রেসিপি পোষ্ট: সহজ পদ্ধতি অবলম্বন করে দুটি লোভনীয় রেসিপি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৭ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং
আসলে কিছু কিছু রেসিপি রয়েছে, যে গুলো খুব অল্প সময়ের মাঝে তৈরি করা যায়। বিশেষ করে যখন আমাদের বাড়িতে হঠাৎ করে কোন মেহমান চলে আসে, তখন খুবই দ্রুত কোন ধরনের রেসিপি তৈরি করতে হয়।আমি আজকে আপনাদের সাথে এমন দুটি রেসিপি শেয়ার করবো, যে গুলো খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়।আর অতিথি অ্যাপ্যায়ন করার জন্য এই সব রেসিপি একদম বেস্ট রেসিপি। বিশেষ করে আমাদের গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এই রেসিপি গুলো ব্যবহার করে অতিথি অ্যাপ্যায়ন করা হয়।
প্রয়োজনীয় উপকরণ
- টমেটো
- আলু
- মরিচ
- পেঁয়াজ
- চিংড়ি মাছের ভুনা
- রসুন
- হলুদ
- লবণ
কার্যপ্রণালী
ধাপ -১:
প্রথমে আমরা পরিমাণ মতো কিছু মরিচ কেটে নিলাম, পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, পরিমাণ মতো কিছু টমেটো কেটে নিলাম, পরিমাণ মতো কিছু আলু কুচি করে কেটে নিলাম এবং পরিমাণ মতো চিংড়ি মাছের ভুনা নিয়ে নিলাম।সব গুলো উপকরণ একটি বাটির মধ্যে নিয়ে নিলাম।
ধাপ-২:
এরপর আমরা একটি কড়াই নিয়ে নিলাম। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। বেশ কিছু সময় ধরে তেল গুলো গরম করে নিলাম।তেল গুলো গরম হয়ে গেলে আমাদের মরিচ, পেঁয়াজ কুচি, রসুন গুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। বেশ কিছু সময় ধরে উপকরণ গুলো তেলের মধ্যে ভাজি করে নিলাম। এরপর আমরা আমাদের প্রধান উপকরণ আলু এবং চিংড়ি মাছ গুলো ঢেলে দিলাম। এরপর সব গুলো উপকরণ একসঙ্গে কষিয়ে নিলাম।
ধাপ-৩:
বেশ কিছু সময় ধরে কষিয়ে নেয়ার পর, আমরা কড়াইয়ের মুখে ঢাকনা লাগিয়ে দিলাম। বেশ কিছু সময় পর আমরা আবার কড়াইয়ের মুখ খুলে দেখতে পারলাম আমাদের রেসিপি টি সম্পন্ন হয়েছে। এরপর আমরা কড়াইয়ের মধ্য থেকে নিয়ে পরিবেশন করি।
প্রয়োজনীয় উপকরণ
- গুড়
- চিকন চাল
- খেজুর
- কিসমিস
- মশলা
- দুধ
কার্যপ্রণালী
ধাপ-১: প্রথমে আমরা পরিমাণ মতো গুড়, পরিমাণ মতো চিকন চাল, পরিমাণ মতো খেজুর, পরিমাণ মতো কিসমিস এবং পরিমাণ মতো মশলা নিয়েছি একটি পাত্রের মধ্যে।
ধাপ-২:
এরপর আমরা পায়েস রান্না করার জন্য আরো একটি পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নিয়ে নিলাম। এরপর আমরা পাত্রের মুখ বন্ধ করে বেশ কিছুক্ষণ সময় রাখলাম। বেশ কিছু সময় পরে আমরা পরিমাণ মতো চাল, পরিমাণ মতো মশলা, পরিমাণ মতো কিসমিস, পরিমাণ মতো গুড়, পরিমাণ মতো নারকেল নিয়েছি।
ধাপ-৩:
এরপর সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। বেশ কিছু সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে রাখলাম। এরপর মুখ খুলে কষিয়ে নিলাম। আবার বেশ কিছু সময় ধরে পাতিলের মুখ বন্ধ করে রাখলাম। এরপর আমাদের রেসিপি টি সম্পন্ন হয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
দুটো দারুণ রেসিপি শেয়ার করেছেন! চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি আগে কখনো খাইনি, কিন্তু শুনেই মনে হচ্ছে দারুণ মজার হবে। আর পায়েস তো আমারও ভীষণ প্রিয়! সুযোগ পেলেই মাঝে মাঝে রান্না করি, আর সেই মিষ্টি স্বাদ মন ভালো করে দেয়। এমন মজাদার আর লোভনীয় দুটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
https://x.com/Riyadx2P/status/1895132622684332067?t=bJfdhqSuDBJd1ARefLLd1A&s=19
আসলেই তো ভাইয়া দুটি রেসিপি খুবই লোভনীয়। চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি কখনো খাওয়া হয়নি তবে চিংড়ি মাছ দেখে লোভ লেগে গেল। মজাদার পায়েস রেসিপি শেয়ার করেছেন দেখছি। পায়েস তো আমার অনেক পছন্দ। মাঝে মাঝেই আমি সময় পেলে পায়েস রান্না করি। পায়েস খেতে আমার দারুন লাগে। দুটো লোভনীয় রেসিপি শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
ভাইয়া অনেক লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। আসলে ভাইয়া এমন রেসিপি সামনে থাকলে আর কিছু লাগে না। এগুলো খেতে যেমন মজা তেমনি তৈরি করা যায় অনেক সহজে।ধন্যবাদ আপনাকে সুস্বাদু দুটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই দুটো রান্নাই আমার ভীষণ প্রিয়। বাড়িতে নলেন গুড়ের পায়েস রান্না করলে আমি একাই সবকিছু লুকিয়ে খেয়ে নিই। কখনো লোকজন আসে পাশে থাকলে অল্প অল্প তাদের দিন বাকি পুরোটাই আমার। হে হে হে। সামুদ্রিক চিংড়ি মাছের যেহেতু প্রচুর এলার্জি হয় তাই মেঠো চিংড়ি দিয়ে এই ধরনের চচ্চড়ি বানাই। আপনার রেসিপি দুটো কিন্তু বেশ লোভনীয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সহজ পদ্ধতিতে আপনি এত মজার দুইটা রেসিপি তৈরি করেছেন দেখে, আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। দুইটা রেসিপি দেখতে কিন্তু অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে। তবে আমার কাছে পায়েস তৈরির রেসিপি টা দেখে বেশি ভালো লেগেছে। মনে তো হচ্ছে এটা খেতে দারুন লেগেছিল।
সহজ দুটি রেসিপি একসাথে শেয়ার করেছেন। দুটো রেসিপি বেশ পছন্দের। আর এই দুটো রেসিপি রুটির সাথে খেতেও ভালো লাগে। চিংড়ি মাছে যে কোন রেসিপি আমার বেশ পছন্দ। সুস্বাদু দুটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি দুইটি রেসিপি একসাথে প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনার শেয়ার করা দুইটি রেসিপি আমার কাছে অনেক বেশি প্রিয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।