কখনোই কাউকে নিয়ে উপহাস করা উচিত নয়।

in আমার বাংলা ব্লগ2 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। আমরা দৈনন্দিন জীবনে অনেক মানুষ দেখে থাকি। কিছু কিছু মানুষকে দেখলেই ভালো লাগে আবার কিছু কিছু মানুষকে দেখলে অতটা ভালো লাগেনা। আবার কিছু কিছু মানুষকে দেখলে কিছু মনে হয় না। তো এরকম অনেক ধরনের মানুষ আমাদের দৈনন্দিন জীবনে দেখে থাকি আমরা। তো কিছু শ্রেণীর মানুষ আছে যারা একটু কম বুঝে বা তার কোন একটা দুর্বলতা আছে।

Pink & Blue Watercolor Painted Canvas Quote Instagram Post_20240505_022306_0000.png

Canva দিয়ে তৈরি

তো আমরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে তাদেরকে নিয়ে উপহাস বা মজা করে বসি। তো অনেক সময় মজা করতে গিয়ে আমরা হয়তো ভাবিও না যে আমরা ঠিক কি করছি বা কেন করছি। কারণ সেই সময় আমরা হয়তো খেয়ালই করিনা যে এতে সেই মানুষটা অনেক কষ্ট পেতে পারে। তো এখানে যদি আমি একটু উদাহরণ দেই ধরুন একজন মানুষ অতিরিক্ত মোটা বা অতিরিক্ত পাতলা। তো এই ধরনের মানুষকে দেখে আমরা অনেক সময় অনেক ভাবে তাকে রাগিয়ে থাকি। বিশেষ করে তার সমবয়সী বন্ধুরা একটু বেশি রাগিয়ে থাকে। তো এখানে সমবয়সী যারা তারা যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে তারা না বুঝে তাঁর সহপাঠীকে রাগিয়ে মজা নিতে পারে এটাই স্বাভাবিক। কারণ তাঁরা অতটাও হয়তো বোঝেনা। তাই আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে সকল বাবা-মায়ের প্রতি যাদের সন্তানের বন্ধু-বান্ধবের মধ্যে এরকম কেউ আছে তারা যেন তাদের সন্তানকে সবসময় সাবধান করে এই বিষয়ে। যাইহোক এক্ষেত্রে অস্বাভাবিক লাগে তখনই যখন তার থেকে বড় কেউ অর্থাৎ প্রাপ্তবয়স্ক কেউ তাকে রাগিয়ে থাকে। আমরা একবারও ভাবি না যে এতে করে সে কষ্ট পেতে পারে।

তো আমার কাছে বেশ কয়েকটা উদাহরণ আছে যারা ছোটবেলায় একটু মোটা ছিল কিন্তু সময়ের সাথে সাথে তারা নিজেকে এমন ভাবে পরিবর্তন করেছে যে এখন তাদের দেখে অনেকে আফসোস করে। তাই আমাদের উচিত কাউকে নিয়ে উপহাস করার আগে একটু ভেবে নেওয়া। কারণ এখন যাকে নিয়ে উপহাস করছিস সেও একসময় নিজেকে এমন ভাবে পরিবর্তন করে নিতে পারে যে শেষে দেখা যাবে নিজেকেই তার সামনে লজ্জায় পড়তে হবে। আর সে যদি নিজেকে পরিবর্তন নাও করতে পারে তারপরও এটা ভেবে রাখা উচিত যে সেও কষ্ট পেতে পারে এবং তারও মন আছে।

আবার আমি এমন অনেক কেউ দেখেছি যারা অন্যকে কোন একটা বিষয় নিয়ে খোটা দিচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় হলো তার পরিবারের সদস্যদের মধ্যেও ঠিক ওরকম সমস্যা থাকে। তো একদিন আমার সামনে একজন অন্য আরেকজনকে দেখে খোটা দিচ্ছিল বা তাকে দেখে মজা নিচ্ছিল তো আমি সরাসরি তাকে বলে ছিলাম একবার তোমার পরিবারের দিকে দেখো তোমার পরিবারেও এমন একজন আছে। তো আমার কথা শুনে ওই মুহূর্তে সে চুপ হয়ে গিয়েছিল।

তো যাই হোক আমি অনেককে শেষ দিকে এমন বলতে শুনেছি যে আমরা তখন তোকে এত রাগিয়েছি বলেই তুই আজ নিজেকে এমন পরিবর্তন করতে পেরেছিস। তো এই কথাগুলো তারা পরে মেনেও নেয় এর কারণ তাদের কারণেই তার ইচ্ছা শক্তিটা বেড়ে গিয়েছিল এবং নিজেকে পরিবর্তন করতে পেরেছিল। কিন্তু উপহাস না করে তাঁকে নিয়ে মজা না করে সুন্দর ভাবেও কিন্তু উৎসাহিত করা যায়। তাই আসুন আমরা চেষ্টা করি কখনো কাউকে নিয়ে উপহাস না করার।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আমার লেখার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের মত এটুকুই।আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কথাগুলো বেশ ভালো লাগলো ভাই মানুষকে নিয়ে উপহাস না করে তাকে ভালো পরামর্শ দেওয়া যায় । যেকোনো কাজের ক্ষেত্রেই ইচ্ছাশক্তি বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম উৎসাহ দিতে হয়। সুন্দর বিষয়টা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জি ভাই উপহাস না করে উৎসাহ করাই ভালো।

 2 years ago 

আপনি আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন ভাই। আসলে মানুষকে নিয়ে উপহাস করলে সে একটা সময় ভেঙে পড়ে এবং সবার থেকে পিছিয়ে পড়ে। উপহাস না করে তাকে উপদেশের মাধ্যমেও সফলতার শিখরে পৌঁছে দেওয়া যায়। ধন্যবাদ ভাই সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাই উপহাস করলে হয়তো কেউ কেউ ঘুরে দাঁড়ায় আবার কেউ কেউ পিছিয়ে পড়ে তাই আমাদের উচিত উপহাস না করে উৎসাহ করা।

 2 years ago 

আমরা অনেক সময় অনেককেই উপহাস বা মজা করে কথা বলে থাকি। এটা মোটেও ঠিক নয় ভাইয়া।হয়তো আমাদের কথাগুলো শুনে তারা অনেক কষ্ট পায়। একই ঘটনা আমাদের সঙ্গেও ঘটতে পারে। তাই আমাদের উচিত সব সময় মানুষকে উৎসাহিত করা এবং ভালো কিছু করার উপদেশ দেওয়া।

 2 years ago 

আসলেই,আমরা অন্য কারোর কমতি নিয়ে খোটা দিচ্ছি দেখা যাবে আমাদেরও কোন কমতি নিয়ে অন্য কেউ খোটা দিচ্ছে।

 2 years ago 

সমাজে কিছু কিছু মানুষ রয়েছে তারা একে অপরকে নিয়ে উপহাস করতে হাসাহাসি করতে ভালোবাসে। তবে এই শ্রেণীর মানুষগুলোকে আমি মূর্খ হিসেবে চিহ্নিত করি। যাদের বোধ শক্তি আছে জ্ঞান আছে তারা কখনো কাউকে অপমান করে এমন কাজে লিপ্ত হয় না। বেশ সুন্দর একটি সচেতন মূলক পোস্ট কিন্তু আপনি শেয়ার করেছেন। হয়তো এমন পোস্টগুলো জ্ঞান সম্মত মানুষের জন্য কল্যাণকর।

 2 years ago 

জি ভাই বিনা কারণে কাউকে নিয়ে উপহাস করা নিচু মন মানসিকতারই প্রমাণ।

 2 years ago 

এটি আপনি ঠিক বলেছেন ভাই। আমাদের আশেপাশে অসংখ্য মানুষ রয়েছে যারা দুর্বল মানুষদেরকে নিয়ে উপহাস করে। এটি আমার নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে। এটিও ঠিক যে অনেক মানুষ নিজ ইচ্ছাতে করে আবার অনেক মানুষ রয়েছে যারা মনের অজান্তেই করে ফেলে। যারা মনের অজান্তে করে ফেলে তারা না বুঝে করে। এ মানুষগুলো থেকে দূরে থাকা খুবই ভালো। আজকের এই ব্লগটি অনেক বেশি সচেতনামূলক ছিল। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন উপহাস করা মানুষদের ইগনোর করাই ভালো।

 2 years ago 

সত্যি কথা বলতে উপহাস করাটাই খারাপ।সেটা বয়স কম কেউ করুক নয়ত বয়সে বড় কেউ করুক।এটা কখনো কারো উচিত নয়।উপহাস না করে সেই মানুষটিকে বুঝিয়ে শুনিয়ে উৎসাহিত করা উচিত।আপনি বিষয়টিকে নিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই বিষয়টিকে নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে বাচ্চারা হয়তো এই বিষয়ে বোঝে নাই তাই বাবা মায়ের উচিত তাদেরকে উচিত সুন্দর ভাবে বোঝানো।

 2 years ago 

সৌন্দর্য নিয়ে কিংবা কারো কুৎসিত চেহারা নিয়ে কথা বলা একদম উচিত নয়। যে যার জায়গা থেকে পারফেক্ট। আসলে কারো সৌন্দর্য নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে তখন এই বিষয়টা খুবই খারাপ লাগে। যাই হোক ভাইয়া আশা করছি আপনার এই পোস্ট পড়ে সবাই সতর্ক হবে।

 2 years ago 

আসলেই, অন্যের সৌন্দর্য নিয়ে তোলার আগে নিজেরটা দেখা উচিত।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। খুব বাস্তবিক কিছু কথা ফুটিয়ে তুলেছেন৷ আসলে উপহাস করা কখনোই ঠিক নয়। এই উপহাস করার কারণে অনেকে অনেক ধরনের কষ্ট পেয়ে থাকেন৷ এই উপহাস কখনো কারো সাথে করা ঠিক নয়৷ ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য৷