সাকিবের ইনজুরি

in #sports6 years ago

আপনারা জানেন শাকিব এখন বর্তমানে আছে অস্ট্রেলিয়াতে। গত ত্রিদেশীয় কাপ এর খেলার সময় ডান হাতের কোন ইয়াং গুলিতে চোট পায় সেই আঙ্গুল ভেঙে যায় যার ফলে সে কিছুদিন মাঠের বাইরে ছিল তারপরও কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়নি ইনজুরি নিয়েই সে এসে কাপটি খেলেছে। তো এই খেলা খেলতে গিয়ে তার হাতে ইনফেকশন টি আরো বড় হয়ে যায় আরো বেড়ে যায় তাই ফাইনাল না খেলেই তাকে ঢাকায় পাঠানো হয় খুব তাড়াতাড়ি অস্ত্রোপচার করা হয়।

এবং তার হাত থেকে 75 মিলিলিটার পুজ বের করা হয় ডাক্তাররা তো আসলে ভয় পেয়ে গিয়েছে যে ব্যথা নিয়ে কিভাবে একটা মানুষ খেলা চালিয়ে গেল। ব্যাটিং-বোলিং করা তো দূরের কথা স্বাভাবিক কাজকর্ম করায় বড় এর কাজ ছিল সেই রকম হাত নিয়ে তো যাই হোক মাশরাফির মতো অনেক ধৈর্য্য নিয়ে অনেক ইনজুরি সত্ত্বেও দেশের জন্য লড়াই করেছে।

তো শাকিবের জন্য সবাই দোয়া করবেন যাতে সে তা দোস্ত হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে তবে আজকে পত্রিকায় একটি আর্টিকেল পড়লাম সেখানে দেখলাম যে যে-আঙুলে যে রিপোর্টগুলো করা হয়েছিল অস্ট্রেলিয়াতে সেগুলো পজিটিভ এসেছে তো এটা একটা গুড নিউজ আমাদের জন্য।

Sort:  

This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons:

  • Spam
  • Plagiarism
  • Scam or Fraud