Rose Flower Photography

in #rose6 months ago

শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি । যদি ভালো লাগে তাহলে জানাবেন কিন্তু।তাহলে ফুলের ফটোগ্রাফি শেয়ার করা যাক।

WhatsApp Image 2024-06-30 at 11.57.30 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.57.32 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.57.35 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.57.25 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.57.26 AM.jpeg

WhatsApp Image 2024-06-30 at 11.57.27 AM.jpeg

আমি একদিন সকাল বেলা হাঁটতে বের হয়ে ছিলাম। হাঁটতে গিয়ে আমি দেখতে পাই একটি ফুল গাছ । এ ফুল গাছটি দেখতে অনেক সুন্দর ছিল আমি এ ফুল গাছ দেখে সঙ্গে সঙ্গে ফুলটির ফটোগ্রাফি করে ফেললাম। এ ফুলটি এত বেশি সুন্দর ছিল যে আমি এ ফুলটির অনেক বার ফটোগ্রাফি করলাম এ ফুলটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে

ফুলটির আকার আকৃতি ধারণ অনেক বেশি সুন্দর ছিল। আর রংটা অনেক সুন্দর ছিল । আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার যে ফটোগ্রাফি করতে ও অনেক বেশি ভালো লাগে । আমি এ ফুলটির কাছে গিয়ে ফুলটির ঘ্যান দেখতেছি এ ফুল গাছটির ঘ্যানটা অনেক সুন্দর ছিল। ফুলটির আশ পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ।

এ ফুল গাছটি বেশি বড় ও না বেশি ছোট ও না তাও এ ফুলটির অনেক সুন্দর দেখা যাইতাছে। এমনি তে ফুল গাছ দেখতে সুন্দর ফুল দেখলে আমার মন ভরে যায় দেখে আমার চোখ জুড়ে গেছে এ ফুল গাছটি দেখে ভীষণ সুন্দর এ ফুল গাছটি আমসর কাছে অসাধারণ সুন্দর লেগেছে এ ফুলটি আমি বলবো ফুল সবারি ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে।

তাহলে বন্ধুরা আপনাদের কাছে আমার ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ:-
বিভাগপোস্ট।
ডিভাইসrealme
বিষয়ব্লগ
লোকেশনঢাকা, বাংলাদেশ।
কভার@username91

_
_

🙎‍♂️ "চলুন পরিচিত হয়েনি " 🙎‍♂️
FB_IMG_15815213031904387.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @username91 আমি একজন বাংলাদেশী। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমার শখের বিভিন্ন সেট আছে যা আমাকে সৃজনশীলভাবে নিযুক্ত রাখে এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, যা আমাকে বিভিন্ন জগতে এবং চ্যালেঞ্জের মধ্যে ডুব দিতে দেয়। ক্রিকেট আমার আরেকটি আবেগ; এটি শুধুমাত্র একটি খেলা নয়, ফিট থাকার এবং দলের মনোভাব উপভোগ করার একটি রোমাঞ্চকর উপায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির প্রতি আমার ভালবাসা আমাকে ক্যাপচার করতে এবং সুন্দর মুহূর্তগুলি তৈরি করতে দেয়, সাধারণ দৃশ্যগুলিকে অসাধারণ স্মৃতিতে পরিণত করে। আমার ব্লগের মাধ্যমে, আমি আমার গেমিং অভিজ্ঞতা, ক্রিকেট অ্যাডভেঞ্চার, এবং ভিজ্যুয়াল গল্প বলা, অনুপ্রাণিত করার আশায় এবং অন্যদের সাথে যারা একই ধরনের আগ্রহ শেয়ার করে তাদের সাথে সংযোগ স্থাপন করি।আল্লাহ হাফেজ। 💥