"আমাদের গাছের কামরাঙ্গা ফল পাড়ার অনুভূতি"

in আমার বাংলা ব্লগ23 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি,আর তাই আজ চলে আসলাম একটি নতুন অনুভূতি শেয়ার করতে।

আমাদের গাছের কামরাঙ্গা ফল পাড়ার অনুভূতি:

IMG_20251218_062011.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন এক অনুভূতি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

আমাদের বাড়িতে বারোমাসি একটি কামরাঙ্গা ফলের গাছ রয়েছে অনেকেই জেনে থাকবেন।যেটা আমরা অনাথ বন্ধু নার্সারি থেকে কিনেছিলাম।আর গাছটি ছিল কলমের সঙ্গে গাছে একটি মাত্র কামরাঙ্গা ধরে থাকা অবস্থায় নিয়ে আসা।আর এটি বাবা ও আমি নিজ হাতে রোপন করেছিলাম।তারপর থেকে গাছটি খুব অল্প সময়ে বেড়ে উঠেছে।

IMG_20251218_061945.jpg

আমাদের গাছের কামরাঙ্গা ফল দিয়ে ইতিমধ্যেই আমি অনেকগুলি রেসিপি শেয়ার করে ফেলেছি আপনাদের সঙ্গে।যেমন-- কাঁচা কামরাঙ্গা মাখা,কামরাঙ্গার আচার,কামরাঙ্গার প্লাস্টিক চাটনি,কামরাঙ্গা সত্ত্ব,কামরাঙ্গার মোরব্বা, কামরাঙ্গার জুস এবং কামরাঙ্গার চপ/ পকোড়া রেসিপি ইত্যাদি।কামরাঙ্গা খুবই উপকারী একটি ফল।যার মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে।কারণ এতে ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর রয়েছে।এটি হজমশক্তি উন্নত করে, ওজন কমাতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।

একটি কামরাঙ্গা গাছে প্রচুর পরিমানে কামরাঙ্গা ধরে থাকে।যেহেতু আমাদের গাছটি মাঝারি সাইজের বেশি বড় নয় তবুও প্রচুর পরিমানে কামরাঙ্গা ধরে থাকে।আর সারাবছর যেহেতু একের পর এক ছোট থেকে ফলগুলো বড় হতে থাকে তাই ফুরানোর গল্পও নেই।এইবার কামরাঙ্গাগুলি বেশ পরিপক্ক হয়ে গিয়েছে এবং পাক ধরার হলুদ কালারও চলে এসেছে।সেজন্য নামিয়ে ফেললাম গাছ থেকে, আর নামিয়ে ফেলার পর এতগুলো কামরাঙ্গা জড়ো হয়েছে।যেগুলো বেশ পরিপক্ক ও পাকা।

IMG_20251218_061931.jpg

যেহেতু এগুলো আমি হাত দিয়ে নামিয়েছি তাই দীর্ঘদিন রাখার ফলে নষ্ট হবে না।কিন্তু কামরাঙ্গার গায়ে হালকা আঘাত পেলেই দুই দিনের মধ্যে সেটি নস্ট হয়ে যেতে পারে।তাই সবসময় হাত দিয়ে নামানোর চেষ্টা করি আমি।আমি এগুলো সত্ত্ব করে রেখে দেব আর কিছুটা আচার তৈরি করবো।কারন আমাদের বাড়ির সবজি ও কামরাঙ্গাসহ বিভিন্ন ফল তেমন বিক্রি করা হয়না।সবই খাওয়া হয়।

গাছে কাঁচা অবস্থায় রেখে আসলে পরের দিন কামরাঙ্গার গায়ে সুন্দর হলুদ কালার চলে আসছে।তাই একেবারেই বেশি করে নামিয়ে ফেললাম।কারন আবার অনেক বেবি কামরাঙ্গাও রয়েছে, সেগুলো দ্রুত বৃদ্ধি পাবে।নিজ হাতে লাগানো গাছের ফল তুলতে যে কি পরিমাণ আনন্দের বা পরিতৃপ্তির সেটা হয়তো একমাত্র সেই অনুভব করতে পারে এবং যারা তোলেন তারাই অনুভব করতে পারে।আসলেই এটি মজার বিষয় ছিল।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।