ফুলকপি শিম আলু দিয়ে কৈ মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

আমি @rahimakhatun
from Bangladesh

১২ ই পৌষ ১৪৩২

--------

৫ ই জানুয়ারি ২০২৫


1000005839.jpg

1000005837.png

রান্নার পর পরিবেশনের কোন ছবি তুলতে পারিনি তাই চ্যাটজিপিটি দিয়ে বানানো।

প্রতিবারের মত নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে কৈ মাছের রেসিপি দেখাবো।আমার কাছে শীতকালে ফুলকপিটা খেতে বেশ ভালো লাগে।ফুলকপি আর শিম আলুর তরকারি থাকলে আর কি লাগে।আর কৈ মাছের কড়া করে খেতে বেশ ভালো লাগে।যাই হোক যাওয়া যাক মূল আয়োজনে।

চলুন এক নজরে দেখে আসি।

প্রয়োজনীয় উপকরণ

1000005838.jpg


>
উপকরন পরিমান
কৈ মাছ প্রয়োজনমত
ফুলকপি ১ টি
পেঁয়াজ ৪/৫ টি
লবন সামান্য
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১/২ চা চামচ
কাঁচা মরিচ ১/২ টি
সয়াবিন তেল ৫ টেবিল চামচ
টমেটো ১ টি
ধনেপাতা প্রয়োজনমত
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

1000005602.jpg

প্রথমে আমরা হলুদ মরিচ ও লবন দিয়ে মেখে নিব।

২য় ধাপ

1000005605.jpg

ভেজে নিব।

৩য় ধাপ

1000005606.jpg

ভেজে নিয়েছি।

৪র্থ ধাপ

1000005607.jpg

তেল গরম করে, পেঁয়াজ ভেজে নিব।

৫ম ধাপ

1000005608.jpg

হলুদ মরিচ লবন দিয়ে ভালো করে কষিয়ে নিব।

৬ষ্ঠ ধাপ

1000005609.jpg

ভালো করে কষিয়ে নিব।

৭ম ধাপ

1000005610.jpg

সবজিগুলো দিয়ে দিব।

৮ম ধাপ

1000005611.jpg

ভালো করে কষিয়ে নিব।

৯ম ধাপ

1000005613.jpg

ভাজা মাছগুলো দিয়ে দিব।

1000005837.png

তারপর ইচ্ছে মত পরিবেশন করেন গরম গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে।

হয়ে গেলো মজাদার স্বাদের ফুলকপি শিম দিয়ে কৈ মাছের রেসিপি।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe