সৌরজগতের নানান তথ্য

sun-1506019_1920.jpg

Source

আমরা তো প্রতিদিন সূর্যকে দেখে থাকি। সূর্যের আলো সাথে রাত দিন হয়। এই সূর্য ওঠার সাথে সাথে আমাদের দৈনন্দিন কাজগুলো কিন্তু শুরু হয়ে যায় কিন্তু আপনারা কি জানেন এই যে সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসতে কত সময় লাগে, ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে অর্থাৎ সূর্য যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেটা আমরা বুঝতে পারবো ৮ মিনিট ২০ সেকেন্ড পরে।

আমাদের সৌরজগতের কর্তা বলা হয় সূর্যকে যা প্রায় ৯৯.৮৬% ভরবহন করে সম্পূর্ণ সৌরজগতের। আমাদের এই সৌরজগতের বর্তমানে আটটি গ্রহ রয়েছে তার মধ্যে বুধ গ্রহ হচ্ছে সবথেকে ছোট এবং বৃহস্পতি গ্রহ যেটা গ্যাস দিয়ে তৈরি সেটা সবথেকে বড় বৃহস্পতি। যদি আরেকটু বড় হতো তাহলে সেটাও ছোটখাটো সূর্য রূপান্তরিত হয়ে যেত। এছাড়াও বৃহস্পতি গ্রহকে পৃথিবীর বড় ভাইও বলা হয়। কারণ বৃহস্পতি তার চরম মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর দিকে আসা অনেক ধূমকেতু এবং মহাকাশের বিভিন্ন অবজেক্টগুলোকে নিজের গ্রাভিটিতে নিয়ে নেয় এবং নিজের মধ্যে বিলীন করে দেয়। সেই বিষয়টি যদি বৃহস্পতি গ্রহ না করতো তাহলে হয়তো পৃথিবীতে কোন জীবনের অস্তিত্ব টিকে থাকত না।

আরেকটা মজার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমাদের পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে ঠিক তেমনি আমাদের এই সূর্য সমস্ত সৌরজগতকে ঘিরে নিয়ে মিল্কিওয়ে গ্যালাক্সি কে প্রদক্ষিণ করছে এবং আপনারা জেনে অবাক হবেন। এই সময়কালটা বিরাট লম্বা এবং বর্তমানে আমাদের সৌরজগৎ যে অবস্থানে রয়েছি, সেই অবস্থানে যদি আমরা অতীতে ফিরে যাই তাহলে সেই সময় ডাইনোসররা আমাদের এই পৃথিবীতে বসবাস করত। তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের এই সূর্য গ্যালাক্সি কে একবার চক্কর দিতে কত বেশি সময় লেগে যায়।

আমাদের এই সৌরজগতেই এমন অনেক রহস্যময় বস্তু রয়েছে যেসব বস্তু সম্পর্কে আমরা ধারণা রাখি না। তবে যতটুকু আমরা ধারণা রাখি সেটা হচ্ছে আমাদের এই সৌরজগৎ এবং এই মহাবিশ্ব এতটাই বিশাল এবং এতটাই রহস্যময় যেটা পুরোপুরি এক্সপ্লোর করতে হয়তো আমরা পুরো মানব সভ্যতাও সেটা খুঁজে বের করতে পারবোনা। এর বিষয়গুলো পরবর্তী কোন এক পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 2 months ago 

আমাদের পৃথিবীর জন্য বৃহস্পতি গ্রহের অবদান দেখতেছি অপরিসীম। যেখানে পৃথিবীতে আসা বিভিন্ন বিপদকে বৃহস্পতি গ্রহ তার নিজের মধ্যে টেনে নিয়ে তার মধ্যেই বিলীন করে দেয়। সৌরজগৎ সম্পর্কিত তাছাড়াও আরো বেশ কিছু তথ্য জানতে পারলাম আপনার পোস্ট থেকে। আশা করছি আগামী পোস্টে আরো নতুন কিছু তথ্য জানতে পারবো।

 2 months ago 

সৌরজগত সম্পর্কে অনেক সুন্দর তথ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখাগুলো পড়ে সত্যিই সৌরজগৎ সম্পর্কে জানতে আমার আগ্রহ আরো বেশি হয়ে গেল। আসলে সৌরজগৎ সম্পর্কে অনেক বেশি জানার ইচ্ছে আমার। তাই আপনাদের নিকট থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই এই সৌরজগৎ সম্পর্কে।

New to Steemit?