আশার ফসল হতাশার বোঝা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২৯ ই সেপ্টেম্বর ২০২৫ ইং
আশার ফসল হতাশার বোঝা
ধান চাষ বাংলাদেশের গ্রামীণ মানুষের আয়ের উৎস। কৃষকের ঘাম, পরিশ্রম আর আশার প্রতীক এই সোনালী ধান। কিন্তু এবছরের পরিস্থিতি যেন সেই আশার ওপর কালো মেঘ হয়ে নেমে এসেছে, এবছর অনেক কৃষক ধান চাষে লসের সম্মুখীন হয়েছে। মাঠে মাঠে ধান পেকেছে ঠিকই, কিন্তু কৃষকের মুখে নেই সেই চিরচেনা হাসি, তবুও কিছু কিছু কৃষকের মোটামুটি ভালো ফলন হয়েছে। কারণ, প্রাকৃতিক দুর্যোগের আঘাতে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলন হয়েছে প্রত্যাশার তুলনায় অনেক কম। কৃষকের আশার তুলনায় ধানের ফলন অনেক টা কম হয়েছে এবছর।
এবার বর্ষাকালে অতিবৃষ্টি, অনিয়মিত মৌসুমি বৃষ্টি আর কিছু অঞ্চলে আকস্মিক বন্যার কারণে ধানক্ষেতের অবস্থা নাজুক হয়ে পড়েছে। আমাদের এলাকায় এবছর বৃষ্টি পাত খুব কম পরিমাণে হয়েছে। আবার ধান পাকার পরবর্তী সময়ে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে।কোথাও পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা, আবার কোথাও জমিতে শুকনো ফাটল ধরেছে খরার কারণে। কৃষকরা অনেকেই ঋণ নিয়ে বীজ, সার, কীটনাশক কিনে জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু ফলনের পরিমাণ কমে যাওয়ায় তারা এখন দিশেহারা। এবছর অনেক কৃষক তাদের প্রচুর পরিমাণে ঋণ হয়েছে।
গ্রামীণ হাটে যখন নতুন ধান উঠছে, তখন সেই ধান বিক্রি করেও অনেক কৃষক উৎপাদন খরচ তুলতে পারছেন না। একদিকে ধানের দাম স্থিতিশীল নয়, অন্যদিকে সার ও জ্বালানির দাম বেড়েছে। ফলে কৃষকের কষ্টের ঘাম যেন মাটিতে মিশে যাচ্ছে, অথচ প্রাপ্য ফল তারা পাচ্ছেন না। খরচের তুলনায় ধানের দাম খুবই কম এবছর। এবছর অনেক কৃষক তাদের ধান ক্ষেত পানি দিয়ে সেচ দিয়ে ধান চাষ করেছেন। কিন্তু অন্যান্য বছর বৃষ্টির পানি দিয়ে আবাদ হয়ে যেত। অতিরিক্ত কোন খরচ হতো না । এবছর সেই সুযোগ নেই।তাই কৃষকের মুখে হাসি ফুটেনি এই বছর।
তবুও কৃষক হার মানেন না। তিনি জানেন, মাটির বুকেই তার ভবিষ্যৎ, ফসলই তার জীবন। তাই বিপর্যয়ের মধ্যেও তারা আবার নতুন করে আশার বীজ বুনছেন। হয়তো পরের মৌসুমে প্রাকৃতিক অনুকূলতা ফিরে আসবে, মাঠ ভরে উঠবে সবুজের সমারোহে। সেই আশাতেই আজ তারা দাঁতে দাঁত চেপে সহ্য করছেন ক্ষতির ভার।বাংলার এই কৃষকই আমাদের জাতির প্রাণ। তাদের পরিশ্রমের ফলেই আজও আমাদের ঘরে ভাতের অভাব নেই। তাই কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনতে হলে প্রয়োজন সঠিক সহায়তা, প্রণোদনা ও ন্যায্য মূল্যের নিশ্চয়তা।
না হলে এই সোনালী ফসলের দেশ একদিন হারিয়ে ফেলবে তার আসল সোনালী রূপ যেখানে আশার ফসল কেবল হতাশার বোঝা হয়ে থাকবে।আমি একজন কৃষকের ছেলে। আমার বাবা এবছর বেশ ভালো পরিমাণে ধান চাষ করেছিলেন। কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর তেমন একটা ধানের ফলন হয়নি।আর সব চেয়ে দুঃখের বিষয় হচ্ছে শেষ মুহূর্তে এসে আমাদের ধান ক্ষেত গুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গিয়েছে। আশা করছি ভবিষ্যতে ভালো ফলন হবে।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness








