পেঁয়াজ কলি দিয়ে শিং মাছের ডিমের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগyesterday

vaji (19).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সময়ের সাথে সাথে নিজেকেও কিছুটা পরিবর্তন করার চেষ্টা করছি,যদিও বরাবরের মতো এই জায়গায়টায় আমি ভীষণ দুর্বল। আর দুর্বল বলেই নিজেকে পরিবর্তন করতে পারি না। এই বিষয়ে আবার আমি প্রচুর বকা খেয়েছি, ঐ যে কথায় বলে না বিয়ের পর সব সহ্য করতে হয়। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে হি হি হি। সব সহ্য করলেও খাবারের বিষয়ে কিন্তু বরাবরের মতো দারুণ সুবিধা পেয়েছি। কারণ মজার সকল রেসিপির আইডিয়াগুলো কিন্তু শুধু আমার মাথা থেকে আসে না বরং কিছু কিছু আপনাদের ভাবির মাথা থেকেও বের হয় হি হি হি।

আজকে তেমন একটা স্বাদের রেসিপি শেয়ার করবো আর সেটা হলো মাছের ডিমের। মাছের ডিমের প্রতি আমার আকর্ষণটা সেই ছোটবেলা হতেই, কারন তখন ইলিশ মাছের ডিম একটু বেশী বেশী খাওয়া হতো। আর এখন যেহেতু প্রকৃতির পরিবর্তন জনিত কারণে খুব একটা ইলিশ পাওয়া যায় না, সেহেতু অন্যান্য মাছের ডিম দিয়ে সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করছি। তাই যে কোন মাছের ডিম পেলে সেটা দারুণ সানন্দে গ্রহণ করি এবং নিত্য নতুন রেসিপির আইডিয়া দিয়ে সেটাকে উপভোগ করার চেষ্টা করি। আজকে শিং মাছের ডিমের রেসিপি শেয়ার করবো আর সেটা পেঁয়াজ কলি দিয়ে করেছি। চলুন তাহলে রেসিপিটি দেখি-

vaji (1).jpg

রেসিপির উপকরণঃ

  • শিং মাছের ডিম
  • পেঁয়াজ কলি
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • আদা রসুনের পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • লবণ
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

vaji (2).jpg

vaji (3).jpg

vaji (5).jpg

প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর সকল মসলাগুলো দিয়ে তাতে হালকা পানি দিয়েছি কষা করার জন্য।

vaji (6).jpg

vaji (7).jpg

vaji (8).jpg

তারপর টমেটো স্লাইস দিয়েছি এবং আরো কিছুটা সময় নিয়ে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর মাছের ডিমগুলো দিয়েছি এবং সেগুলোকেও মসলার সাথে মাখিয়ে নিয়েছি।

vaji (11).jpg

vaji (12).jpg

vaji (13).jpg

এরপর পেঁয়াজ কলি কুচি করে দিয়েছি এবং মসলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি, ঢাকনা সরিয়ে হালকা পানি দিয়েছি।

vaji (14).jpg

vaji (16).jpg

vaji (18).jpg

এভাবে বেশ কিছুক্ষণ রান্না করেছি, পানি ঘন হয়ে আসলে তাতে কাঁচা মরিচ স্লাইস এবং ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। পানি একদম শুকিয়ে গেলে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি।

vaji (21).jpg

ব্যস হয়ে গেলো আজকের দারুণ স্বাদের শিং মাছের রেসিপি, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার কাছে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png