এক গুচ্ছ অণু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
সবুজ ঘাসে শিশির নাচে,
সূর্যের হাসি পাতায় ভাসে।
ঝিঁঝিঁ পোকার গানের তালে,
মন হারায় গোধূলি কালে।
নদীর ঢেউয়ে মিশে সুর,
প্রকৃতি যেন হৃদয়পুর।
এখানেই পাই শান্তির ছোঁয়া,
ব্যস্ত জীবনে একটু রোয়া।
📝অনু কবিতা নং:-২📝
মায়ের চোখে দুনিয়ার আলো,
স্নেহের ছোঁয়ায় মুছে যায় কালো।
তার হাসিতে শান্তি মেলে,
মন যেন ফুলের মতো খেলে।
রাত জেগে রাখে সে ভালোবেসে,
সব কষ্ট হাসিতে মেশে।
মায়ের মতো কেউ নেই আর,
তারই ছায়ায় জীবনধার।
📝অনু কবিতা নং:-৩📝
ভাঙা পথে হাঁটে যে মানুষ,
তার বুকেই জ্বলে আলোর বাতাস।
স্বপ্ন দেখে রাতের শেষে,
নতুন সূর্য উঠবে দেশে।
হার মানে না, থামে না পা,
চেষ্টা তারই সবচেয়ে মহা।
সংগ্রামই দেয় জীবনের মান,
অন্ধকার শেষে জ্বলে নতুন প্রাণ।
📝অনু কবিতা নং:-৪📝
চাঁদের আলোয় নামটি তোমার,
এখনো বাজে হৃদয়-মন্দিরার।
বৃষ্টি নামে, চোখে জল আসে,
তবু তুমি নেই কোনো আশে।
চিঠিগুলো ধুলোর তলে,
স্মৃতিগুলো রয়ে চলে।
ভালোবাসা আজ হারানো গান,
তবু বাজে হৃদয়ে তারই টান।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP













বাহ আজকেও আপনি দারুন দারুন কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া। আপনার লেখা এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে দুই নাম্বার অনু কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আজকে আপনি সুন্দর সুন্দর টপিক নিয়ে চারটি অনু কবিতা লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। অনু কবিতাগুলো ছোট হলেও সুন্দর করে এইখানে মনের ভাব প্রকাশ করা যায়। সুন্দর সুন্দর ট্রাফিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার লেখা কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে ভাইয়া। কবিতা পড়তে অনেক ভালো লাগে। দারুন লিখেছেন আপনি। লেখাগুলো অনেক সুন্দর হয়েছে।