টেবিল চামচ
7.সাদা তেল- 1/2 কাপ
8.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
9.জল

IMG_20251009_065207.jpg

IMG_20251009_065228.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251009_065535.jpg
প্রথমে আমি পেঁয়াজগুলি সরু সরু করে কুচিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20251009_065248.jpg
এরপর বেসনের মধ্যে পরিমান মতো গুঁড়া মসলা ও কাঁচা মরিচ কুচি দিয়ে দেব।

ধাপঃ 3

IMG_20251009_065646.jpg
এবারে সমস্ত মসলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20251009_065511.jpg
তো আমার পেঁয়াজুর মিশ্রণটি রেডি করা হয়ে গেছে।

ধাপঃ 5

IMG_20251009_065355.jpg
এখন কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নেব।

ধাপঃ 6

IMG_20251009_065408.jpg
এরপর অল্প অল্প পেঁয়াজের মিশ্রণ নিয়ে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 7

IMG_20251009_065420.jpg
এখন উল্টেপাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজুগুলি।

শেষ ধাপঃ

IMG_20251009_065756.jpg
সবশেষে একটি পাত্রে তুলে নেব পকোড়াগুলি।তো তৈরি করা হয়ে গেল আমার "পেঁয়াজ পকোড়া রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251009_065931.jpg

IMG_20251009_070015.jpg

এখন এটি গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ সুস্বাদু ও মুচমুচে হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 6 days ago 

যেকোনো ধরনের পাকড়ো খেতে গরম গরম বেশ ভালো লাগে। পেঁয়াজ পাক করা তৈরি করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

অবশ্যই ট্রাই করবেন আপু, ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আমার কাছে যে কোন ধরনের পকোড়া খেতে অনেক মজা লাগে। আজকে আপনি মজার পেঁয়াজ পকোড়া রেসিপি করেছেন। আর এই ধরনের রেসিপি গুলো যে কোন সময় খাওয়া যায়। আর আপনি খুব মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 days ago 

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

বিকেলের নাস্তায় গরম গরম পকোড়া খাওয়ার মজাই আলাদা। বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। পেঁয়াজ পকোড়া রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ঠিক বলেছেন, গরম গরম পকোড়া খেতেই বেশি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের এই রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখতে খুবই সুস্বাদু দেখা যাচ্ছে৷ এটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷ শেষ পর্যন্ত যখন এর ডেকোরেশন দেখলাম এখান থেকে এটিকে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে ৷

 3 days ago 

হি হি,খেয়ে ফেলুন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।