কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন।

in #sanatan6 years ago

কলির কলুষ জগতকে ঘিরিয়া ফেলিয়াছে, কলির প্রভাবে বিশ্বের মানবজাতি স্বার্থপর , অর্থলিপ্সু, প্রভুত্ব ও হিংসা পরায়ণ হইয়া উঠিয়াছে। তাহার ফলেই জগতে অশান্তি বৃদ্ধি পাইয়া মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই। যতই দিন যাইতেছে মানুষের মধ্যে নাস্তিকতা ততই বৃদ্ধি পাইতেছে। ফলে রাষ্ট্রে এবং সমাজে অসৎ উপায়ে অর্থোপার্জন , অবিচার, অসত্য, হিংসা ও ব্যভিচার প্রভৃতি মহাপাপ নিয়তই অনুষ্ঠিত হইতেছে। এই ঘোর কলিকালে সৎ লোক উপহাস্যস্পদ এবং অসৎ লোক সম্মানিত হয়। ইহা কালের প্রভাব। এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপকার্যে রত হইতে প্রলুব্ধ করে। এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকিতে পারে না। কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন। শ্রী গুরু জয়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68905.09
ETH 3808.71
USDT 1.00
SBD 3.48