গান কভার- “লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে”- Covered by @Samhunnahar.
সবাই কেমন আছেন?
তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনাদের সাথে গান কভার শেয়ার করে নিচ্ছি—-
গানের কিছু তথ্য
| গান-- | “লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে” |
|---|---|
| শিল্পী- | হৃদয় খান |
| ছায়াছবি | যদি একদিন |
| সুরকার | --- |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।
কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
তুই আমার জীবন,
তুই ছাড়া মরণ,
তুই যে আমারই
সাত রাজারও ধন। - [ ২ বার ]
কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
তুই চাঁদের কণা - তুই ছানা বোনা,
তুই যে আমারই - সব সুখেরই ঘর।
তুই চাঁদের কণা - তুই ছানা বোনা,
তুই যে আমারই - সব সুখেরই ঘর।
কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। - [ ২ বার ]
সোর্স
সমাপ্তি-@samhunnahar
| আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
|---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।






হ্যাঁ আপু এই গানটি ছোট বড় সবাই পছন্দ করে। আজকে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। তবে আপনার কন্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো। আপনার কন্ঠে গান শুনতে আপনার মেয়েও পছন্দ করে শুনে বেশ ভালো লাগলো। গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। ধৈর্য এবং সাহস নিয়ে এত সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনি অনেক অনুপ্রাণিত করলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনি খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গান যত শুনি ততই যেনো আরও বেশি শুনতে ইচ্ছে করে। একটা সময় এই গান খুব শুনা যেতো। হৃদয় খানের গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর গান কভার করার জন্য।
আমারও তাই আপু অনেক ভালো লাগে গানটি শুনতে।
এই গানটি খুবই জনপ্রিয় একটি গান।আজ আপনি খুব সুন্দর ভাবে গানটি গেয়েছেন আপু।আপনার গলা শুনে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর উৎসাহ দেওয়ার জন্য।
বাহ্ আপনি আমার পছন্দের একটি গান কভার করছেন আপু। আমি প্রায় এই গানটি শুনে থাকি।আপনার কণ্ঠে এতো সুন্দর একটি গান শুনে বেশ ভালো লাগলো।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
তাহলে তো বেশ ভালোই হলো আপনার পছন্দের গানটি শেয়ার করতে পেরে।
আমি পূর্ব অবগত রয়েছি আপনার কন্ঠটা দারুন। আপনার চমৎকার কন্ঠে গান শুনে আমার খুব ভালো লেগেছে। আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করে থাকেন। মাঝখানে বিভিন্ন কারণে আমার গান শেয়ার করা হয় না। তবে এই সপ্তাহ থেকে চেষ্টা করব আমিও আপনাদের মাঝে গান শেয়ার করার জন্য। দারুন একটি গান পরিবেশন করার জন্য ধন্যবাদ।
আমি দেখি যখনই গান কভার শেয়ার করি তখনই আপনি আমার গান কভার গুলো শুনে থাকেন। অনেক বেশি অনুপ্রাণিত হয় তাতে।
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি অসম্ভব দারুন একটা গানের কভার করেছেন আজকে। আপনার আজকের কভার করা গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি আজকে যে গানের কভারটা করেছেন এই গানটা আমি বেশ কয়েকবার শুনেছিলাম। তবে আমার কাছে আপনার খালি গলায় শুনতে একটু বেশি ভালো লেগেছে গানটি। পুরো গানের কভার হয়েছে জাস্ট অসাধারণ একেবারে। আপনি এত সুন্দর করে পুরো গানটার কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
নিজের কাজের প্রতি যখন এত প্রশংসা শোনা হয় তাহলেই অনেক ভালো লাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে।
https://x.com/nahar_hera/status/1836367204339847333?t=MHTtTu5PBeV9-lT92g6mTA&s=19
কয়েকদিন ধরে এই গানটা ফেসবুকে বাচ্চাদের নিয়ে খুবই চলছিল। আপনার কন্ঠে আজকে গানটি শুনতে পেরে ভীষণ ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে গানটি কভার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
প্রায় সময় দেখি য়েকোন ভিডিও সাথে এই গানটি অ্যাড করা থাকে।
এই গানটা ভীষণ সুন্দর একটা গান। গানটা শুনতেও খুব ভালো লাগে। আপনার কন্ঠে আজকে এই গানটা শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে আপনি পুরো গানটা কভার করেছেন। ভালো লাগলো শুনে। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে গানটি শোনার জন্য।
অনেক সুন্দর গানটি আপনার মিষ্টি কন্ঠে শুনে অনেক ভালো লাগলো আপু। এই গানটি আমার খুব পছন্দের একটি গান। যদিও কন্ঠ ভালো না তার পরও গানটি গুন গুন করে গাই। গানটির সাথে আপনার কন্ঠের একটি মিল রয়েছে। আর তা হলো গানটি আর আপনার কন্ঠ দুটোই অনেক মায়াবী। আপনার মায়াবী কন্ঠে গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম।
বাহ অনেক সাবলীল ভাষাই মতামত দিয়ে আমাকে উৎসাহ দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে।