শখের ডাকটিকেট এর কিছু আলোকচিত্র।
আমি @rahimakhatun
from Bangladesh
আজ রোজ শনিবার
১৯ অগাস্ট ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
|---|
আ
এই ডাকটিকেট গুলো বাংলাদেশী। এগুলা হচ্ছে একাত্তরের গণহত্যা বিভিন্ন ছবির ডাকটিকেট। এই সময় প্রায় ৭১ টা ছবি বিভিন্ন ফোটগ্রাফার। ছবি গুলো বেশ মর্মান্তিক। কিভাবে মানুষদের গণহত্যা করা হয়েছিল।

নিচের চারজন বাদে সবগুলো একাত্তরে শহীদ হওয়া সকল বুদ্ধিজীবী। আর নিচের চারজন হচ্ছে মহান মুক্তিযুদ্ধে শহীদ চার বীরশেষ্ট।

বাংলাদেশী কিছু সম্মলিত ডাকটিকেট।

বাংলাদেশী কিছু ডাকটিকেট,ইতিহাস এবং ঐতিহ্যের ডাকটিকেট।

ভারত বাংলাদেশী সম্প্রতি উদযাপন,বাংলাদেশী ঐতিহ্যবাহী রিক্সা ,বাংলাদেশি ফুল ফল,পশু। বাংলাদেশী যুবদিবস। ভারতের মাহাতাগান্দী।
মাঝে মাঝে আমার সংগ্রহের ডাকটিকিট গুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে।সামনে মাঝে মাঝে নতুন নতুন কিছু ডাকটিকিট আপনাদের সাথে শেয়ার করবো।
আজ এই অব্দি,আবার আসবো অন্যকোন দিন অন্য কোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন,এই প্রত্যাশায়।
ধন্যবাদ সবাইকে
| device | Galaxy A-13 |
|---|---|
| Location | Dhaka |
| photograpy | stamp |
| source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কিছু শখ থাকে, আপনার শখ দেখে তো আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি এ পর্যন্ত এত বেশি পরিমাণে ডাকটিকেট সংগ্রহ করেছেন তা আমি তো কোন সময়ই চোখেই দেখেছিলাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মাধ্যমেই এতগুলো ডাক টিকিট দেখার সৌভাগ্য আমার আজকে হয়ে গেল।