কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে তেমন বাইরে যাওয়া হয় না। আর মাঝে মাঝে গেলে ভালো কিছু দেখলে কখনো ফটোগ্রাফি করতে মিস করি না। আজ এসেছি কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। আর রেনডম ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে এক সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। যাইহোক গ্যালারি থেকে কয়েকটি ফটোগ্রাফি নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এটি হচ্ছে চিনা হাঁসের মাংস রান্না রেসিপি। আসলে চিনা হাঁস খেতে অনেক মজা।তবে আমাদের বাড়িতে দুটি হাঁস ছিল একটা কুকুরে খেয়ে ফেলেছে। আর একটা জবাই করে রান্না করেছি সবাই অনেক মজা করে খেয়েছিল।সত্যি এগুলো অনেক মজার খাবার।

এগুলো হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। আসলে চিকেন বিরিয়ানি বাচ্চাদের অনেক পছন্দ। তাই তো মাঝে মাঝে বাচ্চাদের রান্না করে দেয়। গতকাল রান্না করেছিলাম বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। আসলে ভালো জিনিস সব সময় মজার হয়।

এটি হচ্ছে সয়াবড়ি দিয়ে মাংস রান্না রেসিপি। আসলে এগুলো দিয়ে মাংস খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। তাইতো বেশ কিছু কিনে রেখেছি। মাঝে মাঝে মাংস দিয়ে রান্না করে দেয় সবাই অনেক মজা করে খায়।সত্যি অনেক ভালো লাগে।

এটি হচ্ছে বাগানবিলাস ফুল। এই ফুল গুলো আমাদের বাড়িতে ছিল না। তবে কয়েকটি হয়েছে তাই মাত্র ফুল ফোটেছে। সত্যি ফুল গুলো দেখতে আমার কাছে অনেক লাগে লেগেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি।

এই ফুলটির নাম আমার জানা নেই। তবে আমার জা লাগিয়েছিল কিছু দিন আগে। কয়েক দিন আগে দুটি ফুল ফোটেছে তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আপনারা যদি ফুলটির নাম জানেন তাহলে অবশ্যই জানাবেন। দেখতে বেশ কিউট ফুল গুলো।
এটি হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে সূর্যের ফটোগ্রাফি। আসলে সূর্যের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর বিকেল বেলা সূর্য যখন অস্ত্র যায় তখন আমার কাছে একটু বেশি ভালো লাগে। ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফি করে নিয়েছি।

এটি আমার হয়তো অনেকেই চিনি। এগুলো হচ্ছে খরগোশ। আসলে আমার ভাগ্নে এমন অনেক গুলো খরগোশ পালন করে। কয়েক দিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম। তখন খরগোশ গুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি খরগোশ দেখতে বেশ কিউট ছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।



https://x.com/MimiRimi1683671/status/1989678855477760012?t=L093kDjtpxKG2Hc1Gn83Gg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1989679910928224259?t=6fLLwWp8WC9AHtg_kT-pGA&s=19
চিনা হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। অনেকদিন আগে খেয়েছিলাম। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।
ওয়াও আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন।