অতীতের জন্য অনুশোচনা করা ঠিক না।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো অতীতের জন্য অনুশোচনা করা ঠিক না এই সম্পর্কে কিছু কথা।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240427_234840.jpg

অতীতের চিন্তায় মগ্ন হয়ে থাকলে মানসিক চাপ সৃষ্টি হয়। কথায় আছে দুশ্চিন্তা আমাদের শ্মশানে পাঠাতে পারে। চিন্তা কখনো আগামীকালের দুঃখ দূর করতে পারে না। বরং চিন্তার কারণে আগামী দুঃখে পরিণিত হয়। কোন কিছু ঘটা বা না ঘটা নিয়ে মানুষ কখনো কখনো গভীরভাবে অনুশোচনা করে থাকে। কেন আমি এটা করলাম, কেন আমি ওটা করলাম। আমি এইটা করলাম না। কেন আমিও ওটা করলাম না। অন্য কিছু করার পর মনে হয় এটা না করলেও পারতাম এর থেকে মনে হয় ঐটা করলে ভালো হতো এরকম নানান রকমের দ্বিধা দন্ডে ভুগি আমরা অনেকেই।কেউ হয়তোবা ব্যবসায়ী ক্ষেত্রে অনুশোচনা করে যে যদি আরেকটি ব্যবসা করতে পারতাম তাহলে হয় তো আরো বেশি অর্থ উপার্জন করতে পারতাম। অনেক সময় নিজের পেশা, নিজের উপার্জন নিয়ে আমরা হতাশায় ভুগি কিন্তুু আসলে কি এটা ঠিক আসলে কি এমন হতাশা আমাদের জীবনকে সফলতা এনে দিতে পারবে। না পারবে না বরং এমন হতাশা ও অনুশোচনা জীবনকে কষ্টে পরিনত করে।
অনেকেই মনে হতে পারে তাই বলে কি আমরা অনুশোচনা করবো না অনুশোচনা তো করা ভালো। হ্যাঁ অবশ্যই অনুশোচনা করা ভালো তবে খারাপ কিছু করলে যেমন যদি কারো সাথে হঠাৎই মেজাজ হারিয়ে খারাপ আচরণ করে ফেলি কিংবা খারাপ কিছু বলে ফেলি সেক্ষেত্রে অবশ্য অনুশোচনা করা উচিত বলে আমি মনে করি।
অনুশোচনা হোক তবে নিজের জীবনকে নিজের পেশা নিয়ে অনুশোচনা করে করে নিজেকে ডিপ্রেশনে নিয়ে গিয়ে নয়।সমাজে এমন খবর মাঝে মাঝে পাওয়া যায় যে নিজের জীবনের লাভ ক্ষতির হিসাব কষতে কষতে অনুশোচনা করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরকম অনুশোচনা করা ঠিক নয়।অনেকেই আছে তাদের পেশা নিয়ে অনুশোচনায় ভোগে হয় তো তিনি ইন্জিনিয়ার কিন্তুু সে মনে করে ইস যদি আমি শিক্ষক হতে পারতাম তবে মনে হয় ভালো হতো এই যে অনুশোচনা এই অনুশোচনার কারণে কষ্ট ছারা কিছুই পাওয়া যায় না।অতীতকে দোষারুপ করে হয়তো অনুশোচনা করে থাকে যে কেন আমি এটা করিনি ওটা করিনি।এরকম অতীত নিয়ে অনুশোচনা করলে তা কেবল মানসিক চাপের সৃষ্টি করার মাধ্যমে খারাপ থেকে খারাপের দিকে ধাবিত করে।সব সময় মনে করতে হবে ভগবান আমাকে যে পরিস্থিতির মধ্যে রেখেছেন সেটাই উত্তম।
আমাদেরকে অবশ্যই অর্থহীন অনুশোচনা এড়িয়ে যেতে হবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে । সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240416_180305.jpg

Sort:  
 2 years ago 

কোনকিছুই আসলে অতিরিক্ত লেভেলে চলে গেলে সেটা ভালো না। তেমনই, নিজের কর্মে বা অতীতের ভুল বুঝতে পারলে নিজের ভেতর অনুশোচনা বোধ আসা টা ভালো। কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়ে নিজের পরবর্তী জীবনে ভালো কাজে না লাগিয়্র দিন রাত সেই অতীত নিয়ে অনুশোচনা করতে করতে হাপিত্যেশ করলে, সেটা অবশ্যই আরেক বোকামি ছাড়া কিছুই না। দেখা যাবে, এই কাজের জন্যও পরে অনুশোচনাই করতে হবে। তারচেয়ে শিক্ষা নেয়া ভালো।

 2 years ago 

ঠিক বলেছো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনুশোচনা নিয়ে বেশ গুছিয়ে আজকের পোস্টটি উপস্থাপন করলেন। অনুশোচনা আমাদের তখনই হওয়া উচিত যখন আমরা কোন ভুল কিংবা খারাপ কাজ করবো। তাছাড়া সবকিছুতেই অনুশোচনা কিংবা অতীত নিয়ে চিন্তা করাটা আমার কাছে বোকামি বলে মনে হয়। বেশ চমৎকার একটি বিষয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া খারাপ কাজে কিংবা ভুল কিছুতে অনুশোচনা হওয়া উচিত তাছারা নয়।

 2 years ago 

আসলে অতীত যেটা পার হয়ে গেছে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত নয়। কারণ ভবিষ্যৎ চিন্তা করে আমাদের বাঁচতে হবে। তবে স্মৃতিগুলো মাঝেমধ্যে কষ্ট দিতে পারে তারপরে সেগুলো এড়িয়ে চলা উচিত। কারণ সমাজে আমরা এমন মানুষ গুলোই দেখি যারা অতীত নিয়ে ভাবতে গিয়ে ডিপ্রেশনে ভুগছে। সুন্দর একটা টপিক্স নিয়ে আলোচনা করেছেন দেখে বেশি ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অতীত কে নিয়ে পড়ে থাকা অতীত নিয়ে ভাবা আমাদের স্বভাব। কিন্তু এতে কোন লাভ হয় না। এইটা আমিও চিন্তা করি ইস যদি এটা এভাবে করতাম তাহলে এমনটা আর হতো না। ইস যদি ঐভাবে করতাম। মানুষের সাইকোলজি এটা চিন্তা করবেই। কিন্তু অতিরিক্ত অনুশোচনা আমাদের জীবনকে যন্ত্রণাময় করে তুলতে পারে। সেজন্য সেটা যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হতাশা ও অনুশোচনা আমাদের জীবনকে কষ্টে পরিনত করে, এটা একেবারেই সত্যি দিদি। জীবনে কি করলাম না অথবা জীবনে কি পেলাম না, এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করাই উচিত না। তার থেকে বরং জীবনে কি পেয়েছি, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি মনে করি, যারা এসব নিয়ে অনেক বেশি চিন্তা করে বা হতাশাগ্রস্ত থাকে, তাদের যতই টাকা থাকুক না কেন তারা সারা জীবন কষ্টে কাটায়।

 2 years ago 

ঠিক বলেছেন বেশি অনুশোচনার ফলে হতাশ গ্রস্ত হয় মানুষ।

 2 years ago 

অতীতে যা হয়েছে হয়েছে সেটা নিয়ে অনুশোচনা করা মানে বোকামি।বরং সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে চলা উচিত যেন এমন অনুশোচনা কখনো না করতে হয়। ধন্যবাদ আপু নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 years ago 

একদমই সঠিক বলেছেন আপনি।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।