শীতের সবজি মুলা দিয়ে মুরগির মাংসের সুস্বাদু মাখা ঝোল রেসিপি[10% beneficiary to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন।

চলে এসেছি আপনাদের মাঝে আবারো সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি নিয়ে।শীতের সবজি মুলা দিয়ে মুরগির মাংসের মাখা ঝোল তরকারি রেসিপি।

20221030_142222.jpg

শীতের আগমন হওয়ার আগে শীতের সবজিগুলো বাজারে আসা শুরু করেছে।শীতের সবজিগুলো সত্যি কথা বলতে অনেক সুস্বাদু খেতে। শীতের সবজি মুলা বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা, গোলাপি, হলুদ আরো বিভিন্ন কালারের। বিভিন্ন কালারের মুলার মধ্যে একেক টা একেক রকমের পুষ্টিগুণ রয়েছে। মুলা শাকে রয়েছে অনেক উপকারিতা গুণ যাদের শরীরে জন্ডিসের সমস্যা আছে তাদের জন্য মুলা শাক খুব উপকারি।মুলা সবজি টি কিডনি জন্য খুবই উপকারী,মুলাতে রয়েছে ভিটামিন সি যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। এছাড়াও মুলাতে রয়েছে আরো অনেক উপকারিতা গুণ।মুলা আমরা অনেকেই কিন্তু খেতে চায় না,আমিও মুলা তেমন একটা পছন্দ করি না। তবে আমাদের প্রিয় হাফিজ উল্লাহ ভাইয়া সব সময় মুলা দিয়ে ইউনিক রেসিপি তৈরি করে। ভাইয়া,নিশ্চয়ই জানে মুলার মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে।সে জন্য মুলা সবজি টা এত পছন্দ করে ভাইয়া।

অনেক কথা বলে ফেলেছি, শীতের সবজি মুলা দিয়ে খুবই সুস্বাদু ভাবে ব্রয়লার মুরগি রান্না করেছি। যারা মুলার গন্ধটা পছন্দ করেন না। এই পদ্ধতিতে মুরগির মাংস দিয়ে মুলা রান্না করেন, তাহলে গন্ধ টা লাগবেনা খেতে অনেক সুস্বাদু হবে😋

তাহলে চলুন, শীতের সবজি মুলা দিয়ে ব্রয়লার মুরগির মাংস কিভাবে রান্না করেছি।তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

20221030_124116.jpg

শীতের সবজি মুলা দিয়ে মুরগির মাংস রান্নার উপকরণসমূহ
মুরগির হাড় যুক্ত মাংস২৫০ গ্রাম।
বড় আকারে মুলা২-টি।
টমেটো১- টি।
পেঁয়াজ৬ -টি।
আদা,রসুন বাটাদেড় চামচ।
লাল মরিচ গুঁড়া১-চামচ।
হলুদ গুঁড়াহাফ চামচ।
জিরা,ধনিয়া গুঁড়াহাফ চামচ।
তেজপাতা৪-টি।
গরম মসলাহাফ চামচ
সয়াবিন তেল৮- চামচ।
লবণ স্বাদ মত

20221030_125902.jpg

প্রস্তুত প্রণালী :

১ম ধাপ
kmc_20221031_005647.jpgkmc_20221031_005703.jpg

kmc_20221031_005716.jpg

প্রথম ধাপে আমি মুলা পরিষ্কার করে গোল গোল টুকরো করে কেটে নিব। মুলা কাটা হলে,এবার আমি একটি হাঁড়িতে পরিমাণ মত পানি দিয়ে হলুদ গুঁড়া,অল্প লবণ দিয়ে সিদ্ধ করব। এভাবে সিদ্ধ করলে মুলার কোন গন্ধ থাকে না, সিদ্ধ হলে চুলা বন্ধ করে দিব।

২য় ধাপ
kmc_20221031_005730.jpgkmc_20221031_005742.jpg

kmc_20221031_005754.jpg

মুলা সিদ্ধ হয়ে গেলে,আমি অন্য একটি হাঁড়িতে আট চামচ সয়াবিন তেল দিলাম।তেল গরম হলে, পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে চুলার মাঝারি আঁচে ভেজে নিব।পেঁয়াজ বাদামি রং হওয়া পযর্ন্ত।

৩য় ধাপ
kmc_20221031_005806.jpgkmc_20221031_005818.jpg

kmc_20221031_005836.jpg

পেঁয়াজ কুচি হালকা বাদামি রং হলে,এবার আমি আদা রসুন বাটা দেড় চামচ হাড়িতে দিয়ে চুলার কম আঁচে পেঁয়াজের সাথে ভেজে নিব। আদা রসুনগুলো ভাজা হলে, টমেটোর টুকরোগুলো হাড়িতে দিয়ে দিব। টমেটোর টুকরা গুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নরম হয়ে এলে, আমি পানির সাথে গুলিয়ে গুঁড়া মসলা হাড়িতে ঢেলে দিব।

৪র্থ ধাপ
kmc_20221031_005845.jpgkmc_20221031_005858.jpg

kmc_20221031_005913.jpg

সব মসলা হাড়িতে দেওয়া হলে,চুলার মাঝারি আঁচে কিছুক্ষণ মসলা কষাব।মসলা কষানো হলে, এবার আমি টুকরো করে রাখা মুরগির মাংসগুলো মশলার সাথে দিয়ে নেড়েচেড়ে একদম চুলার কম আঁচে মুরগির মাংস কষাব দুই মিনিটের মত।

৫ম ধাপ
kmc_20221031_005931.jpgkmc_20221031_005942.jpg

kmc_20221031_010004.jpg

মুরগির মাংস সব মশলার সাথে কষানো হয়ে গেলে, সিদ্ধ করে রাখা মুলার টুকরোগুলো মুরগির মাংসের সাথে দিয়ে দিব। মুলার টুকরো গুলো মুরগির মাংসের সাথে দেওয়া হলে,কিছুক্ষণ মুলাগুলো মসলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব।মিশানো হয়ে গেলে, দুই কাপ পরিমাণ পানি দিয়ে মুলা দিয়ে মুরগির মাংস রান্না করব ৭ মিনিটের মত।

৬ষ্ঠ ধাপ

kmc_20221031_010023.jpg

kmc_20221031_010029.jpg

৭ মিনিট পর মুলা দিয়ে মুরগির মাংসের ঝোল মাখা মাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিব।

20221030_142222.jpg

তৈরি হয়ে গেল,শীতের সবজি মুলা দিয়ে মুরগির মাংসে সুস্বাদু মাখা ঝোল তরকারি।এই তরকারি গরম ভাত, পোলাও, রুটির সাথে খেতে বেশ দারুন লাগে। মুলাগুলো একদমই রসগোল্লার মত লাগে খেতে😋

বন্ধুরা, আমার রান্না করা শীতের সবজি মুলা দিয়ে মুরগির মাংসের সুস্বাদ মাখা ঝোল তরকারি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট,আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

রেসিপির ভিডিও লিং:

ভুল ত্রুটি হলে, ক্ষমাদৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।।

Sort:  
 3 years ago (edited)

মুলার রেসিপি আপনি তৈরি করা শুরু করে দিয়েছেন। এখন শীত এসেছে চারদিকে শুধু মুলোর রেসিপি নিয়ে আলোচনা হবে। যাই হোক আজকে আপনি মুলোর দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপি তৈরি করলেন। দেখে মজাদার মনে হচ্ছে।

 3 years ago 

শীতকালে মোলা ও বিভিন্ন রকমের সবজি পাওয়া যাবে। অনেক অনেক মজাদার হয়েছে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মুরগির মাংস সাধারণত আলু দিয়ে রান্না করে খাওয়া হয়। শীতের সবজি মুলা দিয়ে কখনো মুরগির মাংসের রেসিপি খাওয়া হয়নি, কাজেই এটা আমার কাছে একটা ইউনিক রেসিপি বলে মনে হয়েছে। তবে পরিবেশন করার পরে মুরগির মাংসের রাণ আমাকে বেশি লোভ জাগিয়েছে। খুব খেতে ইচ্ছে করেছি আপু। আর চোখের সামনে এমন লোভনীয় একটি রেসিপি থাকলে খেতে তো মন চাইবেই।

 3 years ago 

আপনি এই বার মুরগির মাংসর সাথে মুলা রান্না করে খেয়ে দেখবেন।আশা করি ভালো লাগবে এবং আপনার ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে।এত সুন্দর সুন্দর করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মুরগির মাংস আমার খুবই ফেভারিট আপনার প্রস্তুত করা রেসিপিটি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও নিশ্চয়ই তেমনই মজাদার হয়েছিল।।

আলু দিয়ে মুরগির মাংস অনেকবার প্রস্তুত করেছে কিন্তু মুলা দিয়ে কখনো এরকম রেসিপি প্রস্তুত করা হয় নাই।।

তবে যে পরিমাণ লোভনীয় দেখাচ্ছে একবার এভাবে প্রস্তুত করে খেয়ে দেখতে হবে।।

 3 years ago 

অবশ্যই প্রস্তুত করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।জি অনেক মজাদার হয়েছিল।আপনার মন্তব্য গুলো অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমাদের সবার প্রিয় হাফিজ ভাইয়ের প্রিয় সবজি দিয়ে দারুন একটি রেসিপি করেছেন আপনি।মুলা দিয়ে আমি কখুনো মুরগির মাংস খাইনি তবে মনে হচ্ছে ট্রাই করতে হবে।আপনাকে ধন্যবাদ সুন্দর করে উপস্থপনা করার জন্য।

 3 years ago 

অবশ্যই প্রস্তুত করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

আমাদের শীতকালীন প্রিয় সবজি মুলা একটি অনেক উপকারী সবজি।অনেকে খেতে চাই না গন্ধের জন্য।কিন্তু আমি ও আপু আপনার মত করে রান্না করি।এভাবে সিদ্ধ করে পানি গুলো ফেলে দিলে মুলার মধ্যে আর সেই গন্ধটা থাকেনা।মুরগির মাংস দিয়ে এভাবে শীতকালীন সবজি মুলা রান্না করলে আমার খেতে ভীষণ ভালো লাগে।আপনার রেসিপির কালার দেখতে ভীষণ ভালো লাগতেছে।

 3 years ago 

জেনে ভালো লাগলো যে আপনি আমার মত করে মুলা রান্না করেন।আপনি অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আলু এবং টমেটো দুটোই আমার খুব পছন্দের তবে মূলা আমি সহ্যই করতে পারিনা। হাফিজ ভাই আপনার এই রেসিপি দেখলে খুবই খুশি হবে। তার দলে আরেকজন মূলা প্রেমিক যোগ হল হা হা হা। রেসিপিটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

একেক মানুষের একেক রকম রুচি। আমার কাছে মুলা অনেক পছন্দের। এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

মূলার উপকারীতা বলে শেষ করা যাবেনা। আমি মূলা বেশ কিছু মাছের সাথে খেয়েছি তবে কখনো মাংস দিয়ে খাইনি। তবে আপনার রান্নার ভিডিও আর ছবিগুলো দেখে বুঝতে পারলাম এটা স্বাদের না হয়ে উপায় নেই। সবমিলিয়ে সুস্বাদু রেসিপি এটি। আর আমিও হাফিজ ভাইয়ের মতো মূলা প্রেমী, সবমিলিয়ে সবাই এই রেসিপি বেশ পছন্দ করবে বলে মনে করছি।

 3 years ago 

সত্যি কথা মুলার উপকারিতা অনেক বেশি। মোলা আমার পছন্দের একটি সবজি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আশা করি আপনি বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সবাই খুব মূলো খাচ্ছে এখনই শীত পড়তে না পড়তেই।মূলোটা নিরামিষই খাওয়া হয়। এইভাবে কখনও ভেবেও দেখি নি। খেতে নিশ্চয়ই ভালো লেগেছিলো। কিছু মূলো প্রেমী নতুন রেসিপি পেয়ে গেলো।

 3 years ago 

এভাবে এবার ভেবে দেখবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন।সত্যি খেতে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের হাফিজ ভাইয়া তো মুলাপ্রেমি🤭।অনেকেই মাংসের সাথে এরকম মুলা কিংবা অন্যান্য সবজি দিয়ে রান্না করে। তবে আমার এই ধরনের রান্না গুলো কেন জানি ভালো লাগে না। আমার কাছে মাংস আলু দিয়ে বেশি ভালো লাগে। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল আপু। কালারটা খুব লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।