ভালোবাসার রঙ নিয়ে এলো ফাল্গুন//১০% প্রিয় লাজুক-খ্যাক এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে,ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕

  • আসসালামু আলাইকুম 🙋‍♀️🙋‍♀️
  • প্রীতি ও শুভেচ্ছা 🌹🌹🌹🌹🌹🌹
  • আশা করি সবাই এই ফাল্গুনের ছোঁয়ায় ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
  • ফাগুনের আগুন যে মনে ধরেছে তা প্রকৃতির চিত্রপটেই এই বোঝা যাচ্ছে। মৃদু মৃদু বাতাস শীতের রুক্ষতাকে দূর করে মনকে উদাস করে দিচ্ছে। তাই ফাল্গুনের অনুভূতি নিয়ে আমার কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করছি।

20220214_162411.jpg
source

ফাল্গুনে এবার রাঙ্গাবো মন

  • কবির ভাষায়-"ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত"। কিন্তু আজ ফুল ফুটেছে আর আমাদের জানান দিচ্ছে আজ বসন্ত। প্রকৃতি আজ মনের দক্ষিণা জানালা খুলে সৌরভ ছড়িয়ে দিচ্ছি চারিদিকে।
    কোকিল গাইছে গান,ভ্রমর করছে খেলা
    গাছে গাছে পলাশ আর শিমুল এর মেলা।ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন হয় প্রকৃতিতে। ঋতুরাজ কে স্বাগত জানাতে প্রকৃতির আজ বর্ণিল সাজ।

pexels-pixabay-46164.jpg
source

pexels-pixabay-414181.jpg
source

  • কাশফুলের নরম ছোঁয়ায় প্রকৃতি যেন মৃদু হাসছে।ফুলে ফুলে আজ মৌমাছির গুঞ্জন। নতুন প্রাণের পত্র-পল্লবে আজ ভরে উঠেছে বৃক্ষলতা।
    গ্রীষ্মের আগমনে কাঠফাটা রোদের দুপুর। বসন্তের আগমনে কোকিলের মধুর সুর। এই বসন্তের ছোঁয়া লাগুক সবার হৃদয়ে। বসন্তের ছোঁয়ায় সবার জীবন পুষ্পিত হয়ে উঠুক।

pexels-rafael-barros-3126574.jpg
source

ভালোবাসার রং

  • বসন্ত যেন আপন হাতেই ভালোবাসাকে ধরে নিয়ে এসেছে আজকের এই দিনে। এ যেন ফাল্গুনী ভালোবাসা। ১৪ ই ফেব্রুয়ারি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে হাজার হাজার মানুষ হাজার রকম অনুভূতি প্রকাশ করছে। ভালোবাসার যদিও কোন রং হয় না। কিন্তু আমার কাছে মনে হয় ভালোবাসার রং কালো। কালো যদিও আঁধারের প্রতীক হয়। আধারে যেমন আত্মবিশ্বাস থাকলে চলা যায় খুব সহজে তেমনি ভালোবাসায় আত্মবিশ্বাস থাকলে সারাজীবন একসাথে চলা যায়।

pexels-alleksana-6478830.jpg
source

pexels-karolina-grabowska-5713572.jpg
source

  • পহেলা ফাল্গুন এবং ১৪ই ফেব্রুয়ারি এই দুইটার মিশ্রণে অন্যরকম অনুভূতি প্রকাশ করা যায়।এমনি বসন্ত মাখা ভালবাসার রঙ যেন সবার জীবনে সবসময় থাকে এই কামনা করি।

pexels-karolina-grabowska-5713559.jpg
source

  • আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে আমি কিছু ফুল আমার হাজব্যন্ডকে উপহার দেই।ফুলগুলো যদি ও কুড়ানো কিন্তু ফুলে ভালোবাসা মাখানো ছিল অফুরন্ত।

20220214_140007.jpg

সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে দেখার জন্য। কেমন লেগেছে আশা করি মন্তব্য করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ ❤️❤️

Sort:  
 4 years ago 

লিখাগুলো সুন্দর হয়েছে।
তবে, আপনি এই ছবিগুলো কোথা থেকে নিয়েছেন?
@morioum

 4 years ago 

আপু আসলে নেট প্রব্লেম এর কারনে প্রথমে পোস্ট হয়নি পরে পোস্ট করার কারণে সোর্স কাটা গেছে। ধন্যবাদ

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি অনেক সুন্দর লিখেছেন। আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। এভাবেই লেখালেখি চালিয়ে যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু। ভালো থাকবেন। ❣️

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png