সমাধান চাও যদি জীবনে মরনে

in #somadhanchaujodi2 months ago

সমাধান চাও যদি জীবনে মরনে

ফিরে চাও খুজে নাও

চোখ রাখো কোরআনে।।

তবেই পাবে সুখ শান্তির ঠিকানা।।

যদি মেনে নাও তুমি মনে প্রানে।

সমাধান চাও যদি জীবনে মরনে

ফিরে চাও খুজে নাও

চোখ রাখো কোরআনে।।

এ যে চিরো অম্লান চিরো মুক্তির ডাক

এ যে মহা বানী খোদারী কালামে পাক।।

এই দুনিয়া আর সেই দুনিয়া।।

শান্তি পাবে তুমি দোজাহানে।

সমাধান চাও যদি জীবনে মরনে

ফিরে চাও খুজে নাও চোখ রাখো কোরআনে।।

এ বানী সকলের নয়

শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।।

ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো।।

অশান্তি দূর করে শান্তি আনে।

সমাধান চাও যদি জীবনে মরনে

ফিরে চাও খুজে নাও চোখ রাখো কোরআনে।।

যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা

সন্দেহ ভুল নেই যাহার একটি কোনা।।

এ যে মহাবিপ্লব পিছে ফেলে যতো সব

এগিয়ে চলে সে অগ্র পানে।।

সমাধান চাও যদি জীবনে মরনে

ফিরে চাও খুজে নাও চোখ রাখো কোরআনে।।