নিজের সৌন্দর্য দেখুন!!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
একা নিঃসঙ্গ হওয়ার মধ্যে অসম্ভব আনন্দ আছে প্রশান্তি আছে। এমনটা বলার কারণ যখন আপনি পুরোপুরি একা হয়ে যাবেন আপনার কোন পিছুটান থাকবে না, কারো জন্য অপেক্ষায় থাকা লাগবে না, কোন এক্সপেক্টটেশন থাকবে না। আর যে মানুষের কোন পিছুটান থাকে না কোন এক্সপেক্টটেশন থাকে না। যে মানুষ কারো অপেক্ষায় থাকে না। সে একেবারে উন্মুক্ত পাখির মতো একজন মানুষ। আমি মনে করি তার কোন চিন্তা থাকে না। সে নিজের মতো করে বাঁচতে পারে। অন্য কোন মানুষের চিন্তা ভাবনা তার মধ্যে আসে না। এবং সে নিজেকে নিয়েও ভাবে না। আর আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন না যখন এসব চিন্তা করবেন না তখন আপনি অনেক টা মুক্ত থাকবেন। একেবারে আকাশে উড়ে বেড়ানো পাখির মতো।
ইচ্ছা করে কেউ এই একাকিত্ব বরণ করতে চাই না। এটা বাধ্য হয়ে করতে হয়। সত্যি বলতে সময় পরিস্থিতি এগুলো মানুষ কে বাধ্য করে। বাধ্য করে একা বেঁচে থাকতে। যখন আপনার নিজের কোন মানুষ থাকবে না তখন স্বাভাবিক ভাবেই আপনার বাঁচার ইচ্ছা কমে আসবে। তখন নিজের অবস্থা নিয়ে আর খুব একটা চিন্তা করবেন না। যদিও এমন জীবন শুধুমাত্র আমরা বইয়ের পাতায় পড়ি অথবা চিন্তা করি। আমরা কেউই এমন জীবন চাই না। আমরা চাই বন্দি থাকতে। পরিবার সমাজের শিকলে বন্দি থাকতে। যে বন্দিত্ব কোনভাবেই আমাদের জীবন বিমুখ করবে না। যদিও অনেকের ক্ষেএে সেটাই হয়। অনেকে আবার এই বন্দি জীবনের জন্য আফসোস করে। তখন আর সে এগুলো একেবারেই উপভোগ করে না। তখন সেই মানুষ টা চাই এইরকম স্বাধীনতা। যেখানে থাকবে না কোন পিছুটান।
আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে অনেক চিন্তা। আমাদের মনে হয় পৃথিবীর ক্রমাগত অধঃপতন। বাংলাদেশের অবস্থা খারাপ। কিন্তু এমন পরিস্থিতিতে পৃথিবীর যেখানে যাই হয়ে যাক আপনার কোন ভ্রূক্ষেপ থাকবে না। যে মানুষের নিজেকে নিয়ে কোন চিন্তা নেই সে পৃথিবীর অথবা দেশের চিন্তা কি করবে। তখন তার ধারণা টা এমন হবে যে হচ্ছে হোক সব গোল্লায় যাক এতে আমার কী। ঐসময় কোনকিছুই আর আপনাকে বিচলিত করতে পারবে না। আপনি একেবারে শান্ত থাকবেন। বিশাল এই পৃথিবীর সবকিছু অর্থহীন এবং অস্তিত্বহীন মনে হবে। আপনার মনে হবে এই পৃথিবীর জাগতিক সবকিছুই একটা ফর্মালিটি। আর যাইহোক সারাজীবন এগুলো অনুসরণ করে যাওয়া একটু বোকামি। একমাত্র মানবজীবন আপনি একটা রুটিনের মধ্যে কাটিয়ে দিলেন। যে রুটিন তৈরি করে গিয়েছে আপনারই মতো কোন মানুষ। ব্যাপার টা খুবই হাস্যকর।
কিন্তু যখন আপনি এসবের চিন্তা না করে নিজের কথা ভাববেন। নিজের ভেতরের সেই মানুষ টাকে সেই সত্ত্বা কে দেখার চেষ্টা করবেন ঠিক তখনই আপনি প্রকৃত প্রশান্তি টা পাবেন। মানুষ একা থাকতে থাকতে একাকিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। এবং এই একাকিত্বের সময় সে নিজেকে খোঁজা শুরু করে। নিজেকে খোঁজা কোন সহজ কাজ মোটেই না। নিজেকে খোঁজার মধ্যেই সে খুঁজে পায় সেই স্বর্গীয় সুখ। যেটা আজীবন মানুষ খুজেঁ বেড়ায় অন্যের মধ্যে। যেটা আশা করে অন্যের থেকে। কিন্তু সৃষ্টিকর্তা সেটা যে তার নিজের মধ্যেই দিয়ে দিয়েছে সেটা সে কখনোই বুঝতে পারে না। মানুষ যে প্রশান্তি যে সৌন্দর্য টা অন্যের থেকে আশা করে সেই সৌন্দর্য মানুষের নিজের মধ্যেই রয়েছে। যেমনটা বলেছিলেন মাওলানা রুমি " You have seen your own beauty ".
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।



.png)



Daily task
https://x.com/Emon423/status/1986703432485642703?t=V25vetTjO1E5iidCucZZtw&s=19
https://x.com/Emon423/status/1986703821696082404?t=UfHg74s5qSklysQjXsfN0A&s=19