স্পোর্টসঃ আল-নাসের ও আই-তাইয়ের মধ্যেকার জমজমাট ফুটবল ম্যাচ।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। রোসান সৌদি লীগের একটি খেলা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো৷ আল-নাসের বনাম আই তাই দলের মধ্যেকার জমজমাট ম্যাচের রিভিউ করবো। সৌদি লীগের খেলা আগে আমি দেখতাম না। কিন্তু এখন সৌদি লিগে অনেক ভালো ভালো প্লেয়ার যুক্ত হওয়ার কারণে সৌদি লীগের খেলা কম বেশি দেখা হয়। তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা আমি খুব পছন্দ করি। সে আমার অনেক পছন্দের একটা প্লেয়ার। ক্রিস্টিয়ান রোনাল্ডো যখন রিয়াল মাদ্রিদ টিমে খেলতো তখন তার খেলা দেখে আমি তার খেলার প্রতি আকর্ষিত হয়।তখন থেকে আমি প্রতিনিয়তই তার খেলা দেখার চেষ্টা করি।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
| আল-নাসের | পারফর্মেন্স | আই-তাই |
|---|---|---|
| ২১ | শর্ট | ০৬ |
| ০৯ | শর্ট অন টার্গেট | ০৩ |
| ৭০% | বল পজিশন | ৩০% |
| ৫৮৯ | পাস | ২৬২ |
| ৯০% | সঠিক পাস | ৭৩% |
| ১৫ | ফাউল | ১১ |
| ০৫ | হলুদ কার্ড | ০ |
| ০০ | লাল কার্ড | ০১ |
| ০৪ | অফসাইড | ০৫ |
| ০৭ | কর্নার | ০৪ |
রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। আল- নাসের প্রথম থেকে অনেক ভালো খেলছিলো। কারন তাদের দলে ভালো মানের প্লেয়ার আছে। ক্রিস্টিয়ানো রোনালদো সাদিও মানের মতো প্লেয়ার এই টিমে খেলে৷ আই-তাই ও বেশ ভালোই খেলছিলো।
খেলা শুরু থেকেই আল-নাসের গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। তারা অনেক চেষ্টা করে গোল করার জন্য কিন্তু তারা গোলের দেখা পাই না।
খেলা প্রায় ২০ মিনিটের মতো হলে আল-নাসেরের প্লেয়ার ওটাভিও সতীর্থের পাঠানো বলে হেড করে আই-তাইয়ের জালে গোল করে। ১-০ তে এগিয়ে যায় আল-নাসের।
কিন্তু এই লিড বেশি ক্ষন স্থায়ী থাকে না। আই-তাইয়ের প্লেয়ার মিসিদজানের অসাধারণ শটে সমতা ফিরে নিয়ে আসে। খেলা জমজমাট হয়ে ওঠে দুই দল গোল দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। এর ভেতর মিসিদজান লাল কার্ড খাই। একজন প্লেয়ার কমে যাওয়ার তারা অনেক দূর্বল হয়ে পড়ে। আর এই সুযোগটা কাজে লাগাই আল-নাসের।
এরপর আল-নাসেরের প্লেয়ার ঘারিবের অসাধারণ শার্টে ২-১ লিড আদায় করে আল-নাসের। কিন্তু খেলা তখনো বাকি ছিল।
এরপর শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদোর চমক। একেক পর এক গোল জালে জড়াতে থাকএন তিনি। পর পর ৩ টা গোল করে এই ম্যাচে তিনি হ্যাটট্রিক করেন। হ্যাটট্রিক করার পর তিনি তার বিশ্ব বিখ্যাত সেলিব্রেশন করেন। সম্পূর্ণ খেলা শেষ হওয়ার পর ৫-১ গোলে খেলা শেষ হয়ে যায়।
| পোস্টের ধরন | স্পোর্টস রিভিউ |
|---|---|
| পোস্টকারী | মোঃ আশিকুর রহমান। |
| চ্যানেল | ফুটবল জার্সি ইউএস |
| ফটো সংগ্রহ | ইউটিউব |
| ডিভাইস | রেডমি নোট ১১ |
| লোকেশন | পাবানা |

















আসলে উক্ত ফুটবল ম্যাচটি অত্যন্ত জমজমাট একটি ম্যাচে পরিণত হয়েছিল। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। আর এরকম উত্তেজনাকর ফুটবল ম্যাচ উপভোগ করার মজাই আলাদা। চমৎকার একটি ফুটবল ম্যাচের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অনেক ছোট থেকে আমি রোনালদো ফ্যান। তাকে এখনো খেলতে দেখলে একটা ভালোলাগা কাজ করে। গতকাল ম্যাচটা আমি দেখেছিলাম তবে হাফ টাইমের পর। এবং কী আশ্চর্যের বিষয় রোনালদো কী অসাধারণ একটা হ্যাট্রিক করল। একসময় মনে হচ্ছিল এটা মনে আমার জন্য গিফট তার পক্ষ থেকে। বেশ বড় ব্যবধানে ম্যাচটা জিতে নেয় আল নাসের।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।