হঠাৎ সবজি কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ23 days ago (edited)

আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ সবজি কেনার অনুভূতি

1000032923.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই কেনা যদি প্রিয় কোন জিনিস হয় তাহলে তো কথায় নেই। এখন দেশের বিভিন্ন জেলায় কমবেশি শীত পড়েছে। আর শীতে সবজি খাওয়ার মজাই আলাদা। আসলে বর্তমান সব সবজি বারোমাস পাওয়া গেলেও শীতের সবজি আমার কাছে একটু বেশি ভালো লাগে। সত্যি শীতে প্রতিটি সবজি অনেক মজা লাগে। আপনারা অনেকেই জানেন আমি মাঝে মাঝে সবজি কিনতে যায়।আসলে নিজের পছন্দের সবজি নিজ হাতে কেনার আনন্দ অন্যরকম। দুই দিন আগে সবজি কিনতে গিয়েছিলাম। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000032928.jpg

1000032923.jpg
আসলে অনেকে বলেছিল সবজির দামটা একটু কমেছে। কিন্তু আমি বাজারে গিয়ে দেখি সব সবজির দাম আগের মতো রয়েছে। তবে বেগুনের দামটা একটু কমেছে। আসলে দাম হলেও এখন সবজি খেতে অনেক ভালো লাগে। আসলে শীতের সময় সবজি খেতে একটু বেশি ভালো লাগে। যাইহোক কয়েক দোকান দেখে দেখলাম ফুল কপির দামটা কেজি প্রতি একটু কমেছে। আবার কাঁচামরিচ এর দাম ও কমেছে। তবে এখানের সবজি গুলো অনেক ভালো।

1000032925.jpg

1000032905.jpg
আমাদের খাদ্য তালিকায় আমাদের প্রতি দিন কোন না কোন শাক রাখা উচিত। আসলে শাক আমাদের অনেক উপকার করে। আমাদের শীরীর জন্য শাক অনেক পুষ্টি গুণ সম্পূর্ণ। তাই তো আমাদের প্রতি দিন এক বেলা হলেও শাঁক খাওয়া উচিত।। তারপর বেশ কিছু লাক শাক কিনে এনেছি।

1000032926.jpg

1000032920.jpg

1000032921.jpg
এখন গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য। আসলে গাজর, শসা,মিষ্টি কুমড়ো ইত্যাদি দিয়ে আমার মেয়ে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। তারজন্য আমি এই সবজি গুলো সব সময় কিনি।আসলে সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে অনেক মজা। আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে রান্না করি। সত্যি অনেক মজার সবজি খিচুড়ি।

1000032918.jpg

1000032915.jpg

তারপর আরো কিছু কিনেছি।তবে আমাদের একেবারে রসুন ও পিঁয়াজ কিনে রাখে। এবারো কিনেছে। কিন্তু রসুনের দাম হঠাৎ করেই একেবারে কমে গিয়েছে। তারজন্য বড় সাইজের রসুন দেখে কিছু রসুন কিনে এনেছি। তবে পিঁয়াজের দাম অনেক বাড়তি। যাইহোক সবকিছু মিলে বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 23 days ago 

1000033099.jpg

 22 days ago 

তবে এটি ঠিক বলেছেন নিজের হাতে পছন্দের জিনিস কিনার মজাই আলাদা। আর এখন বর্তমানে শীতের সবজির কম বেশি সব জায়গাতে দেখা যায়। আর এখনকার সবজি দিয়ে যেকোনো কিছু বানালে খেতে বেশ মজা লাগে। তবে এটি ঠিক বলেছেন শাকসবজি দিয়ে খিচুড়ি বানালে ছোট বাচ্চারা খেতে পছন্দ করে। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।