স্কুল জীবনের স্মৃতি
Image Created by OpenAI
স্কুল জীবনের স্মৃতি মানেই মধুর স্মৃতি। সেই সময়ের সোনালী দিনগুলো যেন সময়ের ক্যালেন্ডারে জমা হয়ে আছে স্মৃতি হিসেবে। স্কুল জীবনটা আসলে আমাদের প্রত্যেকের জীবনের এমন একটা অধ্যায়, যেটা একবার পেরিয়ে গেলে শত চেষ্টা করেও আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু সেই স্মৃতিগুলো যেন আমাদের মনের কোনে চিরতরে রয়ে যায়। এই মুহূর্তটা আসলে কেউ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কখনো ভুলতে পারবে না, কারণ এটাই ছিল জীবনের প্রথম বন্ধুত্বের স্বাদ, প্রথম কোনো না কোনো প্রতিযোগিতা, প্রথম কোনকিছুতে সাফল্য অর্জন করা।
এই প্রথম সবকিছুর স্বাদ গ্রহণ করার যে অনুভূতি আর যে দিনগুলো তা জীবনের এক চিরস্মরণীয় অধ্যায়। এইসব দিনের স্মৃতি চোখের পাতা বুজলেই অনেক সময় ভেসে ওঠে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা, আবার কখনো কখনো ঝগড়া করা ইত্যাদি কত স্মৃতি যে আছে, তা ভোলার নয়। এইসব যখন মনে পড়ে তখন মনটা যেন কিছুক্ষনের জন্য সেই ছেলেবেলার গল্পে চলে যায়।
এছাড়া স্যারদের সাথেও বা ক্লাসরুমের ভেতরেরও অনেক স্মৃতি থাকে। ক্লাসরুমে যেতে দেরি হলে বা স্যার আসার আগেই দৌড়ে ঢোকা। তারপর ঘন্টা বাজতেই প্রার্থনা সেরে ক্লাসরুমে যাওয়া আবার ছুটির ঘন্টা বাজতেই সবাই দৌড়ে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এইরকম আসলে অনেক ছোট ছোট ঘটনা থাকে স্কুল জীবনের, যা আমাদের সময়টাকে আরো রোমাঞ্চকর করে তুলতো। আজ এইসব সবই স্মৃতি হিসেবে আছে।
